
পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কোনো পরামর্শ নেওয়া হয়নি। তারপরও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারের মনোনয়নে খুশি হয়েছে দলটি।
ইমরান খান জেলে থাকা অবস্থায় পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি এক প্রতিক্রিয়ায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে শিক্ষিত ও ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘আনোয়ারুল হক কাকার একটি ছোট প্রদেশের হওয়ায় দেশের মৌলিক সমস্যাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন।’
শনিবার এআরওয়াই নিউজের সঙ্গে কথোপকথনে কোরেশি জানান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর মনোনয়নের বিষয়ে পিটিআই-এর কোনো পরামর্শ নেওয়া হয়নি। তবে পিডিএমের একটি দল কাকারের মনোনয়ন নিয়ে খুশি হয়নি বলে মনে হচ্ছে।
ইমরান খান দলের ভাইস চেয়ারম্যান মনে করেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো-নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা।
জানা গেছে, আনোয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নিয়োগের অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
এর আগে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ এবং বিরোধী দলীয় নেতা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলকে নিয়োগের বিষয়ে পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমি এই নামটি প্রস্তাব করেছি আর প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়েছেন।’
রোববার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকার শপথ নিতে পারেন বলেও জানান রিয়াজ।
পাকিস্তানি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সাংবাদিক হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় আছেন কাকার। সংসদের উচ্চ কক্ষ সিনেটে তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পাকিস্তানের জাতীয় নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কোনো পরামর্শ নেওয়া হয়নি। তারপরও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারের মনোনয়নে খুশি হয়েছে দলটি।
ইমরান খান জেলে থাকা অবস্থায় পিটিআই-এর ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি এক প্রতিক্রিয়ায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীকে শিক্ষিত ও ভদ্রলোক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘আনোয়ারুল হক কাকার একটি ছোট প্রদেশের হওয়ায় দেশের মৌলিক সমস্যাগুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন।’
শনিবার এআরওয়াই নিউজের সঙ্গে কথোপকথনে কোরেশি জানান, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর মনোনয়নের বিষয়ে পিটিআই-এর কোনো পরামর্শ নেওয়া হয়নি। তবে পিডিএমের একটি দল কাকারের মনোনয়ন নিয়ে খুশি হয়নি বলে মনে হচ্ছে।
ইমরান খান দলের ভাইস চেয়ারম্যান মনে করেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব হলো-নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা।
জানা গেছে, আনোয়ারুল হক কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যেই নিয়োগের অনুমোদন দিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।
এর আগে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ এবং বিরোধী দলীয় নেতা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুলকে নিয়োগের বিষয়ে পরামর্শ দিয়ে প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করার পর বাইরে বেরিয়ে রিয়াজ সাংবাদিকদের বলেন, ‘আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হতে হবে একটি ছোট প্রদেশ থেকে। আনোয়ারুল হক কাকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি। আমি এই নামটি প্রস্তাব করেছি আর প্রধানমন্ত্রী এতে সম্মতি জানিয়েছেন।’
রোববার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকার শপথ নিতে পারেন বলেও জানান রিয়াজ।
পাকিস্তানি গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, একজন প্রবীণ রাজনীতিবিদ এবং সাংবাদিক হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় আছেন কাকার। সংসদের উচ্চ কক্ষ সিনেটে তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির সংসদীয় নেতা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৪ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৭ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগে