
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। হামাসকে নির্মূল করার দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধে নামলেও প্রায় তিন মাস যুদ্ধ চালিয়ে সংগঠনটির মাত্র ২০-৩০ শতাংশ সদস্যকে হত্যা করতে পেরেছে। যা তাদের প্রত্যাশার চেয়ে অনেক কম।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, হামাস এখনো ‘কয়েক মাস ধরে’ ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই করতে এবং ইসরায়েলে রকেট ছুড়তে সক্ষম।
প্রতিবেদনটি বলছে, ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস প্রায় ১৬ হাজার হামাস যোদ্ধা আহত হয়েছেন এবং তাঁদের প্রায় অর্ধেকের যুদ্ধক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এমনটি মনে করে না। দেশটির গোয়েন্দাদের অনুমান ১০ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৭০০ যোদ্ধা নিহত হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই আবার যুদ্ধের ময়দানে ফিরে আসতে পারেন।
মার্কিন সংবাদপত্রটি জানিয়েছে, বাইডেন প্রশাসন এই যুদ্ধে প্রত্যাশা কমিয়ে দিয়েছে। যুদ্ধের কৌশল পরিবর্তন ও হামাস নেতাদের লক্ষ্যবস্তু করে অভিযান চালানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।
একজন সিনিয়র ইসরায়েলি সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, হামাসের লক্ষ্য ‘হেরে যাওয়া নয়’ এবং জয়ের চেয়ে সংঘাতে টিকে থাকা।
ইসরায়েলের সামাজিক নিরাপত্তা সংস্থার সর্বশেষ তথ্য অনুসারে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ফলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছে, যার মধ্যে ৬৯৫ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং ৩৭৩ জন যোদ্ধা রয়েছে। এ ছাড়া বেসামরিক ও সৈন্যসহ দুই শতাধিক ইসরায়েলিকে বন্দী হিসেবে গাজায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় পরবর্তী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফলে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে এবং যুদ্ধ বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা করেছে।
গাজার ২৩ লাখ জনসংখ্যার বেশির ভাগই যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনগুলো বলছে, ইসরায়েলের অবরোধে উপত্যকাটির অধিবাসী দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড তাদের মোট যোদ্ধা বা শত্রুতার সময় নিহতের মোট সংখ্যা ঘোষণা করেনি।
ওয়াল স্ট্রিট জার্নাল অনুসারে, জানুয়ারিতে এক মার্কিন প্রতিবেদনে অনুমান করা হয় যুদ্ধের আগে হামাসের ২৫ থেকে ৩০ হাজার যোদ্ধা ছিল। ইসরায়েলের অনুমানও ছিল ৩০ হাজারের মতো।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। হামাসকে নির্মূল করার দৃঢ় প্রত্যয় নিয়ে যুদ্ধে নামলেও প্রায় তিন মাস যুদ্ধ চালিয়ে সংগঠনটির মাত্র ২০-৩০ শতাংশ সদস্যকে হত্যা করতে পেরেছে। যা তাদের প্রত্যাশার চেয়ে অনেক কম।
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গত শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, হামাস এখনো ‘কয়েক মাস ধরে’ ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াই করতে এবং ইসরায়েলে রকেট ছুড়তে সক্ষম।
প্রতিবেদনটি বলছে, ইসরায়েলি কর্মকর্তাদের বিশ্বাস প্রায় ১৬ হাজার হামাস যোদ্ধা আহত হয়েছেন এবং তাঁদের প্রায় অর্ধেকের যুদ্ধক্ষেত্রে ফিরে আসার সম্ভাবনা নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এমনটি মনে করে না। দেশটির গোয়েন্দাদের অনুমান ১০ হাজার ৫০০ থেকে ১১ হাজার ৭০০ যোদ্ধা নিহত হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই আবার যুদ্ধের ময়দানে ফিরে আসতে পারেন।
মার্কিন সংবাদপত্রটি জানিয়েছে, বাইডেন প্রশাসন এই যুদ্ধে প্রত্যাশা কমিয়ে দিয়েছে। যুদ্ধের কৌশল পরিবর্তন ও হামাস নেতাদের লক্ষ্যবস্তু করে অভিযান চালানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে।
একজন সিনিয়র ইসরায়েলি সামরিক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, হামাসের লক্ষ্য ‘হেরে যাওয়া নয়’ এবং জয়ের চেয়ে সংঘাতে টিকে থাকা।
ইসরায়েলের সামাজিক নিরাপত্তা সংস্থার সর্বশেষ তথ্য অনুসারে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ফলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছে, যার মধ্যে ৬৯৫ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং ৩৭৩ জন যোদ্ধা রয়েছে। এ ছাড়া বেসামরিক ও সৈন্যসহ দুই শতাধিক ইসরায়েলিকে বন্দী হিসেবে গাজায় ফিরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় পরবর্তী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফলে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে এবং যুদ্ধ বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলা করেছে।
গাজার ২৩ লাখ জনসংখ্যার বেশির ভাগই যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনগুলো বলছে, ইসরায়েলের অবরোধে উপত্যকাটির অধিবাসী দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড তাদের মোট যোদ্ধা বা শত্রুতার সময় নিহতের মোট সংখ্যা ঘোষণা করেনি।
ওয়াল স্ট্রিট জার্নাল অনুসারে, জানুয়ারিতে এক মার্কিন প্রতিবেদনে অনুমান করা হয় যুদ্ধের আগে হামাসের ২৫ থেকে ৩০ হাজার যোদ্ধা ছিল। ইসরায়েলের অনুমানও ছিল ৩০ হাজারের মতো।

চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৪১ মিনিট আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুতে জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে চার পাতার একটি ফরম বিতরণ করা হয়। এর শিরোনাম ছিল—‘মসজিদের প্রোফাইলিং’। কিন্তু ভারত সরকারের এই উদ্যোগ কাশ্মীরের মুসলিম-অধ্যুষিত অঞ্চলগুলোর মানুষের মধ্যে তৈরি করেছে একধরনের উদ্বেগ।
২ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় এবার নজিরবিহীন বিতর্কের সৃষ্টি হলো। খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র (নাতির ছেলে) চন্দ্র বসুকে নাগরিকত্বের প্রমাণ যাচাইয়ের জন্য ‘এসআইআর’ শুনানিতে তলব করেছে নির্বাচন কমিশন। এই নোটিস পাওয়া মাত্রই তীব্র বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই বিজেপি নেতা।
৪ ঘণ্টা আগে