
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করে বলেছেন, ‘ক্ষমতাসীন জোট পিএমএল-এন ও পিপিপির নেতারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার চেষ্টা করছেন এবং আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাইছেন।’ গতকাল শুক্রবার নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেছেন বলে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।
ইমরান খান বলেছেন, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দুই সাবেক শাসক ৩০ বছর ধরে পাকিস্তানকে লুট করেছেন। বিদেশি ব্যাংকে তাঁদের অবৈধ সম্পদ রেখেছেন এবং আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁরা এখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার পাঁয়তারা করছেন। আমি তাঁদের স্পষ্ট করে বলতে চাই, আমি এমন কেউ নই যে আমদানি করা সরকার বা কোনো পরাশক্তির কাছে আত্মসমর্পণ করব।’
ওই অনুষ্ঠানে প্রাদেশিক মুখ্যমন্ত্রী মাহমুদ খান, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ গিলের সহযোগী ও স্থানীয় এমএনএসহ সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইমরান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোটের নেতারা তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করতে চান। তাঁরা (জারদারি ও শরিফ) এমন একটি শাসনব্যবস্থা চালু করতে চান, যেখানে শুধু ছোট চোরদের শাস্তি দেওয়া হবে আর বড় চোরেরা ঘুরে বেড়াবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক, তাদের অবশ্যই সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে।’
সম্প্রতি ইসলামাবাদে ইমরানের দলের আজাদি মার্চের সময় ‘আমদানি করা সরকার’ পিটিআই কর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এমন নিষ্ঠুরতা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও ঘটেনি। আমাদের বিক্ষোভ শেষ হওয়ার পরদিন আমি এটি সম্পর্কে জানতে পেরেছি।’
ইমরান খান আরও বলেন, ভারত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই একটি ‘শক্তিশালী পাকিস্তান’ দেখতে চায় না। তাই তারা দেশটিকে দুর্বল করার জন্য তাঁর (ইমরানের) সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভারতীয় টিভি চ্যানেল ও সংবাদপত্র প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ক্ষমতাচ্যুতি উদ্যাপন করেছে। তিনি দাবি করেন, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে ক্ষমতাসীন শরিফ পরিবারের দৃঢ় সম্পর্ক রয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করে বলেছেন, ‘ক্ষমতাসীন জোট পিএমএল-এন ও পিপিপির নেতারা আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার চেষ্টা করছেন এবং আমাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে চাইছেন।’ গতকাল শুক্রবার নেতা-কর্মীদের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেছেন বলে পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে।
ইমরান খান বলেছেন, ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দুই সাবেক শাসক ৩০ বছর ধরে পাকিস্তানকে লুট করেছেন। বিদেশি ব্যাংকে তাঁদের অবৈধ সম্পদ রেখেছেন এবং আদালতে তাঁরা দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁরা এখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়ার পাঁয়তারা করছেন। আমি তাঁদের স্পষ্ট করে বলতে চাই, আমি এমন কেউ নই যে আমদানি করা সরকার বা কোনো পরাশক্তির কাছে আত্মসমর্পণ করব।’
ওই অনুষ্ঠানে প্রাদেশিক মুখ্যমন্ত্রী মাহমুদ খান, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টক, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ গিলের সহযোগী ও স্থানীয় এমএনএসহ সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইমরান খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোটের নেতারা তাঁদের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করতে চান। তাঁরা (জারদারি ও শরিফ) এমন একটি শাসনব্যবস্থা চালু করতে চান, যেখানে শুধু ছোট চোরদের শাস্তি দেওয়া হবে আর বড় চোরেরা ঘুরে বেড়াবে। আমরা যারা দেশপ্রেমিক নাগরিক, তাদের অবশ্যই সেই ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে।’
সম্প্রতি ইসলামাবাদে ইমরানের দলের আজাদি মার্চের সময় ‘আমদানি করা সরকার’ পিটিআই কর্মীদের ওপর নজিরবিহীন নির্যাতন চালিয়েছে বলেও অভিযোগ করেন পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এমন নিষ্ঠুরতা ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরেও ঘটেনি। আমাদের বিক্ষোভ শেষ হওয়ার পরদিন আমি এটি সম্পর্কে জানতে পেরেছি।’
ইমরান খান আরও বলেন, ভারত, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই একটি ‘শক্তিশালী পাকিস্তান’ দেখতে চায় না। তাই তারা দেশটিকে দুর্বল করার জন্য তাঁর (ইমরানের) সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ভারতীয় টিভি চ্যানেল ও সংবাদপত্র প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ক্ষমতাচ্যুতি উদ্যাপন করেছে। তিনি দাবি করেন, ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে ক্ষমতাসীন শরিফ পরিবারের দৃঢ় সম্পর্ক রয়েছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৮ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৯ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১০ ঘণ্টা আগে