
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনফাসের (পিটিআই) প্রধান ইমরান খান নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে দর-কষাকষির পাশাপাশি নিজ দলের নেতাদের নির্বাচনী এলাকায় গিয়ে রাজনৈতিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার পিটিআই নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের তৎপরতা দেখে মনে হচ্ছে ‘যেন নির্বাচন শুরু হয়ে গেছে’! গতকাল রাওয়ালপিন্ডি বিভাগের পিটিআই সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে ইমরান নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আগাম নির্বাচন ইস্যুতে জনসমর্থন আদায় করতে হবে। এর জন্য প্রতিবাদ সমাবেশগুলো অব্যাহত রাখা দরকার। পাশাপাশি সরকারকেও ‘‘চাপের মধ্যে’’ রাখতে হবে।’
বৈঠকে প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া নিয়েও ইমরান খান নিজ দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। একটি সূত্র ডনকে জানিয়েছে, সংসদ সদস্যের পদ থেকে যখনই তাঁদের পদত্যাগ করতে বলা হবে, তখনই তাঁরা পদত্যাগ করবেন বলে দলীয় প্রধানকে আশ্বস্ত করেছেন রাওয়ালপিন্ডির সংসদ সদস্যরা।
সূত্রটি আরও জানিয়েছে, প্রথমে পাঞ্জাব সাধারণ পরিষদ এবং দ্বিতীয় ধাপে খাইবার পাখতুনখাওয়া সাধারণ পরিষদ ভেঙে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ইমরান খান। তবে বিধায়কেরা বলেছেন, পর্যায়ক্রমে প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া পিটিআইয়ের উচিত হবে না। এর পরিবর্তে আগাম নির্বাচনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা উচিত বলে মত দিয়েছেন তাঁরা।
বৈঠকের অন্য একটি সূত্র ডনকে বলেছে, পাঞ্জাব পরিষদ ভেঙে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ইমরান খান সংসদ সদস্যদের প্রতিবাদ সমাবেশ চালিয়ে যেতে এবং ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে বলেছেন।
এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক টুইটারে বলেছিলেন, পিডিএম সরকার আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের চূড়ান্ত পরিকল্পনা উপস্থাপন না করলে পিটিআই পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার বিধানসভা ভেঙে দেবে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনফাসের (পিটিআই) প্রধান ইমরান খান নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে দর-কষাকষির পাশাপাশি নিজ দলের নেতাদের নির্বাচনী এলাকায় গিয়ে রাজনৈতিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন। গতকাল সোমবার পিটিআই নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের তৎপরতা দেখে মনে হচ্ছে ‘যেন নির্বাচন শুরু হয়ে গেছে’! গতকাল রাওয়ালপিন্ডি বিভাগের পিটিআই সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে ইমরান নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আগাম নির্বাচন ইস্যুতে জনসমর্থন আদায় করতে হবে। এর জন্য প্রতিবাদ সমাবেশগুলো অব্যাহত রাখা দরকার। পাশাপাশি সরকারকেও ‘‘চাপের মধ্যে’’ রাখতে হবে।’
বৈঠকে প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া নিয়েও ইমরান খান নিজ দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে। একটি সূত্র ডনকে জানিয়েছে, সংসদ সদস্যের পদ থেকে যখনই তাঁদের পদত্যাগ করতে বলা হবে, তখনই তাঁরা পদত্যাগ করবেন বলে দলীয় প্রধানকে আশ্বস্ত করেছেন রাওয়ালপিন্ডির সংসদ সদস্যরা।
সূত্রটি আরও জানিয়েছে, প্রথমে পাঞ্জাব সাধারণ পরিষদ এবং দ্বিতীয় ধাপে খাইবার পাখতুনখাওয়া সাধারণ পরিষদ ভেঙে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ইমরান খান। তবে বিধায়কেরা বলেছেন, পর্যায়ক্রমে প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া পিটিআইয়ের উচিত হবে না। এর পরিবর্তে আগাম নির্বাচনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা উচিত বলে মত দিয়েছেন তাঁরা।
বৈঠকের অন্য একটি সূত্র ডনকে বলেছে, পাঞ্জাব পরিষদ ভেঙে দেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। ইমরান খান সংসদ সদস্যদের প্রতিবাদ সমাবেশ চালিয়ে যেতে এবং ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে বলেছেন।
এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক টুইটারে বলেছিলেন, পিডিএম সরকার আগামী ২০ ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের চূড়ান্ত পরিকল্পনা উপস্থাপন না করলে পিটিআই পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার বিধানসভা ভেঙে দেবে।

ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
২ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এতে আরও বহু মানুষ আহত হয়েছেন। স্পেনের সিভিল গার্ড এ তথ্য জানিয়েছে। এটি গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
৪ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্র দায়মুক্তির মনোভাব নিয়ে কাজ করছে এবং আন্তর্জাতিক আইনের চেয়ে নিজ শক্তি ও ‘গায়ের জোরকেই’ বেশি গুরুত্ব দিচ্ছে। এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ওয়াশিংটনের কাছে বহুপক্ষীয় সমাধান কার্যত অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ ঘণ্টা আগে