
ইসরায়েলে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত রোববার দেশটির রিজ শহরে নিজ দল ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে এমন হুঁশিয়ারি দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকে দেশের প্রতিরক্ষাশিল্পের অগ্রগতির উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল যে ভয়াবহ বর্বরতা চালিয়ে যাচ্ছে, তা ঠেকাতে হলে আমাদের অবশ্যই অত্যন্ত শক্তিশালী হতে হবে। আমরা যেভাবে আজারবাইজানের কারাবাখে ঢুকেছি, লিবিয়ায় প্রবেশ করেছি, ইসরায়েলের ক্ষেত্রেও আমরা একই কাজ করতে পারি। এটি না করার কোনো কারণ নেই।’
এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘তবে এসব পদক্ষেপ নেওয়ার মতো শক্তিমত্তা আমাদের অবশ্যই অর্জন করতে হবে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে ইসরায়েল এখন ফিলিস্তিনে যা করছে, তা আর অব্যাহত রাখার সুযোগ তারা পাবে না।’
সম্প্রতি মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তুরস্কের পার্লামেন্টে আমন্ত্রণ জানানোর দাবি ওঠে। রোববার একে পার্টির বৈঠকে এ নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, তাঁর সরকার মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানিয়েছিল; কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি তা গ্রহণ করেননি।
এরদোয়ানের বক্তব্যের সমালোচনা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘এরদোয়ান ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করছেন। তাঁকে মনে রাখতে হবে, সেখানে কী ঘটেছিল এবং কীভাবে তা শেষ হয়েছিল।’
ইসরায়েল কাটজের এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মাথায় গতকাল সোমবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এডলফ হিটলারের সঙ্গে তুলনা করা হয়।

ইসরায়েলে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত রোববার দেশটির রিজ শহরে নিজ দল ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে এমন হুঁশিয়ারি দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকে দেশের প্রতিরক্ষাশিল্পের অগ্রগতির উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েল যে ভয়াবহ বর্বরতা চালিয়ে যাচ্ছে, তা ঠেকাতে হলে আমাদের অবশ্যই অত্যন্ত শক্তিশালী হতে হবে। আমরা যেভাবে আজারবাইজানের কারাবাখে ঢুকেছি, লিবিয়ায় প্রবেশ করেছি, ইসরায়েলের ক্ষেত্রেও আমরা একই কাজ করতে পারি। এটি না করার কোনো কারণ নেই।’
এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘তবে এসব পদক্ষেপ নেওয়ার মতো শক্তিমত্তা আমাদের অবশ্যই অর্জন করতে হবে। আমরা যদি শক্তিশালী হই, তাহলে ইসরায়েল এখন ফিলিস্তিনে যা করছে, তা আর অব্যাহত রাখার সুযোগ তারা পাবে না।’
সম্প্রতি মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তুরস্কের পার্লামেন্টে আমন্ত্রণ জানানোর দাবি ওঠে। রোববার একে পার্টির বৈঠকে এ নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, তাঁর সরকার মাহমুদ আব্বাসকে আমন্ত্রণ জানিয়েছিল; কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি তা গ্রহণ করেননি।
এরদোয়ানের বক্তব্যের সমালোচনা করে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘এরদোয়ান ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করছেন। তাঁকে মনে রাখতে হবে, সেখানে কী ঘটেছিল এবং কীভাবে তা শেষ হয়েছিল।’
ইসরায়েল কাটজের এমন মন্তব্যের কয়েক ঘণ্টার মাথায় গতকাল সোমবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এডলফ হিটলারের সঙ্গে তুলনা করা হয়।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৮ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৮ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৯ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
১১ ঘণ্টা আগে