
পাকিস্তানের রাজনীতিতে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটে চলেছে। কেন্দ্র এবং একাধিক প্রদেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পতন ঘটেছে মাসখানেক আগেই। কায়েম হয়েছিল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) আধিপত্য। তবে এবার মুসলিম লীগকে (নওয়াজ) হটিয়ে দেশটির গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের ক্ষমতায় ফের আসীন হয়েছে পিটিআই।
নির্বাচনের ফল নিয়ে নানা নাটকীয়তার পর পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটিআই-সমর্থিত প্রার্থী পারভেজ এলাহি। স্থানীয় সময় গত মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রাজধানী ইসলামাবাদে তাঁর প্রাসাদে এলাহিকে নতুন মুখ্যমন্ত্রীর শপথ পাঠ করান।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাঞ্জাবে গত শুক্রবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোট পান এলাহি। তবে পাঞ্জাব পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি এক রুলিংয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী ঘোষণা করেন। তবে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল রাতে দোস্ত মোহাম্মদ মাজারির রুলিং বাতিল করে দেন। ফলে পারভেজ এলাহি জয়ী হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।
আদালত স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় পারভেজ এলাহিকে শপথ পড়ানোর জন্য পাঞ্জাবের গভর্নর বালিগ-উর-রহমানকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশে বলা হয়েছিল, গভর্নর এই দায়িত্ব পালন করতে না পারলে পাকিস্তানের প্রেসিডেন্ট শপথ পাঠ করাবেন। তাই বালিগ-উর-রহমান শপথ না পড়ানোয় প্রেসিডেন্ট আরিফ আলভি বিশেষ বিমানে পারভেজ এলাহিকে ইসলামাবাদে আনিয়ে শপথ পাঠ করান।

পাকিস্তানের রাজনীতিতে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটে চলেছে। কেন্দ্র এবং একাধিক প্রদেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সরকারের পতন ঘটেছে মাসখানেক আগেই। কায়েম হয়েছিল পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) আধিপত্য। তবে এবার মুসলিম লীগকে (নওয়াজ) হটিয়ে দেশটির গুরুত্বপূর্ণ প্রদেশ পাঞ্জাবের ক্ষমতায় ফের আসীন হয়েছে পিটিআই।
নির্বাচনের ফল নিয়ে নানা নাটকীয়তার পর পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটিআই-সমর্থিত প্রার্থী পারভেজ এলাহি। স্থানীয় সময় গত মঙ্গলবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রাজধানী ইসলামাবাদে তাঁর প্রাসাদে এলাহিকে নতুন মুখ্যমন্ত্রীর শপথ পাঠ করান।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাঞ্জাবে গত শুক্রবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠের ভোট পান এলাহি। তবে পাঞ্জাব পরিষদের ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি এক রুলিংয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে জয়ী ঘোষণা করেন। তবে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল রাতে দোস্ত মোহাম্মদ মাজারির রুলিং বাতিল করে দেন। ফলে পারভেজ এলাহি জয়ী হন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন।
আদালত স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় পারভেজ এলাহিকে শপথ পড়ানোর জন্য পাঞ্জাবের গভর্নর বালিগ-উর-রহমানকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশে বলা হয়েছিল, গভর্নর এই দায়িত্ব পালন করতে না পারলে পাকিস্তানের প্রেসিডেন্ট শপথ পাঠ করাবেন। তাই বালিগ-উর-রহমান শপথ না পড়ানোয় প্রেসিডেন্ট আরিফ আলভি বিশেষ বিমানে পারভেজ এলাহিকে ইসলামাবাদে আনিয়ে শপথ পাঠ করান।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১২ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১২ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৩ ঘণ্টা আগে