
পাকিস্তানের চতুর্দশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলী জারদারি। তিনি এর আগেও এক মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে, আজ সোমবার নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশ করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার দ্বিতীয়বারের মতো পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ থেকে নির্বাচিত ড. আরিফ আলভির স্থলাভিষিক্ত হবেন।
পাকিস্তানের সংবিধান অনুসারে, জাতীয় পরিষদ ও চার প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত আইনপ্রণেতাদের ২৫৫টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন জারদারি। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই পাকিস্তানের প্রথম বেসামরিক ব্যক্তিত্ব যিনি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এদিকে, পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) দুই নেতার বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে, আজ সোমবার মন্ত্রিসভার তালিকা প্রকাশ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই নেতা বলেছেন, শাহবাজ এবার অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ ব্যক্তিদের নিয়ে ফেডারেল মন্ত্রিসভার গঠন করতে যাচ্ছেন। এসব নেতা বহুমুখী বিপদ ও দুর্যোগ মোকাবিলায় পারদর্শী।
প্রাথমিক পর্যায়ে স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র, বাণিজ্য, পরিকল্পনা, তথ্য ও বেসরকারিকরণ খাতের জন্য মন্ত্রীদের নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী আরও কয়েকজন মন্ত্রীকে নিয়োগ দেওয়া হবে। সামাজিক উদারপন্থী মুত্তাহিদা ক্বওমী মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজম ও ইসতিশকাম-ই-পাকিস্তান পার্টির নেতাদের নতুন মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।
এ ছাড়া মন্ত্রিসভায় চারবারের অর্থমন্ত্রী ইসহাক দার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ, পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক আহসান ইকবাল, প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র ও আইন বিষয়ক উপদেষ্টা আতাউল্লাহ তারার, হাবিব ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মাদ আওরঙ্গজেব।

পাকিস্তানের চতুর্দশ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলী জারদারি। তিনি এর আগেও এক মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এদিকে, আজ সোমবার নতুন মন্ত্রিসভার তালিকা প্রকাশ করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার দ্বিতীয়বারের মতো পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তিনি সদ্য সাবেক প্রেসিডেন্ট পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ থেকে নির্বাচিত ড. আরিফ আলভির স্থলাভিষিক্ত হবেন।
পাকিস্তানের সংবিধান অনুসারে, জাতীয় পরিষদ ও চার প্রাদেশিক পরিষদের নবনির্বাচিত আইনপ্রণেতাদের ২৫৫টি ইলেকটোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন জারদারি। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই পাকিস্তানের প্রথম বেসামরিক ব্যক্তিত্ব যিনি দ্বিতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
এদিকে, পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) দুই নেতার বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে, আজ সোমবার মন্ত্রিসভার তালিকা প্রকাশ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই নেতা বলেছেন, শাহবাজ এবার অত্যন্ত পরিশ্রমী ও কর্মঠ ব্যক্তিদের নিয়ে ফেডারেল মন্ত্রিসভার গঠন করতে যাচ্ছেন। এসব নেতা বহুমুখী বিপদ ও দুর্যোগ মোকাবিলায় পারদর্শী।
প্রাথমিক পর্যায়ে স্বরাষ্ট্র, অর্থ, পররাষ্ট্র, বাণিজ্য, পরিকল্পনা, তথ্য ও বেসরকারিকরণ খাতের জন্য মন্ত্রীদের নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী আরও কয়েকজন মন্ত্রীকে নিয়োগ দেওয়া হবে। সামাজিক উদারপন্থী মুত্তাহিদা ক্বওমী মুভমেন্ট, পাকিস্তান মুসলিম লীগ-কায়েদে আজম ও ইসতিশকাম-ই-পাকিস্তান পার্টির নেতাদের নতুন মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।
এ ছাড়া মন্ত্রিসভায় চারবারের অর্থমন্ত্রী ইসহাক দার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ, পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক আহসান ইকবাল, প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্র ও আইন বিষয়ক উপদেষ্টা আতাউল্লাহ তারার, হাবিব ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মাদ আওরঙ্গজেব।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৮ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৯ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১০ ঘণ্টা আগে