
বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া ও ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সংশোধিত ফি বাংলাদেশের জন্য ১৩ হাজার থেকে ১১ হাজার ৭৫০ রিয়েল করা হয়েছে। টাকার মান অনুযায়ী এই হিসাবটি দাঁড়ায় ৩ লাখ ৮০ হাজার ৩৮০ থেকে ফি কমিয়ে ৩ লাখ ৪৩ হাজার ৮০৫ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশি গৃহকর্মীরা ভিসা নিয়ে ৩ লাখ ৪৩ হাজার টাকায় সৌদি আরব যেতে পারবে।
অন্যান্য দেশের মধ্যে ফিলিপাইনের জন্য ফি কমিয়ে ১৫ হাজার ৯০০ থেকে ১৪ হাজার ৭০০ রিয়েল, শ্রীলঙ্কার জন্য ১৫ হাজার থেকে ১৩ হাজার ৮০০, কেনিয়ার জন্য ১০ হাজার ৮৭০ থেকে ৯ হাজার, উগান্ডার জন্য সাড়ে ৯ হাজার থেকে ৮ হাজার ৩০০ এবং ইথিওপিয়ার জন্য ৬ হাজার ৯০০ থেকে ৫ হাজার ৯০০ সৌদি রিয়েল করা হয়েছে।
এ বিষয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগ শিল্পে পরিবর্তনশীল খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্যমূল্য নিশ্চিত করে নিয়োগের খরচ পর্যালোচনা ও নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরেকটি বিষয় হলো মন্ত্রণালয় অতীতে লাইসেন্স পাওয়া নিয়োগকারী সংস্থাগুলোকে নির্দিষ্ট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের খরচের ঊর্ধ্বসীমা স্থাপনের নির্দেশ দিয়েছে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, নতুন সিদ্ধান্তটি সব ধরনের পরিষেবার বিকাশ, শ্রমবাজারের পরিবেশ উন্নয়ন এবং এর আবেদন বাড়াতে মন্ত্রণালয়ের বৃহত্তর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এটি অর্থনৈতিক পরিবর্তনের প্রতিক্রিয়া হিসাবে পর্যায়ক্রমে খরচ, পরিষেবা এবং পদ্ধতিগুলো পর্যালোচনা করার প্রতি মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই নতুন মূল্যসীমা মেনে চলার গুরুত্বের ওপরও জোর দিয়েছে ও বলেছে, মুসানেড প্ল্যাটফর্মের মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

বাংলাদেশ ছাড়াও ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া ও ইথিওপিয়া থেকে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সংশোধিত ফি বাংলাদেশের জন্য ১৩ হাজার থেকে ১১ হাজার ৭৫০ রিয়েল করা হয়েছে। টাকার মান অনুযায়ী এই হিসাবটি দাঁড়ায় ৩ লাখ ৮০ হাজার ৩৮০ থেকে ফি কমিয়ে ৩ লাখ ৪৩ হাজার ৮০৫ করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশি গৃহকর্মীরা ভিসা নিয়ে ৩ লাখ ৪৩ হাজার টাকায় সৌদি আরব যেতে পারবে।
অন্যান্য দেশের মধ্যে ফিলিপাইনের জন্য ফি কমিয়ে ১৫ হাজার ৯০০ থেকে ১৪ হাজার ৭০০ রিয়েল, শ্রীলঙ্কার জন্য ১৫ হাজার থেকে ১৩ হাজার ৮০০, কেনিয়ার জন্য ১০ হাজার ৮৭০ থেকে ৯ হাজার, উগান্ডার জন্য সাড়ে ৯ হাজার থেকে ৮ হাজার ৩০০ এবং ইথিওপিয়ার জন্য ৬ হাজার ৯০০ থেকে ৫ হাজার ৯০০ সৌদি রিয়েল করা হয়েছে।
এ বিষয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিয়োগ শিল্পে পরিবর্তনশীল খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্যমূল্য নিশ্চিত করে নিয়োগের খরচ পর্যালোচনা ও নিয়ন্ত্রণ করার জন্য মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরেকটি বিষয় হলো মন্ত্রণালয় অতীতে লাইসেন্স পাওয়া নিয়োগকারী সংস্থাগুলোকে নির্দিষ্ট দেশ থেকে গৃহকর্মী নিয়োগের খরচের ঊর্ধ্বসীমা স্থাপনের নির্দেশ দিয়েছে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মতে, নতুন সিদ্ধান্তটি সব ধরনের পরিষেবার বিকাশ, শ্রমবাজারের পরিবেশ উন্নয়ন এবং এর আবেদন বাড়াতে মন্ত্রণালয়ের বৃহত্তর লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এটি অর্থনৈতিক পরিবর্তনের প্রতিক্রিয়া হিসাবে পর্যায়ক্রমে খরচ, পরিষেবা এবং পদ্ধতিগুলো পর্যালোচনা করার প্রতি মন্ত্রণালয়ের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এই নতুন মূল্যসীমা মেনে চলার গুরুত্বের ওপরও জোর দিয়েছে ও বলেছে, মুসানেড প্ল্যাটফর্মের মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করা হবে।

চীন একটি সরকারি প্রতিবেদনে দাবি করেছে, জাপান খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে এবং গোপনে অস্ত্রমানের প্লুটোনিয়াম উৎপাদনও করে থাকতে পারে। ৩০ পৃষ্ঠার এই প্রতিবেদনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, জাপানের তথাকথিত ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’ ঠেকাতে...
২৬ মিনিট আগে
ইরানের রাজপথে এখন শুধু স্লোগান নয়, ছড়িয়ে পড়ছে প্রতিবাদের নতুন নতুন ভাষা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট, এক্স, ইনস্টাগ্রাম ও টেলিগ্রামে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে— ইরানি নারীরা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে আগুন ধরিয়ে সেই আগুনে সিগারেট ধরাচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইরানের টালমাটাল পরিস্থিতির মধ্যে দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার দ্য হিউ হিউইট শো নামে এক পডকাস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আমি তাঁকে দেখেছি।
২ ঘণ্টা আগে
ইরানের ধর্মীয় শাসকগোষ্ঠী এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন সংকটের মুখোমুখি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রার রেকর্ড দরপতনের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন সরাসরি সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। একই সঙ্গে বিদেশি চাপ বাড়তে থাকায় দেশটির ধর্মীয় শাসকগোষ্ঠী এক গভীর বৈধতার সংকটে পড়েছে।
২ ঘণ্টা আগে