
পাকিস্তানের লাহোর থেকে দেশটির রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকি আজাদি’ লংমার্চ শুরু হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের নেতৃত্বে লাহোরের লিবার্টি চক থেকে এই লংমার্চ শুরু হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তান জাতীয় পরিষদের আগাম নির্বাচনের দাবিতে স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরের পর লাহোরের লিবার্টি চক থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী ও সমর্থকেরা পদযাত্রায় অংশ নেন। এই লংমার্চ নিয়ে ৩৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রাজধানী ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা করেছে পিটিআই।
লংমার্চ প্রসঙ্গে দলটির অন্যতম নেতা বাবর আওয়ান বলেন, ‘এটি একটি শান্তিপূর্ণ পদযাত্রা, কোনো যুদ্ধ নয়। পাকিস্তানের অর্থনৈতিক সংকট ও দাসত্ব থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আগাম নির্বাচন।’ পদযাত্রাকে বিদেশি সহায়তাপুষ্ট মন্তব্য করে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল–এন) তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ‘জাতি এই রক্তাক্ত পদযাত্রাকে প্রত্যাখ্যান করেছে।’
এদিকে, পিটিআই এক টুইটে ছবি শেয়ার করে জানিয়েছে, ‘লিবার্টি চকে জনসমুদ্র তৈরি হয়েছে।’ পদযাত্রায় অংশ নেওয়া পিটিআইয়ের কর্মী মুহাম্মদ মাজহার বলেন, ‘আমাদের দেশকে বাঁচাতে হবে এবং এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, তাই আমি ইমরান খানকে সমর্থন করছি।’
অন্যদিকে রাজধানী ইসলামাবাদে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১৩ হাজারেরও বেশি পুলিশ। এর আগে চলতি বছরের মে মাসেও লংমার্চের আয়োজন করেছিল ইমরানের দল। সে সময় দলটির সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

পাকিস্তানের লাহোর থেকে দেশটির রাজধানী ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকি আজাদি’ লংমার্চ শুরু হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের নেতৃত্বে লাহোরের লিবার্টি চক থেকে এই লংমার্চ শুরু হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পাকিস্তান জাতীয় পরিষদের আগাম নির্বাচনের দাবিতে স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরের পর লাহোরের লিবার্টি চক থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী ও সমর্থকেরা পদযাত্রায় অংশ নেন। এই লংমার্চ নিয়ে ৩৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে রাজধানী ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা করেছে পিটিআই।
লংমার্চ প্রসঙ্গে দলটির অন্যতম নেতা বাবর আওয়ান বলেন, ‘এটি একটি শান্তিপূর্ণ পদযাত্রা, কোনো যুদ্ধ নয়। পাকিস্তানের অর্থনৈতিক সংকট ও দাসত্ব থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আগাম নির্বাচন।’ পদযাত্রাকে বিদেশি সহায়তাপুষ্ট মন্তব্য করে ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ–নওয়াজ (পিএমএল–এন) তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ‘জাতি এই রক্তাক্ত পদযাত্রাকে প্রত্যাখ্যান করেছে।’
এদিকে, পিটিআই এক টুইটে ছবি শেয়ার করে জানিয়েছে, ‘লিবার্টি চকে জনসমুদ্র তৈরি হয়েছে।’ পদযাত্রায় অংশ নেওয়া পিটিআইয়ের কর্মী মুহাম্মদ মাজহার বলেন, ‘আমাদের দেশকে বাঁচাতে হবে এবং এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, তাই আমি ইমরান খানকে সমর্থন করছি।’
অন্যদিকে রাজধানী ইসলামাবাদে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১৩ হাজারেরও বেশি পুলিশ। এর আগে চলতি বছরের মে মাসেও লংমার্চের আয়োজন করেছিল ইমরানের দল। সে সময় দলটির সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৪ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৬ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৬ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৭ ঘণ্টা আগে