
হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর ছয় দিনে প্রথমবারের মতো গাজায় ঢুকে অভিযান চালিয়েছে ইসরায়েল। গতকাল বিকেলের দিকে সীমান্তের কাছে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয় বলে ইসরায়েলি সশস্ত্রবাহিনীর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে।
আরটির প্রতিবেদনে বলা হয়, অভিযানে ইসরায়েলি সশস্ত্রবাহিনীর পদাতিক ও সাঁজোয়া বাহিনীর সদস্যরা অংশ নেয়। একে ‘স্থানীয় অভিযান’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে বলা হয়, গাজা উপত্যকায় এই অভিযান চালানো হয়েছে মূলত ‘সন্ত্রাসবাদীদের এলাকা থেকে অস্ত্র উদ্ধার করে তাদের সরিয়ে দিয়ে সেই এলাকাকে পরিষ্কার করার লক্ষ্যে।’
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়াল হ্যাগারি বলেছেন, এই অভিযানে বিশেষ করে হামাস এবং অন্যান্য শত্রুদের কাছে থাকা অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল বা ক্ষেপণাস্ত্রের মজুত খুঁজে বের করার জন্য চালানো হয়েছিল।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, একদল নিখোঁজ ইসরায়েলির মরদেহ থাকার খবরে লেফটেন্যান্ট কর্নেল শিমন পুত্রাবানির নেতৃত্বে একটি দল গাজা-ইসরায়েল সীমান্তের কাছে অভিযান চালায়।
মরদেহ উদ্ধারের পাশাপাশি অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হামাসের ইউনিট ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলি সশস্ত্রবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেক্ট জানিয়েছিলেন, ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের জন্য প্রস্তুত। তবে সরকার এখনো অভিযানের আনুষ্ঠানিক অনুমতি দেয়নি।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী দেশটির সশস্ত্রবাহিনীর স্থল অভিযানের বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, ‘কেবল শুরু হলো।’ এ সময় তিনি হামাসকে নির্মূল করার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন। ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে যৌথভাবে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘সামনে অনেক কঠিন দিন আসছে সামনে কিন্তু ইসরায়েলি বাহিনী বর্বর হামাসকে গুঁড়িয়ে দেবে।’

হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর ছয় দিনে প্রথমবারের মতো গাজায় ঢুকে অভিযান চালিয়েছে ইসরায়েল। গতকাল বিকেলের দিকে সীমান্তের কাছে বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয় বলে ইসরায়েলি সশস্ত্রবাহিনীর বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে।
আরটির প্রতিবেদনে বলা হয়, অভিযানে ইসরায়েলি সশস্ত্রবাহিনীর পদাতিক ও সাঁজোয়া বাহিনীর সদস্যরা অংশ নেয়। একে ‘স্থানীয় অভিযান’ বলে আখ্যা দিয়েছে ইসরায়েল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে বলা হয়, গাজা উপত্যকায় এই অভিযান চালানো হয়েছে মূলত ‘সন্ত্রাসবাদীদের এলাকা থেকে অস্ত্র উদ্ধার করে তাদের সরিয়ে দিয়ে সেই এলাকাকে পরিষ্কার করার লক্ষ্যে।’
ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল দানিয়াল হ্যাগারি বলেছেন, এই অভিযানে বিশেষ করে হামাস এবং অন্যান্য শত্রুদের কাছে থাকা অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল বা ক্ষেপণাস্ত্রের মজুত খুঁজে বের করার জন্য চালানো হয়েছিল।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, একদল নিখোঁজ ইসরায়েলির মরদেহ থাকার খবরে লেফটেন্যান্ট কর্নেল শিমন পুত্রাবানির নেতৃত্বে একটি দল গাজা-ইসরায়েল সীমান্তের কাছে অভিযান চালায়।
মরদেহ উদ্ধারের পাশাপাশি অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হামাসের ইউনিট ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
এর আগে গত বৃহস্পতিবার ইসরায়েলি সশস্ত্রবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেক্ট জানিয়েছিলেন, ইসরায়েলি বাহিনী স্থল অভিযানের জন্য প্রস্তুত। তবে সরকার এখনো অভিযানের আনুষ্ঠানিক অনুমতি দেয়নি।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী দেশটির সশস্ত্রবাহিনীর স্থল অভিযানের বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন, ‘কেবল শুরু হলো।’ এ সময় তিনি হামাসকে নির্মূল করার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন। ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে যৌথভাবে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘সামনে অনেক কঠিন দিন আসছে সামনে কিন্তু ইসরায়েলি বাহিনী বর্বর হামাসকে গুঁড়িয়ে দেবে।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৪ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৫ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৯ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১১ ঘণ্টা আগে