
ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন দিনের অভিযানের মাঝে জেনিনের একটি মসজিদে প্রবেশ করে লাউড স্পিকারে ইহুদিদের প্রার্থনা পাঠসহ হানুকাহ সংগীত গেয়েছেন ইসরায়েলি সেনারা। সেই ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত কয়েকজন সেনাকে বরখাস্ত করেছে আইডিএফ।
দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে সৈন্যদের হানুকাহ সংগীতের সঙ্গে ইহুদি প্রার্থনা ‘শেমা ইসরায়েল’ গাইতে দেখা গেছে। এ ধরনের কাজের নিন্দা জানিয়ে আইডিএফ বলেছে যে, কমান্ডাররা ভিডিওগুলো দেখে তদন্তের পরপরই অভিযুক্ত সৈন্যদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।
আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেছেন, ‘ভিডিওগুলোতে সৈন্যদের যে আচরণ দেখা গেছে, তা অত্যন্ত গুরুতর এবং এটি আইডিএফের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। অভিযুক্ত সৈন্যদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধক্ষেত্রে সৈন্যদের পেশাগতভাবে এবং নৈতিকভাবে কাজ করতে হবে এবং আমরা এটি নিয়ে কোনো আপস করব না।’
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলের সংবাদমাধ্যম কান নিউজকে বলেছেন যে, সেনাদের ছোট একটি অংশের এই কাজ শুধু আইডিএফের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি অভিযানের গুরুত্বপূর্ণ অর্জন থেকেও মনোযোগ সরিয়ে দিতে পারে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘(মসজিদের) পবিত্রতাকে উপহাস’ বলে নিন্দা জানিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি বাহিনীকে বিতর্কিত কাজ করতে দেখা যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বেশ কিছু ভিডিও সামনে এসেছে যেখানে সৈনিকদের খেলনার দোকান ভাঙতে, লরির পেছনে থাকা জিনিসপত্রে আগুন দিতে দেখা গেছে।
এদিকে, জেনিনে ইসরায়েলি বাহিনী গত মঙ্গলবার থেকে সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শহরে এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের গুলিতে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ১৩ বছর বয়সী বালকও রয়েছে।
অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, জেনিনে শরণার্থীশিবিরের ঘরে ঘরে অনুসন্ধান চালিয়ে কয়েক ডজন অস্ত্র, বিস্ফোরক পরীক্ষাগার, টানেল শ্যাফ্ট ও পর্যবেক্ষণ পোস্ট পেয়েছে তারা। শত শত সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তিন দিনের অভিযানের মাঝে জেনিনের একটি মসজিদে প্রবেশ করে লাউড স্পিকারে ইহুদিদের প্রার্থনা পাঠসহ হানুকাহ সংগীত গেয়েছেন ইসরায়েলি সেনারা। সেই ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত কয়েকজন সেনাকে বরখাস্ত করেছে আইডিএফ।
দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে সৈন্যদের হানুকাহ সংগীতের সঙ্গে ইহুদি প্রার্থনা ‘শেমা ইসরায়েল’ গাইতে দেখা গেছে। এ ধরনের কাজের নিন্দা জানিয়ে আইডিএফ বলেছে যে, কমান্ডাররা ভিডিওগুলো দেখে তদন্তের পরপরই অভিযুক্ত সৈন্যদের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।
আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেছেন, ‘ভিডিওগুলোতে সৈন্যদের যে আচরণ দেখা গেছে, তা অত্যন্ত গুরুতর এবং এটি আইডিএফের মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। অভিযুক্ত সৈন্যদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধক্ষেত্রে সৈন্যদের পেশাগতভাবে এবং নৈতিকভাবে কাজ করতে হবে এবং আমরা এটি নিয়ে কোনো আপস করব না।’
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরায়েলি এক নিরাপত্তা কর্মকর্তা ইসরায়েলের সংবাদমাধ্যম কান নিউজকে বলেছেন যে, সেনাদের ছোট একটি অংশের এই কাজ শুধু আইডিএফের ভাবমূর্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, এটি অভিযানের গুরুত্বপূর্ণ অর্জন থেকেও মনোযোগ সরিয়ে দিতে পারে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘(মসজিদের) পবিত্রতাকে উপহাস’ বলে নিন্দা জানিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি বাহিনীকে বিতর্কিত কাজ করতে দেখা যাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বেশ কিছু ভিডিও সামনে এসেছে যেখানে সৈনিকদের খেলনার দোকান ভাঙতে, লরির পেছনে থাকা জিনিসপত্রে আগুন দিতে দেখা গেছে।
এদিকে, জেনিনে ইসরায়েলি বাহিনী গত মঙ্গলবার থেকে সন্দেহভাজনদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শহরে এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের গুলিতে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ১৩ বছর বয়সী বালকও রয়েছে।
অন্যদিকে ইসরায়েলি বাহিনীর দাবি, জেনিনে শরণার্থীশিবিরের ঘরে ঘরে অনুসন্ধান চালিয়ে কয়েক ডজন অস্ত্র, বিস্ফোরক পরীক্ষাগার, টানেল শ্যাফ্ট ও পর্যবেক্ষণ পোস্ট পেয়েছে তারা। শত শত সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ।

ইরানে আন্দোলনকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। এর পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’ থেকে কিছু...
১ ঘণ্টা আগে
ইরানে চলমান কঠোর দমন–পীড়নের মধ্যে দেশটি ছেড়ে তুরস্কে প্রবেশ করছেন বহু ইরানি নাগরিক। বুধবার ইরান–তুরস্ক সীমান্তের কাপিকয় সীমান্ত ফটক দিয়ে ডজনখানেক ইরানি পরিবার ও ব্যক্তি তুরস্কের পূর্বাঞ্চলীয় ভান প্রদেশে প্রবেশ করেন।
২ ঘণ্টা আগে
মার্কিন দূতাবাসের এক পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার ঢেউ তুলেছেন মালয়েশীয়রা। অনেকেই ঠাট্টা করে বলছেন, ‘আমাদের দেশে কোনো তেল নেই, ট্রাম্প প্রশাসন যেন মালয়েশিয়ায় কুনজর না দেয়।’
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার অপসারিত ও অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দাবি করেছেন দেশটির বিশেষ কৌঁসুলিরা। সিউলের একটি আদালতে তাঁরা এই শাস্তির আবেদন জানান। ২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল চেষ্টার অভিযোগে
২ ঘণ্টা আগে