
পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দুটি ফাঁড়ির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এই ফাঁড়িগুলো থেকে উগ্র ইসরায়েলি চরমপন্থীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে থাকে। মার্কিন প্রশাসনের তিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবারই এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তাঁরা বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে এই বিষয়টি স্পষ্ট করতে চায় যে কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, যে বা যারাই ফিলিস্তিনিদের ওপর হামলায় বস্তুগত ও আর্থিক সহযোগিতা দেবে তাদের সবাইকেই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।
ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, দুটি ফাঁড়ি ছাড়াও আরও তিনজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে গোপনীয়তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তাঁরা। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ঘোষণা দেয়নি।
এর আগেও, গত ডিসেম্বরে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হবে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে।
সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমরা পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতাকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের চরমপন্থী হামলা থেকে রক্ষা করার জন্য ইসরায়েলকে অবশ্যই অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে; তা স্পষ্ট করার জন্য আমরা ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দুটি ফাঁড়ির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এই ফাঁড়িগুলো থেকে উগ্র ইসরায়েলি চরমপন্থীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে থাকে। মার্কিন প্রশাসনের তিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবারই এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তাঁরা বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে এই বিষয়টি স্পষ্ট করতে চায় যে কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, যে বা যারাই ফিলিস্তিনিদের ওপর হামলায় বস্তুগত ও আর্থিক সহযোগিতা দেবে তাদের সবাইকেই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।
ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, দুটি ফাঁড়ি ছাড়াও আরও তিনজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে গোপনীয়তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তাঁরা। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ঘোষণা দেয়নি।
এর আগেও, গত ডিসেম্বরে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হবে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে।
সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমরা পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতাকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের চরমপন্থী হামলা থেকে রক্ষা করার জন্য ইসরায়েলকে অবশ্যই অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে; তা স্পষ্ট করার জন্য আমরা ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
১১ মিনিট আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২২ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে