
ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের গুরুত্বপূর্ণ ইস্যু সীমান্তে সন্ত্রাসবাদ। এ জন্য বরাবরই পাকিস্তানকে দায়ী করে থাকে ভারত। ৯ বছর পর পাকিস্তানে গিয়ে আবারও একই ইস্যু তুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল বুধবার তিনি বলেছেন, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম চললে বাণিজ্য বাড়বে না।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩ তম সম্মেলন। গত মঙ্গলবার রাতে এই সম্মেলন উদ্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্মেলনে সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন এস জয়শঙ্কর।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই সম্মেলনে যোগ দিয়ে গতকাল জয়শঙ্কর বলেন, ‘আমাদের প্রচেষ্টা তখনই অগ্রসর হবে, যখন সনদের প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় থাকবে। এটা অবধারিতভাবে সত্য যে উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন।’
সম্মেলনে তিন শত্রুর কথা তুলে ধরেছেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘আমাদের সীমান্তে যদি সন্ত্রাসবাদ চালু থাকে, উগ্রবাদ চলতে থাকে এবং বিচ্ছিন্নবাদীরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। তবে বাণিজ্য, এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক শক্তিশালী করা, যোগাযোগ এবং মানুষে মানুষে সম্পর্ক উন্নয়ন কঠিন।’
এ প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, যদি আস্থার অভাব হয় বা সহযোগিতা অপর্যাপ্ত হয়, যদি বন্ধুত্ব কমে যায় এবং যে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাতে ঘাটতি দেখা দেয়। তবে অবশ্যই আত্মবিশ্লেষণ করতে হবে এবং সমাধানের পথ খুঁজতে হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, এবারের সম্মেলনে সভাপতিত্ব করছেন শাহবাজ শরিফ। সম্মেলনে তিনি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তন ইস্যু তুলে ধরেছেন। একই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বও তুলে ধরেন তিনি।

ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধের গুরুত্বপূর্ণ ইস্যু সীমান্তে সন্ত্রাসবাদ। এ জন্য বরাবরই পাকিস্তানকে দায়ী করে থাকে ভারত। ৯ বছর পর পাকিস্তানে গিয়ে আবারও একই ইস্যু তুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল বুধবার তিনি বলেছেন, সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম চললে বাণিজ্য বাড়বে না।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩ তম সম্মেলন। গত মঙ্গলবার রাতে এই সম্মেলন উদ্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সম্মেলনে সদস্যদেশগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন এস জয়শঙ্কর।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এই সম্মেলনে যোগ দিয়ে গতকাল জয়শঙ্কর বলেন, ‘আমাদের প্রচেষ্টা তখনই অগ্রসর হবে, যখন সনদের প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় থাকবে। এটা অবধারিতভাবে সত্য যে উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রয়োজন।’
সম্মেলনে তিন শত্রুর কথা তুলে ধরেছেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘আমাদের সীমান্তে যদি সন্ত্রাসবাদ চালু থাকে, উগ্রবাদ চলতে থাকে এবং বিচ্ছিন্নবাদীরা তাদের কার্যক্রম চালিয়ে যেতে থাকে। তবে বাণিজ্য, এক দেশের সঙ্গে আরেক দেশের সম্পর্ক শক্তিশালী করা, যোগাযোগ এবং মানুষে মানুষে সম্পর্ক উন্নয়ন কঠিন।’
এ প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, যদি আস্থার অভাব হয় বা সহযোগিতা অপর্যাপ্ত হয়, যদি বন্ধুত্ব কমে যায় এবং যে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তাতে ঘাটতি দেখা দেয়। তবে অবশ্যই আত্মবিশ্লেষণ করতে হবে এবং সমাধানের পথ খুঁজতে হবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, এবারের সম্মেলনে সভাপতিত্ব করছেন শাহবাজ শরিফ। সম্মেলনে তিনি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তন ইস্যু তুলে ধরেছেন। একই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বও তুলে ধরেন তিনি।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
২ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
২ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৫ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৫ ঘণ্টা আগে