আজকের পত্রিকা ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রাল শহরে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কিশোরী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ। ১৭ বছর বয়সী সানা ছিলেন টিকটক ও ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় মুখ। দুই প্ল্যাটফর্ম মিলিয়ে তাঁর অনুসরণকারী ছিল ১৩ লাখের বেশি।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম সামা টিভির বরাতে আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার রাতভর এক অভিযান চালিয়ে সানার সন্দেহভাজন ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডেইলি ডনের খবরে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় সানা ইউসুফের মা ফারজানা ইউসুফের অভিযোগের ভিত্তিতে ইসলামাবাদের সুম্বল থানায় একটি মামলা করা হয়। অভিযোগে বলা হয়, গতকাল বিকেল প্রায় ৫টার দিকে এক ব্যক্তি পিস্তল হাতে তাঁদের বাড়িতে প্রবেশ করেন এবং ইচ্ছাকৃতভাবে তাঁদের মেয়েকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
সানা ইউসুফের বুকে দুটি গুলি লাগে। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। একজন পুলিশ সূত্রকে উদ্ধৃত করে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, অপরাধী বাড়িতে ঢুকে একাধিকবার গুলি ছোড়েন, এরপর ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশের দেওয়া বর্ণনা অনুযায়ী, সন্দেহভাজনের চেহারা ছিল চটকদার, গড়ন ও উচ্চতা ছিল মাঝারি এবং তিনি কালো শার্ট ও প্যান্ট পরিহিত ছিলেন। সানার মা ও তাঁর চাচি লতিফা শাহ জানিয়েছেন, তাঁরা ঘটনাটির প্রত্যক্ষদর্শী এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারবেন।
হত্যার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। তবে সামা টিভি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পাঞ্জাব প্রদেশের বাসিন্দা এবং সানার পূর্বপরিচিত। ধারণা করা হচ্ছে, সানার সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বিরোধ ছিল।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ‘ভালো কাজ করেছে ইসলামাবাদ পুলিশ। সানা ইউসুফ হত্যা মামলার রহস্য ২০ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার।’

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চিত্রাল শহরে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কিশোরী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ। ১৭ বছর বয়সী সানা ছিলেন টিকটক ও ইনস্টাগ্রামে অত্যন্ত জনপ্রিয় মুখ। দুই প্ল্যাটফর্ম মিলিয়ে তাঁর অনুসরণকারী ছিল ১৩ লাখের বেশি।
পাকিস্তানের সম্প্রচারমাধ্যম সামা টিভির বরাতে আজ মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গতকাল সোমবার রাতভর এক অভিযান চালিয়ে সানার সন্দেহভাজন ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডেইলি ডনের খবরে বলা হয়েছে, গতকাল সন্ধ্যায় সানা ইউসুফের মা ফারজানা ইউসুফের অভিযোগের ভিত্তিতে ইসলামাবাদের সুম্বল থানায় একটি মামলা করা হয়। অভিযোগে বলা হয়, গতকাল বিকেল প্রায় ৫টার দিকে এক ব্যক্তি পিস্তল হাতে তাঁদের বাড়িতে প্রবেশ করেন এবং ইচ্ছাকৃতভাবে তাঁদের মেয়েকে লক্ষ্য করে গুলি ছোড়েন।
সানা ইউসুফের বুকে দুটি গুলি লাগে। পরে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। একজন পুলিশ সূত্রকে উদ্ধৃত করে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, অপরাধী বাড়িতে ঢুকে একাধিকবার গুলি ছোড়েন, এরপর ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশের দেওয়া বর্ণনা অনুযায়ী, সন্দেহভাজনের চেহারা ছিল চটকদার, গড়ন ও উচ্চতা ছিল মাঝারি এবং তিনি কালো শার্ট ও প্যান্ট পরিহিত ছিলেন। সানার মা ও তাঁর চাচি লতিফা শাহ জানিয়েছেন, তাঁরা ঘটনাটির প্রত্যক্ষদর্শী এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারবেন।
হত্যার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়। তবে সামা টিভি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পাঞ্জাব প্রদেশের বাসিন্দা এবং সানার পূর্বপরিচিত। ধারণা করা হচ্ছে, সানার সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত বিরোধ ছিল।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ‘ভালো কাজ করেছে ইসলামাবাদ পুলিশ। সানা ইউসুফ হত্যা মামলার রহস্য ২০ ঘণ্টার মধ্যে উদ্ঘাটন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার।’

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
১ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
১ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৪ ঘণ্টা আগে