
পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আজ রোববার সন্ধ্যা থেকে বড় আকারে অনলাইন প্রচারণা শুরুর পরিকল্পনা করেছিল। কিন্তু আজ সন্ধ্যা থেকেই পাকিস্তানে দেশজুড়ে ব্যাহত ইন্টারনেট সংযোগ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে।
পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৮ ফেব্রুয়ারি। তবে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার রাজনৈতিক দল পিটিআইয়ের বেশির ভাগ জ্যেষ্ঠ নেতারই মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসিপি)। এবার আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইশতেহার প্রণয়ন এবং প্রচারণার তহবিল সংগ্রহের জন্য জাতীয় এবং বৈশ্বিক আকারে পিটিআইয়ের অনলাইন প্রচারণা শুরুর পরিকল্পনাও বাধার সম্মুখীন হলো।
সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেটে নজরদারি পর্যবেক্ষণ করা সংস্থা নেটব্লকস এ প্রসঙ্গে বলেছে, এ ঘটনার সঙ্গে আগের কয়েকটি ঘটনার সামঞ্জস্য দেখা গেছে—যেখানে বিরোধী দলের সমাবেশে বা বিরোধী নেতা ইমরান খানের বক্তৃতার সময়ও ইন্টারনেটে বিভ্রাট হয়েছিল।
এই ব্যাঘাতের ফলে সারা দেশে নেটওয়ার্ক প্রদানকারীরা সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানান নেটব্লকস পরিচালক আল্প টোকার। এএফপিকে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশব্যাপী এই আকারের ইন্টারনেট বিভ্রাটের ঘটনা প্রায় নজিরবিহীন। কেবল ভেনেজুয়েলার সঙ্গেই এর তুলনা চলে। সেখানেও বিরোধীদের বক্তৃতা এবং সমাবেশের প্রচারকে সীমিত করতে অনুরূপ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
পাকিস্তানের মানবাধিকার কাউন্সিল বিরোধী দলের ওপর এই বাধাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা করেছে। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে সংস্থাটি বলেছে, নির্বাচনের প্রেক্ষাপটে সমস্ত রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারটি পাওয়া উচিত। এই মৌলিক অধিকার সমুন্নত রাখা পাকিস্তান সরকারের দায়িত্ব।
২০২২ সালের এপ্রিলে দেশটির পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। তারপর পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি। ইমরান অভিযোগ করেন, মার্কিন সমর্থিত ষড়যন্ত্রের মাধ্যমে অনাস্থা ভোটে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে সামরিক শক্তি। তাকে হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্রও করা হয়েছিল।
এরপর একে একে শতাধিক মামলা করা হয় ইমরানের বিরুদ্ধে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস, দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে ইমরান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। ইমরানসহ পিটিআই নেতাদের বিরুদ্ধে শত শত মামলা এখন বিচারাধীন। তাই নিশ্চিত নয় নির্বাচনে কারা অংশ নিতে পারবেন।

পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আজ রোববার সন্ধ্যা থেকে বড় আকারে অনলাইন প্রচারণা শুরুর পরিকল্পনা করেছিল। কিন্তু আজ সন্ধ্যা থেকেই পাকিস্তানে দেশজুড়ে ব্যাহত ইন্টারনেট সংযোগ। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে।
পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ৮ ফেব্রুয়ারি। তবে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ তার রাজনৈতিক দল পিটিআইয়ের বেশির ভাগ জ্যেষ্ঠ নেতারই মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসিপি)। এবার আসন্ন পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইশতেহার প্রণয়ন এবং প্রচারণার তহবিল সংগ্রহের জন্য জাতীয় এবং বৈশ্বিক আকারে পিটিআইয়ের অনলাইন প্রচারণা শুরুর পরিকল্পনাও বাধার সম্মুখীন হলো।
সাইবার নিরাপত্তা এবং ইন্টারনেটে নজরদারি পর্যবেক্ষণ করা সংস্থা নেটব্লকস এ প্রসঙ্গে বলেছে, এ ঘটনার সঙ্গে আগের কয়েকটি ঘটনার সামঞ্জস্য দেখা গেছে—যেখানে বিরোধী দলের সমাবেশে বা বিরোধী নেতা ইমরান খানের বক্তৃতার সময়ও ইন্টারনেটে বিভ্রাট হয়েছিল।
এই ব্যাঘাতের ফলে সারা দেশে নেটওয়ার্ক প্রদানকারীরা সমস্যার সম্মুখীন হয়েছে বলে জানান নেটব্লকস পরিচালক আল্প টোকার। এএফপিকে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু বানিয়ে দেশব্যাপী এই আকারের ইন্টারনেট বিভ্রাটের ঘটনা প্রায় নজিরবিহীন। কেবল ভেনেজুয়েলার সঙ্গেই এর তুলনা চলে। সেখানেও বিরোধীদের বক্তৃতা এবং সমাবেশের প্রচারকে সীমিত করতে অনুরূপ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
পাকিস্তানের মানবাধিকার কাউন্সিল বিরোধী দলের ওপর এই বাধাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা করেছে। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে সংস্থাটি বলেছে, নির্বাচনের প্রেক্ষাপটে সমস্ত রাজনৈতিক দলের মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকারটি পাওয়া উচিত। এই মৌলিক অধিকার সমুন্নত রাখা পাকিস্তান সরকারের দায়িত্ব।
২০২২ সালের এপ্রিলে দেশটির পার্লামেন্টে বিরোধী দলগুলোর আনা অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। তারপর পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি। ইমরান অভিযোগ করেন, মার্কিন সমর্থিত ষড়যন্ত্রের মাধ্যমে অনাস্থা ভোটে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে সামরিক শক্তি। তাকে হত্যা প্রচেষ্টার ষড়যন্ত্রও করা হয়েছিল।
এরপর একে একে শতাধিক মামলা করা হয় ইমরানের বিরুদ্ধে। রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস, দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে ইমরান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। ইমরানসহ পিটিআই নেতাদের বিরুদ্ধে শত শত মামলা এখন বিচারাধীন। তাই নিশ্চিত নয় নির্বাচনে কারা অংশ নিতে পারবেন।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত...
৭ ঘণ্টা আগে
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির শাসকগোষ্ঠী সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিদেশে বিকল্প পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) প্রস্তুত করছে কি না—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তীব্র হয়েছে। একাধিক পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে উঠে আসা প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের নেতৃত্ব সম্পদ...
৮ ঘণ্টা আগে
জাহাজটি আগে ‘বেলা-১’ নামে পরিচিত ছিল এবং গায়ানার পতাকাবাহী হিসেবে চলাচল করত। মার্কিন কোস্ট গার্ডের নজরদারি এড়াতে কয়েক সপ্তাহ ধরে জাহাজটি সাগরে লুকোচুরি খেলছিল। এমনকি নজরদারি এড়াতে জাহাজটির গায়ে নতুন রং মাখিয়ে ‘মেরিনেরা’ নাম দেওয়া হয় এবং রাশিয়ার পতাকা ব্যবহার শুরু করা হয়।
৯ ঘণ্টা আগে
রেনি নিকোল গুড ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ‘একাডেমি অব আমেরিকান পোয়েটস’ থেকে তিনি একটি আন্ডারগ্র্যাজুয়েট পুরস্কারও জিতেছিলেন।
৯ ঘণ্টা আগে