
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাঁকে জেলে রাখতে চাইলে রাখা হোক, তবু তাঁর দলের নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হোক। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলার শুনানির পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই আহ্বান জানান। এ সময় ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার প্রতি আহ্বান জানান, গত বছরের ৯ মে সেনা স্থাপনায় ভাঙচুরের অভিযোগে তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হোক।
ইমরান খান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্তই হয়নি।’ এ সময় তিনি বলেন, তথ্য-প্রমাণ লোপাট ও লুকিয়ে রাখাও একধরনের অপরাধ। ইমরান খান বলেন, ‘একটি রাজনৈতিক দলকে ৯ মে’র ঘটনার ওপর ভিত্তি করে স্রেফ নাই করে ফেলা হচ্ছে।’
এই মামলার বিচারে ন্যায্যতা নিশ্চিতের দাবি জানিয়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পিটিআই নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। এ সময় তিনি বলেন, ‘যদি আপনারা আমাকে জেলে রাখতে চান, রাখুন। তার পরও বাকিদের ছেড়ে দিন।’
এর আগে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ-মিছিল করেন ইমরান খানের ভক্ত-সমর্থকেরা। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর অভিযোগ, সেদিন ইমরান খানের সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে সেনা স্থাপনায় ভাঙচুর চালিয়েছিল। সেই অভিযোগে ইমরান খানসহ পিটিআইয়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তার করা হয়।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটির বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাঁকে জেলে রাখতে চাইলে রাখা হোক, তবু তাঁর দলের নেতা-কর্মীদের ছেড়ে দেওয়া হোক। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল মঙ্গলবার ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলার শুনানির পর সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই আহ্বান জানান। এ সময় ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসার প্রতি আহ্বান জানান, গত বছরের ৯ মে সেনা স্থাপনায় ভাঙচুরের অভিযোগে তাঁর দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হোক।
ইমরান খান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো তদন্তই হয়নি।’ এ সময় তিনি বলেন, তথ্য-প্রমাণ লোপাট ও লুকিয়ে রাখাও একধরনের অপরাধ। ইমরান খান বলেন, ‘একটি রাজনৈতিক দলকে ৯ মে’র ঘটনার ওপর ভিত্তি করে স্রেফ নাই করে ফেলা হচ্ছে।’
এই মামলার বিচারে ন্যায্যতা নিশ্চিতের দাবি জানিয়ে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, পিটিআই নেতা-কর্মীদের মুক্তি দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত। এ সময় তিনি বলেন, ‘যদি আপনারা আমাকে জেলে রাখতে চান, রাখুন। তার পরও বাকিদের ছেড়ে দিন।’
এর আগে ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ-মিছিল করেন ইমরান খানের ভক্ত-সমর্থকেরা। পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর অভিযোগ, সেদিন ইমরান খানের সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে সেনা স্থাপনায় ভাঙচুর চালিয়েছিল। সেই অভিযোগে ইমরান খানসহ পিটিআইয়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তার করা হয়।

ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
১৯ মিনিট আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৩ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
৪ ঘণ্টা আগে