
গাজায় ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯৬ জন নিহত হয়েছে। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। একই সময়ে, প্রতিবেশী দেশ লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন ২ হাজার ৭১০ জন। সব মিলিয়ে অঞ্চল দুটিতে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৪৬ হাজার মানুষ নিহত হয়েছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ৪৮ ঘণ্টায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন ইসরায়েলি আগ্রাসনে। এর ফলে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় বিগত ১ বছরের বেশি সময়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ২০ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় ১ লাখ ১ হাজার ১১০ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
এদিকে, গতকাল সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান বিমান হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ২ হাজার ৭১০ জনে পৌঁছেছে। এতে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ১২ হাজার ৫৯২ জন আহত হয়েছে।
এদিকে, জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাকে ইসরায়েলে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিএ নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে।
ফিলিস্তিন, বিশেষ করে গাজায় ত্রাণসহায়তার জন্য লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় ইউএনআরডব্লিএকে। কিন্তু নতুন এই আইনের ফলে ইসরায়েলি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি অঞ্চলে আর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে না সংস্থাটি।
ইসরায়েলি পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি ৯২-১০ ভোটে পাস হয়। পার্লামেন্টে আরব বংশোদ্ভূত ইসরায়েলি আইনপ্রণেতারা এই বিলের বিরোধিতা করেন। ইউএনআরডব্লিএকে নিষিদ্ধ করার পাশাপাশি গতকাল আরও একটি বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয়। বিলটিতে জাতিসংঘের ত্রাণসহায়তা সংস্থাটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।
গতকাল সোমবার এই বিল পার্লামেন্টে পাস হলেও শিগগির এটি আইনে পরিণত হবে না। তবে এই বিল এমন এক মুহূর্তে পাস হলো, যখন গাজার প্রায় শতভাগ মানুষ খাদ্যসংকটে ভুগছে। এই বিল পাসের বিষয়টি গাজায় একমাত্র ত্রাণসহায়তা কার্যক্রম পরিচালনা করে যাওয়া বৈশ্বিক সংস্থাকে চাপের মুখে ফেলবে। এর ফলে গাজায় ত্রাণ সরবরাহের যে দুর্বল ব্যবস্থা চলমান, তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

গাজায় ইসরায়েলি হামলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৯৬ জন নিহত হয়েছে। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। একই সময়ে, প্রতিবেশী দেশ লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন ২ হাজার ৭১০ জন। সব মিলিয়ে অঞ্চল দুটিতে ইসরায়েলি আগ্রাসনে প্রায় ৪৬ হাজার মানুষ নিহত হয়েছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ৪৮ ঘণ্টায় অন্তত ৯০ জন নিহত হয়েছেন ইসরায়েলি আগ্রাসনে। এর ফলে, অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় বিগত ১ বছরের বেশি সময়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ২০ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রায় ১ লাখ ১ হাজার ১১০ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।
এদিকে, গতকাল সোমবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান বিমান হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ২ হাজার ৭১০ জনে পৌঁছেছে। এতে বলা হয়, গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রায় ১২ হাজার ৫৯২ জন আহত হয়েছে।
এদিকে, জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থাকে ইসরায়েলে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ সহায়তা সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি বা ইউএনআরডব্লিএ নিষিদ্ধ করে একটি বিল পাস করেছে।
ফিলিস্তিন, বিশেষ করে গাজায় ত্রাণসহায়তার জন্য লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয় ইউএনআরডব্লিএকে। কিন্তু নতুন এই আইনের ফলে ইসরায়েলি ভূখণ্ড থেকে ফিলিস্তিনি অঞ্চলে আর ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারবে না সংস্থাটি।
ইসরায়েলি পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি ৯২-১০ ভোটে পাস হয়। পার্লামেন্টে আরব বংশোদ্ভূত ইসরায়েলি আইনপ্রণেতারা এই বিলের বিরোধিতা করেন। ইউএনআরডব্লিএকে নিষিদ্ধ করার পাশাপাশি গতকাল আরও একটি বিল ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে উত্থাপন করা হয়। বিলটিতে জাতিসংঘের ত্রাণসহায়তা সংস্থাটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।
গতকাল সোমবার এই বিল পার্লামেন্টে পাস হলেও শিগগির এটি আইনে পরিণত হবে না। তবে এই বিল এমন এক মুহূর্তে পাস হলো, যখন গাজার প্রায় শতভাগ মানুষ খাদ্যসংকটে ভুগছে। এই বিল পাসের বিষয়টি গাজায় একমাত্র ত্রাণসহায়তা কার্যক্রম পরিচালনা করে যাওয়া বৈশ্বিক সংস্থাকে চাপের মুখে ফেলবে। এর ফলে গাজায় ত্রাণ সরবরাহের যে দুর্বল ব্যবস্থা চলমান, তাও ঝুঁকির মুখে পড়তে পারে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১১ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১২ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৩ ঘণ্টা আগে