
পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে আজ রোববার। সেই ভোটে অংশ নিতে নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতাদের অংশ নিতে বারণ করেছিলেন ইমরান খান। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ এক প্রতিবেদনে জানিয়েছে, অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নিতে নিজ দলের আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন ইমরান খান।
ইমরান খান দলের আইনপ্রণেতাদের বলেছেন, ‘আপনার আজ রোববারের জাতীয় পরিষদের অধিবেশনে অবশ্যই যোগ দেবেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে সোচ্চার অবস্থান নেবেন।’ তিনি নিজেও জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘জাতীয় অধিবেশনে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে ইতিপূর্বে যে চিঠি পাঠানো হয়েছিল আইনপ্রণেতাদের কাছে, তা প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি তিনি নিজেই আজকের অধিবেশনে পিটিআইয়ের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন।’
গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং অনাস্থা ভোটের নীল নকশা তৈরি করেছে। ভোটের ফল যদি তাঁর বিপক্ষে যায়, তিনি তা মেনে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।
অনাস্থা ভোট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে, কিন্তু এই যোগসাজশের পরে কোনো নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?’

পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে আজ রোববার। সেই ভোটে অংশ নিতে নিজ দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতাদের অংশ নিতে বারণ করেছিলেন ইমরান খান। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। পাকিস্তানের গণমাধ্যম ডন আজ এক প্রতিবেদনে জানিয়েছে, অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে অংশ নিতে নিজ দলের আইনপ্রণেতাদের নির্দেশ দিয়েছেন ইমরান খান।
ইমরান খান দলের আইনপ্রণেতাদের বলেছেন, ‘আপনার আজ রোববারের জাতীয় পরিষদের অধিবেশনে অবশ্যই যোগ দেবেন এবং প্রধানমন্ত্রীর পক্ষে সোচ্চার অবস্থান নেবেন।’ তিনি নিজেও জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক করবেন বলে ঘোষণা দিয়েছেন।
এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ‘জাতীয় অধিবেশনে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে ইতিপূর্বে যে চিঠি পাঠানো হয়েছিল আইনপ্রণেতাদের কাছে, তা প্রত্যাহার করে নিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকি তিনি নিজেই আজকের অধিবেশনে পিটিআইয়ের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন।’
গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং অনাস্থা ভোটের নীল নকশা তৈরি করেছে। ভোটের ফল যদি তাঁর বিপক্ষে যায়, তিনি তা মেনে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।
অনাস্থা ভোট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে, কিন্তু এই যোগসাজশের পরে কোনো নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
৪ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৫ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৫ ঘণ্টা আগে