
পাকিস্তানে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা উল্লেখ করে আজ সারা দিন দেশব্যাপী মোবাইল ফোন পরিষেবা স্থগিত করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, সারা দেশে মোবাইল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পাকিস্তানে সাম্প্রতিক জঙ্গি হামলায় মূল্যবান প্রাণ হারিয়েছেন অনেকেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা অপরিহার্য।
এএফপির সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদে তিনি মোবাইল নেটওয়ার্ক পাননি। অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতেও দুর্বল নেটওয়ার্কের খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে পাকিস্তানে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে মোট ১৭ হাজার ৮১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১২ হাজার ৬৯৫ জনই লড়ছেন প্রাদেশিক পরিষদ নির্বাচনে। বাকি ৫ হাজার ১২১ জন লড়ছেন জাতীয় পরিষদ নির্বাচনে।
এই নির্বাচনে জেল থেকেই ভোট দিয়েছেন ইমরান খান। তাঁর দল পিটিআইয়ের সঙ্গে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে দেশটির নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে। বিপরীতে আরেক সাবেক দণ্ডিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদেশ থেকে এনে তাঁর সাজা স্থগিত করে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচনের আগের দিন গতকাল বুধবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশে প্রার্থীদের কার্যালয়ের বাইরে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এই জোড়া বোমা হামলার দায় স্বীকার্য করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট।
নির্বাচনে অংশ নেওয়াদের মধ্যে ১৬ হাজার ৯৩০ জনই পুরুষ এবং নারী মাত্র ৮৮২ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার ট্রান্সজেন্ডার প্রতিদ্বন্দ্বী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে ৬ হাজার ৩১ জন প্রার্থী বিভিন্ন দলের ব্যানারে নির্বাচন করছেন। বাকিরা লড়ছেন স্বতন্ত্রভাবে।

পাকিস্তানে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা উল্লেখ করে আজ সারা দিন দেশব্যাপী মোবাইল ফোন পরিষেবা স্থগিত করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে বলেছেন, সারা দেশে মোবাইল পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পাকিস্তানে সাম্প্রতিক জঙ্গি হামলায় মূল্যবান প্রাণ হারিয়েছেন অনেকেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা অপরিহার্য।
এএফপির সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী ইসলামাবাদে তিনি মোবাইল নেটওয়ার্ক পাননি। অন্যদিকে, দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতেও দুর্বল নেটওয়ার্কের খবর পাওয়া গেছে।
স্থানীয় সময় আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে পাকিস্তানে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে মোট ১৭ হাজার ৮১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ১২ হাজার ৬৯৫ জনই লড়ছেন প্রাদেশিক পরিষদ নির্বাচনে। বাকি ৫ হাজার ১২১ জন লড়ছেন জাতীয় পরিষদ নির্বাচনে।
এই নির্বাচনে জেল থেকেই ভোট দিয়েছেন ইমরান খান। তাঁর দল পিটিআইয়ের সঙ্গে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে দেশটির নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে। বিপরীতে আরেক সাবেক দণ্ডিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বিদেশ থেকে এনে তাঁর সাজা স্থগিত করে নির্বাচনে লড়ার সুযোগ দেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচনের আগের দিন গতকাল বুধবার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে বেলুচিস্তান প্রদেশে প্রার্থীদের কার্যালয়ের বাইরে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এই জোড়া বোমা হামলার দায় স্বীকার্য করেছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট।
নির্বাচনে অংশ নেওয়াদের মধ্যে ১৬ হাজার ৯৩০ জনই পুরুষ এবং নারী মাত্র ৮৮২ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার ট্রান্সজেন্ডার প্রতিদ্বন্দ্বী। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে ৬ হাজার ৩১ জন প্রার্থী বিভিন্ন দলের ব্যানারে নির্বাচন করছেন। বাকিরা লড়ছেন স্বতন্ত্রভাবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো সেনাকে তিনি গাজায় পা রাখতে দেবেন না। এর কয়েক দিন আগেই হোয়াইট হাউস ঘোষণা দেয়, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে এই দুই দেশের কর্মকর্তারা থাকবেন।
১১ মিনিট আগে
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
১ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে