
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি বিশেষ আদালত। আজ বুধবার ইমরান খানকে ওই আদালতে নেওয়া হয়। বিচারক ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতিবিরোধী সরকারি সংস্থা বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) অনুমতি দেন।
গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পৃথকভাবে আরেকটি দায়রা আদালত তোশাখানা মামলায় পিটিআইর প্রধানকে অভিযুক্ত করেছেন। ইমরানের বিরুদ্ধে দুটি শুনানিই ইসলামাবাদ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়। ইসলামাবাদ পুলিশ লাইনসের গেস্টহাউসকে গতকাল রাতেই বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে ‘এককালীন ব্যবস্থা’ হিসেবে আদালতের মর্যাদা দেওয়া হয়। সেখানেই ইমরানকে আটক রাখা হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসলামাবাদের যে অতিথিশালায় ইমরানকে আটক রাখা হয়েছে, সেখানেই তাঁর বিরুদ্ধে আদালতের শুনানি হবে।
শুনানির সময় আল-কাদির ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইমরানের ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক মোহাম্মদ বশির আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিটিআই চেয়ারম্যানের আইনজীবী খাজা হারিস রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, মামলাটি ব্যুরোর আওতার মধ্যে পড়ে না। তিনি বলেন, এনএবি এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদনও দাখিল করেনি।
এদিকে আজ বিকেলে পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশিকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের আগে এক টুইটার পোস্টে কুরেশি লেখেন, ‘এ অসাংবিধানিক আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য আমরা পিটিআই কর্মী, সমর্থক ও পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে যাব।’
এদিকে বিবিসি জানিয়েছে, ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর দল পিটিআই পাকিস্তান ‘অচল’ করে দেওয়ার ডাক দিয়েছে। তাঁর সমর্থকেরা দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করেছে। রাজধানী ইসলামাবাদসহ লাহোর, পেশোয়ার ও করাচিতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া গেছে। মুলতান ও কোয়েটা থেকেও বিক্ষোভের খবর আসে। পেশোয়ারে সংঘর্ষে তিনজনের মৃত্যু ও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের দমনে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বিভিন্ন স্থান থেকে হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। পিটিআই ও প্রত্যক্ষদর্শীদের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, লাহোর ও রাওয়ালপিন্ডিতে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা হয়েছে।
ইসলামাবাদ পুলিশ দাবি করেছে, বিক্ষোভকারীরা বিভিন্ন স্থাপনা ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারা রাষ্ট্রীয় সম্পত্তিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব সরকার।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির একটি বিশেষ আদালত। আজ বুধবার ইমরান খানকে ওই আদালতে নেওয়া হয়। বিচারক ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতিবিরোধী সরকারি সংস্থা বা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) অনুমতি দেন।
গতকাল মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট থেকে পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ইমরান খানকে গ্রেপ্তার করে। পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, পৃথকভাবে আরেকটি দায়রা আদালত তোশাখানা মামলায় পিটিআইর প্রধানকে অভিযুক্ত করেছেন। ইমরানের বিরুদ্ধে দুটি শুনানিই ইসলামাবাদ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হয়। ইসলামাবাদ পুলিশ লাইনসের গেস্টহাউসকে গতকাল রাতেই বিশেষ ব্যবস্থায় কঠোর নিরাপত্তার মধ্যে ‘এককালীন ব্যবস্থা’ হিসেবে আদালতের মর্যাদা দেওয়া হয়। সেখানেই ইমরানকে আটক রাখা হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ইসলামাবাদের যে অতিথিশালায় ইমরানকে আটক রাখা হয়েছে, সেখানেই তাঁর বিরুদ্ধে আদালতের শুনানি হবে।
শুনানির সময় আল-কাদির ট্রাস্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইমরানের ১৪ দিনের রিমান্ড চাওয়া হয়। বিচারক মোহাম্মদ বশির আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পিটিআই চেয়ারম্যানের আইনজীবী খাজা হারিস রিমান্ড আবেদনের বিরোধিতা করে বলেন, মামলাটি ব্যুরোর আওতার মধ্যে পড়ে না। তিনি বলেন, এনএবি এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদনও দাখিল করেনি।
এদিকে আজ বিকেলে পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশিকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের আগে এক টুইটার পোস্টে কুরেশি লেখেন, ‘এ অসাংবিধানিক আচরণের বিরুদ্ধে রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ করার জন্য আমরা পিটিআই কর্মী, সমর্থক ও পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে যাব।’
এদিকে বিবিসি জানিয়েছে, ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর দল পিটিআই পাকিস্তান ‘অচল’ করে দেওয়ার ডাক দিয়েছে। তাঁর সমর্থকেরা দেশটির রাজধানী ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করেছে। রাজধানী ইসলামাবাদসহ লাহোর, পেশোয়ার ও করাচিতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া গেছে। মুলতান ও কোয়েটা থেকেও বিক্ষোভের খবর আসে। পেশোয়ারে সংঘর্ষে তিনজনের মৃত্যু ও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের দমনে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বিভিন্ন স্থান থেকে হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। পিটিআই ও প্রত্যক্ষদর্শীদের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, লাহোর ও রাওয়ালপিন্ডিতে বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা হয়েছে।
ইসলামাবাদ পুলিশ দাবি করেছে, বিক্ষোভকারীরা বিভিন্ন স্থাপনা ও গাড়িতে আগুন ধরিয়ে দেয়। তারা রাষ্ট্রীয় সম্পত্তিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব সরকার।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
৪৩ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৩ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৩ ঘণ্টা আগে