
পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আজ রোববার সন্ধ্যা থেকে বড় আকারে অনলাইন প্রচারণা শুরুর পরিকল্পনা করেছিল। কিন্তু আজ সন্ধ্যা থেকেই পাকিস্তানে দেশজুড়ে ব্যাহত ইন্টারনেট সংযোগ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে।
পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৮ ফেব্রুয়ারি। তবে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার রাজনৈতিক দল পিটিআইয়ের বেশির ভাগ জ্যেষ্ঠ নেতারই মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসিপি)। এবার আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইশতেহার প্রণয়ন এবং প্রচারণার তহবিল সংগ্রহের জন্য জাতীয় এবং বৈশ্বিক আকারে পিটিআইয়ের অনলাইন প্রচারণা শুরুর পরিকল্পনাও বাধার সম্মুখীন হলো।
সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেটে নজরদারি পর্যবেক্ষণ করা সংস্থা নেটব্লকস এ প্রসঙ্গে বলেছে, এ ঘটনার সঙ্গে আগের কয়েকটি ঘটনার সামঞ্জস্য দেখা গেছে—যেখানে বিরোধী দলের সমাবেশে বা বিরোধী নেতা ইমরান খানের বক্তৃতার সময়ও ইন্টারনেটে বিভ্রাট হয়েছিল।
এই ব্যাঘাতের ফলে সারা দেশে নেটওয়ার্ক প্রদানকারীরা সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানান নেটব্লকস পরিচালক আল্প টোকার। এএফপিকে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশব্যাপী এই আকারের ইন্টারনেট বিভ্রাটের ঘটনা প্রায় নজিরবিহীন। কেবল ভেনেজুয়েলার সঙ্গেই এর তুলনা চলে। সেখানেও বিরোধীদের বক্তৃতা এবং সমাবেশের প্রচারকে সীমিত করতে অনুরূপ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
পাকিস্তানের মানবাধিকার কাউন্সিল বিরোধী দলের ওপর এই বাধাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা করেছে। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে সংস্থাটি বলেছে, নির্বাচনের প্রেক্ষাপটে সমস্ত রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারটি পাওয়া উচিত। এই মৌলিক অধিকার সমুন্নত রাখা পাকিস্তান সরকারের দায়িত্ব।
২০২২ সালের এপ্রিলে দেশটির পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। তারপর পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি। ইমরান অভিযোগ করেন, মার্কিন সমর্থিত ষড়যন্ত্রের মাধ্যমে অনাস্থা ভোটে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে সামরিক শক্তি। তাকে হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্রও করা হয়েছিল।
এরপর একে একে শতাধিক মামলা করা হয় ইমরানের বিরুদ্ধে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস, দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে ইমরান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। ইমরানসহ পিটিআই নেতাদের বিরুদ্ধে শত শত মামলা এখন বিচারাধীন। তাই নিশ্চিত নয় নির্বাচনে কারা অংশ নিতে পারবেন।

পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আজ রোববার সন্ধ্যা থেকে বড় আকারে অনলাইন প্রচারণা শুরুর পরিকল্পনা করেছিল। কিন্তু আজ সন্ধ্যা থেকেই পাকিস্তানে দেশজুড়ে ব্যাহত ইন্টারনেট সংযোগ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে।
পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৮ ফেব্রুয়ারি। তবে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার রাজনৈতিক দল পিটিআইয়ের বেশির ভাগ জ্যেষ্ঠ নেতারই মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসিপি)। এবার আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইশতেহার প্রণয়ন এবং প্রচারণার তহবিল সংগ্রহের জন্য জাতীয় এবং বৈশ্বিক আকারে পিটিআইয়ের অনলাইন প্রচারণা শুরুর পরিকল্পনাও বাধার সম্মুখীন হলো।
সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেটে নজরদারি পর্যবেক্ষণ করা সংস্থা নেটব্লকস এ প্রসঙ্গে বলেছে, এ ঘটনার সঙ্গে আগের কয়েকটি ঘটনার সামঞ্জস্য দেখা গেছে—যেখানে বিরোধী দলের সমাবেশে বা বিরোধী নেতা ইমরান খানের বক্তৃতার সময়ও ইন্টারনেটে বিভ্রাট হয়েছিল।
এই ব্যাঘাতের ফলে সারা দেশে নেটওয়ার্ক প্রদানকারীরা সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানান নেটব্লকস পরিচালক আল্প টোকার। এএফপিকে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশব্যাপী এই আকারের ইন্টারনেট বিভ্রাটের ঘটনা প্রায় নজিরবিহীন। কেবল ভেনেজুয়েলার সঙ্গেই এর তুলনা চলে। সেখানেও বিরোধীদের বক্তৃতা এবং সমাবেশের প্রচারকে সীমিত করতে অনুরূপ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
পাকিস্তানের মানবাধিকার কাউন্সিল বিরোধী দলের ওপর এই বাধাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা করেছে। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে সংস্থাটি বলেছে, নির্বাচনের প্রেক্ষাপটে সমস্ত রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারটি পাওয়া উচিত। এই মৌলিক অধিকার সমুন্নত রাখা পাকিস্তান সরকারের দায়িত্ব।
২০২২ সালের এপ্রিলে দেশটির পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। তারপর পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি। ইমরান অভিযোগ করেন, মার্কিন সমর্থিত ষড়যন্ত্রের মাধ্যমে অনাস্থা ভোটে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে সামরিক শক্তি। তাকে হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্রও করা হয়েছিল।
এরপর একে একে শতাধিক মামলা করা হয় ইমরানের বিরুদ্ধে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস, দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে ইমরান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। ইমরানসহ পিটিআই নেতাদের বিরুদ্ধে শত শত মামলা এখন বিচারাধীন। তাই নিশ্চিত নয় নির্বাচনে কারা অংশ নিতে পারবেন।

ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
৩৮ মিনিট আগে
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন রেস্তোরাঁয় বিস্ফোরণে এক চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে