
ঝুলন্ত কেবল কারে আটকে থাকা আট আরোহীর মধ্যে দুই শিশুকে উদ্ধার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার সকালে পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলের বট্টগ্রামের উপত্যকায় কেব্ল কারের তার ছিঁড়ে ৯০০ ফুট ওপরে আটকে পড়েছে সাত শিশুসহ আট আরোহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বট্টগ্রামের পার্বত্য এলাকায় ওই কেব্ল কারে চড়ে শিশুরা স্কুলে যাচ্ছিল। বট্টগ্রাম ইসলামাবাদের ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। চলন্ত অবস্থায় কেব্ল কারের একটি তার ছিঁড়ে যায়। কেব্ল কারটি এখন উপত্যকা থেকে ২৭৪ মিটার (৯০০ ফুট) ওপরে ঝুলছে।
উদ্ধার সংস্থার মুখপাত্র ও এক জেলা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, এখন পর্যন্ত দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা শরীক রিয়াজ খট্টক রয়টার্সকে বলেন, ‘ওই এলাকায় দমকা হাওয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। তা ছাড়া হেলিকপ্টারের রোটর ব্লেড দিয়ে কেব্ল কারের তারের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে বলে বেশি কাছাকাছি যাওয়া যাচ্ছে না।’
গুলফারাজ নামে কেব্ল কারের এক যাত্রী পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে মোবাইল ফোনে বলেন, ‘আল্লার দোহাই, আমাদের সাহায্য করেন।’ কেবল কারে আটজন আছেন বলে তিনি নিশ্চিত করেন।
তিনি বলেন, সেখানে আটকে পড়া শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৫ বছর। তাদের মধ্যে একজন গরমে ও ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
বট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা মুজাফফর খান বলেন, আগে কেব্ল কারে ছয় শিক্ষার্থী ও দুই শিক্ষকের কথা শোনা গেলেও এখন সেখানে সাত শিক্ষার্থী ও এক শিক্ষক আটকে আছেন বলে জানা যাচ্ছে।

ঝুলন্ত কেবল কারে আটকে থাকা আট আরোহীর মধ্যে দুই শিশুকে উদ্ধার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আজ মঙ্গলবার সকালে পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলের বট্টগ্রামের উপত্যকায় কেব্ল কারের তার ছিঁড়ে ৯০০ ফুট ওপরে আটকে পড়েছে সাত শিশুসহ আট আরোহী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বট্টগ্রামের পার্বত্য এলাকায় ওই কেব্ল কারে চড়ে শিশুরা স্কুলে যাচ্ছিল। বট্টগ্রাম ইসলামাবাদের ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। চলন্ত অবস্থায় কেব্ল কারের একটি তার ছিঁড়ে যায়। কেব্ল কারটি এখন উপত্যকা থেকে ২৭৪ মিটার (৯০০ ফুট) ওপরে ঝুলছে।
উদ্ধার সংস্থার মুখপাত্র ও এক জেলা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, এখন পর্যন্ত দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা শরীক রিয়াজ খট্টক রয়টার্সকে বলেন, ‘ওই এলাকায় দমকা হাওয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। তা ছাড়া হেলিকপ্টারের রোটর ব্লেড দিয়ে কেব্ল কারের তারের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে বলে বেশি কাছাকাছি যাওয়া যাচ্ছে না।’
গুলফারাজ নামে কেব্ল কারের এক যাত্রী পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে মোবাইল ফোনে বলেন, ‘আল্লার দোহাই, আমাদের সাহায্য করেন।’ কেবল কারে আটজন আছেন বলে তিনি নিশ্চিত করেন।
তিনি বলেন, সেখানে আটকে পড়া শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১৫ বছর। তাদের মধ্যে একজন গরমে ও ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে।
বট্টগ্রামের প্রশাসনিক কর্মকর্তা মুজাফফর খান বলেন, আগে কেব্ল কারে ছয় শিক্ষার্থী ও দুই শিক্ষকের কথা শোনা গেলেও এখন সেখানে সাত শিক্ষার্থী ও এক শিক্ষক আটকে আছেন বলে জানা যাচ্ছে।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
১ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে, ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
৪ ঘণ্টা আগে