
টুইটার ব্যবহার করে বিভিন্ন অধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের টুইটে রিটুইট করায় এক নারীকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। ৩৪ বছর বয়সী ওই নারী ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি ওই ওই নারী দেশে ফিরেছিলেন ছুটি কাটাতে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সালাম আল-শেহাব নামে ৩৪ বছরের ওই নারী ২ সন্তানের জননী। ৩৪ বছর কারাদণ্ড পাওয়ার আগে সালাম আল-শেহাবকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সে সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি ইন্টারনেট ব্যবহার করে জনমনে অস্থিরতা সৃষ্টি, জাতীয় ও নাগরিক জীবন অস্থিতিশীল করে তুলেছিলেন। পরে, সেই রায়ের বিরুদ্ধে আপিল করাসহ সালাম আল-শেহাবের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আনা হলে বিশেষ সৌদি আদালত আগের দণ্ড রদ করে তাঁকে ৩৪ বছরের কারাদণ্ড দেয়।
সৌদি আদালতের রায়ের ইংরেজিতে অনূদিত কপি বিশ্লেষণের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, সালাম আল-শেহাবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা হলো—তিনি টুইটার ব্যবহার করে জনমনে অস্থিরতা, জাতীয় এবং নাগরিক জীবন অস্থিতিশীল করে তুলছে এমন লোকজনকে সহায়তা করেছেন। তবে, সালাম আল-শেহাব এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের মাত্র কয়েক সপ্তাহ পরই সৌদির বিশেষ সন্ত্রাসবাদ আদালত এই দণ্ড দিল। এই রায়ের সমালোচনা করে মানবাধিকার কর্মীরা বলেছেন, এই রায় দেশটিতে ভিন্ন মতাবলম্বী এবং গণতন্ত্রপন্থীদের ওপর নিপীড়নের মাত্রা আরও বৃদ্ধি করতে পারে। তাদের দাবি—এই রায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান কীভাবে দমন-পীড়ন চালাচ্ছেন তাঁর বিরুদ্ধাচরণকারীদের ওপর তার একটি উদাহরণ।

টুইটার ব্যবহার করে বিভিন্ন অধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের টুইটে রিটুইট করায় এক নারীকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব। ৩৪ বছর বয়সী ওই নারী ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি ওই ওই নারী দেশে ফিরেছিলেন ছুটি কাটাতে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
সালাম আল-শেহাব নামে ৩৪ বছরের ওই নারী ২ সন্তানের জননী। ৩৪ বছর কারাদণ্ড পাওয়ার আগে সালাম আল-শেহাবকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সে সময় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল—তিনি ইন্টারনেট ব্যবহার করে জনমনে অস্থিরতা সৃষ্টি, জাতীয় ও নাগরিক জীবন অস্থিতিশীল করে তুলেছিলেন। পরে, সেই রায়ের বিরুদ্ধে আপিল করাসহ সালাম আল-শেহাবের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ আনা হলে বিশেষ সৌদি আদালত আগের দণ্ড রদ করে তাঁকে ৩৪ বছরের কারাদণ্ড দেয়।
সৌদি আদালতের রায়ের ইংরেজিতে অনূদিত কপি বিশ্লেষণের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, সালাম আল-শেহাবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা হলো—তিনি টুইটার ব্যবহার করে জনমনে অস্থিরতা, জাতীয় এবং নাগরিক জীবন অস্থিতিশীল করে তুলছে এমন লোকজনকে সহায়তা করেছেন। তবে, সালাম আল-শেহাব এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের মাত্র কয়েক সপ্তাহ পরই সৌদির বিশেষ সন্ত্রাসবাদ আদালত এই দণ্ড দিল। এই রায়ের সমালোচনা করে মানবাধিকার কর্মীরা বলেছেন, এই রায় দেশটিতে ভিন্ন মতাবলম্বী এবং গণতন্ত্রপন্থীদের ওপর নিপীড়নের মাত্রা আরও বৃদ্ধি করতে পারে। তাদের দাবি—এই রায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান কীভাবে দমন-পীড়ন চালাচ্ছেন তাঁর বিরুদ্ধাচরণকারীদের ওপর তার একটি উদাহরণ।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১০ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১২ ঘণ্টা আগে