
পাকিস্তানের জাতীয় পরিষদের উপনির্বাচনে একাই ৩৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) আইনপ্রণেতারা পদত্যাগ করলে এ মাসের শুরুতে আসনগুলো শূন্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ এই ৩৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পিটিআই জানিয়েছে, এইসব আসনে ক্ষমতাসীন পিডিএমের (পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট) বিরুদ্ধে ইমরান খান একাই প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন।
তবে পিডিএমের বিরুদ্ধে একাধিক আসনে ইমরান খানের প্রতিদ্বন্দ্বিতা করার ইতিহাস এই প্রথম নয়। ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে ইমরান খান আটটি নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ছয়টিতে বিজয়ী হয়েছিলেন।
গতকাল রোববার লাহোরে এক সাংবাদ সম্মেলনে পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি বলেছেন, ‘দলের কোর কমিটির সঙ্গে সংসদীয় দলের সদস্যদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে দীর্ঘ আলোচনার পর ইমরান খানকে সকল শূন্য আসনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বৈঠকে পাকিস্তানের সামরিক বাহিনী ও পিটিআইয়ের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শাহ মাহমুদ কোরেশি। তিনি বলেছেন, ‘এখন সামরিক বাহিনীর সঙ্গে পিটিআইয়ের কোনো যোগাযোগ নেই। প্রেসিডেন্ট আরিফ আলভি পিটিআই ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেছিলেন। তবে কোনো অগ্রগতি হয়নি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিটিআই মহাসচিব আসাদ উমর বলেছেন, আশা করছি সোমবারের (আজ) মধ্যে লাহোর হাইকোর্ট পাঞ্জাব নির্বাচনের তারিখ দেবে। এ ছাড়া খাইবার পাখতুনখাওয়ায় নির্বাচন চয়ে পেশোয়ার হাইকোর্টেও পিটিশন দায়ের করবে পিটিআই।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই তাদের বৈঠকে চারটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবগুলো হচ্ছে, তিন মাসের মধ্যে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় নির্বাচনের দাবি, খাইবার পাখতুনখাওয়ার গভর্নর গুলাম আলীকে নির্বাচন সম্পর্কে নোটিশ দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে বলা, পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর গ্রেপ্তারের নিন্দা জানানো এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় পিডিএমের বিরুদ্ধে নিন্দা জানানো।

পাকিস্তানের জাতীয় পরিষদের উপনির্বাচনে একাই ৩৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিটিআইয়ের (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) আইনপ্রণেতারা পদত্যাগ করলে এ মাসের শুরুতে আসনগুলো শূন্য ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। আগামী ১৬ মার্চ এই ৩৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পিটিআই জানিয়েছে, এইসব আসনে ক্ষমতাসীন পিডিএমের (পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট) বিরুদ্ধে ইমরান খান একাই প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন।
তবে পিডিএমের বিরুদ্ধে একাধিক আসনে ইমরান খানের প্রতিদ্বন্দ্বিতা করার ইতিহাস এই প্রথম নয়। ২০২২ সালের অক্টোবরে অনুষ্ঠিত উপনির্বাচনে ইমরান খান আটটি নির্বাচনী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ছয়টিতে বিজয়ী হয়েছিলেন।
গতকাল রোববার লাহোরে এক সাংবাদ সম্মেলনে পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি বলেছেন, ‘দলের কোর কমিটির সঙ্গে সংসদীয় দলের সদস্যদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে দীর্ঘ আলোচনার পর ইমরান খানকে সকল শূন্য আসনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বৈঠকে পাকিস্তানের সামরিক বাহিনী ও পিটিআইয়ের সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শাহ মাহমুদ কোরেশি। তিনি বলেছেন, ‘এখন সামরিক বাহিনীর সঙ্গে পিটিআইয়ের কোনো যোগাযোগ নেই। প্রেসিডেন্ট আরিফ আলভি পিটিআই ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করেছিলেন। তবে কোনো অগ্রগতি হয়নি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিটিআই মহাসচিব আসাদ উমর বলেছেন, আশা করছি সোমবারের (আজ) মধ্যে লাহোর হাইকোর্ট পাঞ্জাব নির্বাচনের তারিখ দেবে। এ ছাড়া খাইবার পাখতুনখাওয়ায় নির্বাচন চয়ে পেশোয়ার হাইকোর্টেও পিটিশন দায়ের করবে পিটিআই।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই তাদের বৈঠকে চারটি প্রস্তাব পাস করেছে। প্রস্তাবগুলো হচ্ছে, তিন মাসের মধ্যে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় নির্বাচনের দাবি, খাইবার পাখতুনখাওয়ার গভর্নর গুলাম আলীকে নির্বাচন সম্পর্কে নোটিশ দিতে প্রেসিডেন্ট আরিফ আলভিকে বলা, পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর গ্রেপ্তারের নিন্দা জানানো এবং অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় পিডিএমের বিরুদ্ধে নিন্দা জানানো।

ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
১৬ মিনিট আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
২ ঘণ্টা আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
২ ঘণ্টা আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
৩ ঘণ্টা আগে