
ঢাকা: পাকিস্তানে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ সোমবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার দাহারকি শহরের কাছে আজ সোমবার সকালে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
রেলওয়ে বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, করাচি থেকে সারগোধা যাওয়ার পথে লাইনচ্যুত হয় মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন। লাইনচ্যুত হওয়ার পর রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সাঈদ এক্সপ্রেস নামের ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। রায়তি রেলস্টেশনের কাছে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।
ঘোটকি জেলার এসএসপি উমর তুফাইল বলেন, ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী এখনো মিল্লাত এক্সপ্রেসের ধ্বংসস্তূপে আটকে আছেন। তাঁরা বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। তাঁদের উদ্ধারে ভারী যন্ত্রপাতির ব্যবস্থা করা হচ্ছে।
ঘোটকি, ধারকি, ওবারো এবং মিরপুর ম্যাথেলোর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ডাক্তার এবং হাসপাতাল কর্মীদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়েছে।
ঘোটকির ডেপুটি কমিশনার উসমান আবদুল্লাহ বলেন, উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। ছয় থেকে আটটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনো ভেতরে অনেকেই আটকে আছেন।

ঢাকা: পাকিস্তানে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আজ সোমবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলার দাহারকি শহরের কাছে আজ সোমবার সকালে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।
রেলওয়ে বিভাগের এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, করাচি থেকে সারগোধা যাওয়ার পথে লাইনচ্যুত হয় মিল্লাত এক্সপ্রেস নামের একটি ট্রেন। লাইনচ্যুত হওয়ার পর রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সাঈদ এক্সপ্রেস নামের ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। রায়তি রেলস্টেশনের কাছে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।
খবর পেয়ে উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।
ঘোটকি জেলার এসএসপি উমর তুফাইল বলেন, ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী এখনো মিল্লাত এক্সপ্রেসের ধ্বংসস্তূপে আটকে আছেন। তাঁরা বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। তাঁদের উদ্ধারে ভারী যন্ত্রপাতির ব্যবস্থা করা হচ্ছে।
ঘোটকি, ধারকি, ওবারো এবং মিরপুর ম্যাথেলোর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ডাক্তার এবং হাসপাতাল কর্মীদের জরুরি ভিত্তিতে ডেকে আনা হয়েছে।
ঘোটকির ডেপুটি কমিশনার উসমান আবদুল্লাহ বলেন, উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে। ছয় থেকে আটটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখনো ভেতরে অনেকেই আটকে আছেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৫ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৬ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৭ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগে