ডয়চে ভেলে

ইমরানের অনুমতি নিয়েই তাঁর বাড়িতে তল্লাশির জন্য ঢুকবে পাঞ্জাব পুলিশ। জানিয়ে দিলেন মন্ত্রী।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তা এড়িয়ে যেতে চাইছে পাঞ্জাবের অন্তর্বর্তী সরকার। তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, ইমরানের অনুমতি নিয়ে, ক্যামেরার সামনে তাঁরা সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চালাতে চান। ইমরানের অনুমতি নিয়েই লাহোরের পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা দল পাঠাতে চায় সরকার।
ইমরানের জামান পার্কের বাড়ি পাঞ্জাব পুলিশের কর্মীরা ঘিরে রেখেছে। জামান পার্কে ঢোকা-বেরোনোও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর আগে পাঞ্জাব সরকার একটা চরমসীমা বেঁধে দিয়ে বলেছিল, ওই সময়ের মধ্যে ইমরানকে তাঁর বাড়িতে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দিতে হবে। সেই সময়সীমা পার হয়ে গেছে। ডিডব্লিউকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, পাকিস্তানের পরিস্থিতি অস্বাভাবিক। তাঁর দলের সব নেতা জেলে। সাড়ে ৭ হাজার কর্মী জেলে। এবার তাঁকে আবার গ্রেপ্তার করা হবে বলে তিনি মনে করছেন।
মীর অবশ্য আবার দাবি করেছেন, ইমরানের বাড়িতে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। তাঁরা সেনা সদর দপ্তরে হামলা করেছিল। তাঁদের পুলিশের হাতে তুলে দিতে হবে। তবে পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে ঠিক হয়েছে, জোর করে ইমরানের বাড়িতে না ঢুকে তাঁর অনুমতি নিয়ে ঢোকা হবে। জুমার নামাজের পর প্রতিনিধিদল ইমরানের বাড়িতে যাবে।
ইমরান আগে বলেছিলেন, পুলিশ তার বাড়িতে তল্লাশির নাম করে কিছু মানুষকে ঢুকিয়ে দেবে। পরে বলবে, তারাই সন্ত্রাসী। মীর জানিয়েছেন, পুরো তল্লাশি অভিযান ক্যামেরার সামনে হবে। ফলে এ নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই।
মীর দাবি করেছেন, জামান পার্ক এলাকা থেকে আটজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জেরা করা হচ্ছে।
বৃহস্পতিবার ইমরানের বাড়িতে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় এবং তারা সর্বত্র ঘুরে দেখেছেন। জিও টিভির রিপোর্টারও তাঁদের মধ্যে ছিলেন। তিনি জানিয়েছেন, পুরো বাড়িতে তাঁরা ইচ্ছেমতো ঘুরে দেখেছেন। শুধু একটাই পরিবর্তন হয়েছে। বাড়ির ছাদে ও ইমরানের বসার ঘরে বুলেটপ্রুফ কাচ লাগানো হয়েছে।
ইমরানের বাড়িতে ১০-১২ জন কর্মী এসেছিলেন। তাঁরা যখন বাইরে যান, তখন পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

ইমরানের অনুমতি নিয়েই তাঁর বাড়িতে তল্লাশির জন্য ঢুকবে পাঞ্জাব পুলিশ। জানিয়ে দিলেন মন্ত্রী।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তা এড়িয়ে যেতে চাইছে পাঞ্জাবের অন্তর্বর্তী সরকার। তথ্যমন্ত্রী আমির মীর বলেছেন, ইমরানের অনুমতি নিয়ে, ক্যামেরার সামনে তাঁরা সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চালাতে চান। ইমরানের অনুমতি নিয়েই লাহোরের পুলিশ কমিশনারের নেতৃত্বে একটা দল পাঠাতে চায় সরকার।
ইমরানের জামান পার্কের বাড়ি পাঞ্জাব পুলিশের কর্মীরা ঘিরে রেখেছে। জামান পার্কে ঢোকা-বেরোনোও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর আগে পাঞ্জাব সরকার একটা চরমসীমা বেঁধে দিয়ে বলেছিল, ওই সময়ের মধ্যে ইমরানকে তাঁর বাড়িতে আশ্রয় নেওয়া সন্ত্রাসীদের পুলিশের হাতে তুলে দিতে হবে। সেই সময়সীমা পার হয়ে গেছে। ডিডব্লিউকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেছেন, পাকিস্তানের পরিস্থিতি অস্বাভাবিক। তাঁর দলের সব নেতা জেলে। সাড়ে ৭ হাজার কর্মী জেলে। এবার তাঁকে আবার গ্রেপ্তার করা হবে বলে তিনি মনে করছেন।
মীর অবশ্য আবার দাবি করেছেন, ইমরানের বাড়িতে ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী আশ্রয় নিয়েছে। তাঁরা সেনা সদর দপ্তরে হামলা করেছিল। তাঁদের পুলিশের হাতে তুলে দিতে হবে। তবে পাঞ্জাবের অন্তর্বর্তী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে ঠিক হয়েছে, জোর করে ইমরানের বাড়িতে না ঢুকে তাঁর অনুমতি নিয়ে ঢোকা হবে। জুমার নামাজের পর প্রতিনিধিদল ইমরানের বাড়িতে যাবে।
ইমরান আগে বলেছিলেন, পুলিশ তার বাড়িতে তল্লাশির নাম করে কিছু মানুষকে ঢুকিয়ে দেবে। পরে বলবে, তারাই সন্ত্রাসী। মীর জানিয়েছেন, পুরো তল্লাশি অভিযান ক্যামেরার সামনে হবে। ফলে এ নিয়ে কোনো সন্দেহ থাকার কারণ নেই।
মীর দাবি করেছেন, জামান পার্ক এলাকা থেকে আটজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জেরা করা হচ্ছে।
বৃহস্পতিবার ইমরানের বাড়িতে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় এবং তারা সর্বত্র ঘুরে দেখেছেন। জিও টিভির রিপোর্টারও তাঁদের মধ্যে ছিলেন। তিনি জানিয়েছেন, পুরো বাড়িতে তাঁরা ইচ্ছেমতো ঘুরে দেখেছেন। শুধু একটাই পরিবর্তন হয়েছে। বাড়ির ছাদে ও ইমরানের বসার ঘরে বুলেটপ্রুফ কাচ লাগানো হয়েছে।
ইমরানের বাড়িতে ১০-১২ জন কর্মী এসেছিলেন। তাঁরা যখন বাইরে যান, তখন পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৫ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৫ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৭ ঘণ্টা আগে