
ঢাকা: উন্নয়নশীল ও দরিদ্র দেশে কোভিড-১৯ টিকা সরবরাহ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এক লাখ ডোজ করোনার টিকা পেল পাকিস্তান। ইউনিসেফ-এর বরাত দিয়ে পাকিস্তানের পত্রিকা ডন বিষয়টি নিশ্চিত করেছে।
এক টুইট বার্তায় ইউনিসেফ জানিয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে ফাইজার টিকার এক লাখেরও বেশি ডোজ পাকিস্তানে পৌঁছেছে। আগামী দুই দিনে ফাইজার ডিলুয়েন্টস এবং সিরিঞ্জের চালানগুলোও দেশটিতে পৌঁছবে। এসব টিকা পাকিস্তান সরকারের চলমান টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে।
এ নিয়ে কোভ্যাক্সের পাঠানো টিকার দ্বিতীয় চালান পেল পাকিস্তান। এর আগে চলতি মাসের শুরুতে অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ৩৮ হাজার ৪০০ ডোজ টিকা পায় দেশটি। আগামী কয়েক দিনের মধ্যে আরও ১২ লাখ ৩৬ হাজার ডোজের একটি চালান পাকিস্তানে পৌঁছনোর কথা রয়েছে।
কোভ্যাক্সের মাধ্যমে পাকিস্তান মোট ১ কোটি ৭২ লাখ ডোজ টিকা পাবে। এখন পর্যন্ত করোনার পাঁচটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তান। এগুলো হলো–সিনোফার্ম, ক্যানসিনো, সিনোভ্যাক, স্পুটনিক ভি ও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা।
গত ২৫ মে এক টুইট বার্তায় পাকিস্তান সরকার জানায়, ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) চীনের এক ডোজের ক্যানসিনো টিকার উৎপাদন শুরু করেছে। সরকারি টুইটার অ্যাকাউন্টে আরও বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রতি মাসে ৩০ লাখ ডোজ টিকা উৎপাদন করা হবে। ফলে টিকার জন্য অন্য দেশের ওপর পাকিস্তানের নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৭৩৬ জন।

ঢাকা: উন্নয়নশীল ও দরিদ্র দেশে কোভিড-১৯ টিকা সরবরাহ নিশ্চিত করতে জাতিসংঘের উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের এক লাখ ডোজ করোনার টিকা পেল পাকিস্তান। ইউনিসেফ-এর বরাত দিয়ে পাকিস্তানের পত্রিকা ডন বিষয়টি নিশ্চিত করেছে।
এক টুইট বার্তায় ইউনিসেফ জানিয়েছে, কোভ্যাক্সের মাধ্যমে ফাইজার টিকার এক লাখেরও বেশি ডোজ পাকিস্তানে পৌঁছেছে। আগামী দুই দিনে ফাইজার ডিলুয়েন্টস এবং সিরিঞ্জের চালানগুলোও দেশটিতে পৌঁছবে। এসব টিকা পাকিস্তান সরকারের চলমান টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে।
এ নিয়ে কোভ্যাক্সের পাঠানো টিকার দ্বিতীয় চালান পেল পাকিস্তান। এর আগে চলতি মাসের শুরুতে অ্যাস্ট্রাজেনেকার ১২ লাখ ৩৮ হাজার ৪০০ ডোজ টিকা পায় দেশটি। আগামী কয়েক দিনের মধ্যে আরও ১২ লাখ ৩৬ হাজার ডোজের একটি চালান পাকিস্তানে পৌঁছনোর কথা রয়েছে।
কোভ্যাক্সের মাধ্যমে পাকিস্তান মোট ১ কোটি ৭২ লাখ ডোজ টিকা পাবে। এখন পর্যন্ত করোনার পাঁচটি টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তান। এগুলো হলো–সিনোফার্ম, ক্যানসিনো, সিনোভ্যাক, স্পুটনিক ভি ও অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা।
গত ২৫ মে এক টুইট বার্তায় পাকিস্তান সরকার জানায়, ইসলামাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ (এনআইএইচ) চীনের এক ডোজের ক্যানসিনো টিকার উৎপাদন শুরু করেছে। সরকারি টুইটার অ্যাকাউন্টে আরও বলা হয়, প্রতিষ্ঠানটিতে প্রতি মাসে ৩০ লাখ ডোজ টিকা উৎপাদন করা হবে। ফলে টিকার জন্য অন্য দেশের ওপর পাকিস্তানের নির্ভরশীলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে মারা গেছেন ২০ হাজার ৭৩৬ জন।

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
৫ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে