
লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলাকে ‘একটি বড় এবং বিপজ্জনক অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ বলেছেন, হিজবুল্লাহ চুপ থাকবে না। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বুধবার সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান। গত মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় সালেহ আল-আরৌরি নিহত হওয়ায় হামাসের প্রতি সমবেদনা জানিয়েছেন হাসান নাসরাল্লাহ। তিনি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে যুদ্ধ শুরু করতে চায় তবে হিজবুল্লাহও আক্রমণের ক্ষেত্রে কোনো সীমা-পরিসীমা কিংবা নিয়ম মানবে না।
তিনি বলেন, ‘শত্রুরা যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তবে আমরাও নিয়ম, সীমা এবং কোনো ধরনের নিষেধাজ্ঞা ভুলে লড়ব। আমরা যুদ্ধের ব্যাপারে ভীত নই। এই মুহূর্তে আমরা অনেক কিছু হিসেব করে ফ্রন্টলাইনে লড়ছি। যারাই আমাদের বিরুদ্ধে যুদ্ধের কথা ভাববে, এক কথায়, তাদের আফসোস করতে হবে।’
ইরাকে মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যার চার বছর স্মরণে নাসরাল্লাহ এ বক্তব্য রাখেন। জেনারেল কাসেম সোলেইমানির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হাসান নাসরাল্লাহর মতে, এই বিস্ফোরণে কয়েক ডজন মানুষকে ‘লক্ষ্যবস্তু’ বানানো হয়েছে। এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন ইরানের কর্মকর্তারা।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর এটি ছিল হাসান নাসরাল্লাহর তৃতীয় ভাষণ। ৩ নভেম্বর তার দীর্ঘ প্রতীক্ষিত প্রথম ভাষণে নাসরাল্লাহ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলেন যে, আঞ্চলিক সংঘাত প্রতিহত করার একমাত্র উপায় হচ্ছে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ করা।
প্রায় এক সপ্তাহ পরে দেওয়া দ্বিতীয় ভাষণে তিনি বলেছিলেন যে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ফ্রন্টলাইনে হিজবুল্লাহ সক্রিয় থাকবে। গতকালের ভাষণে হাসান নাসরাল্লাহ বলেন, লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কার্যক্রম সম্পর্কে আগামী ৫ জানুয়ারি আরও বিস্তারিত কথা বলবেন তিনি।
মঙ্গলবার বৈরুতের দক্ষিণের শহরতলি দাহিয়েহে আইডিএফের আঘাত সম্পর্কে বিশ্লেষকেরা বলেছেন যে, হিজবুল্লাহর প্রধান দুর্গেও যে তারা হামলা করতে পারে সে বার্তাই দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। আইডিএফ ও হিজবুল্লাহর মধ্যে ইসরায়েল-লেবানন সীমান্তে বিগত প্রায় তিন মাস ধরে নিয়মিত হামলা-পাল্টা হামলার পর বৈরুতে এটিই ছিল প্রথম আক্রমণ।

লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এই হামলাকে ‘একটি বড় এবং বিপজ্জনক অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গ্রুপ হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ বলেছেন, হিজবুল্লাহ চুপ থাকবে না। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গতকাল বুধবার সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি দেন হিজবুল্লাহ প্রধান। গত মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় সালেহ আল-আরৌরি নিহত হওয়ায় হামাসের প্রতি সমবেদনা জানিয়েছেন হাসান নাসরাল্লাহ। তিনি বলেছেন, ইসরায়েল যদি লেবাননে যুদ্ধ শুরু করতে চায় তবে হিজবুল্লাহও আক্রমণের ক্ষেত্রে কোনো সীমা-পরিসীমা কিংবা নিয়ম মানবে না।
তিনি বলেন, ‘শত্রুরা যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় তবে আমরাও নিয়ম, সীমা এবং কোনো ধরনের নিষেধাজ্ঞা ভুলে লড়ব। আমরা যুদ্ধের ব্যাপারে ভীত নই। এই মুহূর্তে আমরা অনেক কিছু হিসেব করে ফ্রন্টলাইনে লড়ছি। যারাই আমাদের বিরুদ্ধে যুদ্ধের কথা ভাববে, এক কথায়, তাদের আফসোস করতে হবে।’
ইরাকে মার্কিন হামলায় নিহত ইরানের বিপ্লবী গার্ডের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি হত্যার চার বছর স্মরণে নাসরাল্লাহ এ বক্তব্য রাখেন। জেনারেল কাসেম সোলেইমানির সম্মানে আয়োজিত অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা শতাধিক বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হাসান নাসরাল্লাহর মতে, এই বিস্ফোরণে কয়েক ডজন মানুষকে ‘লক্ষ্যবস্তু’ বানানো হয়েছে। এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন ইরানের কর্মকর্তারা।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর এটি ছিল হাসান নাসরাল্লাহর তৃতীয় ভাষণ। ৩ নভেম্বর তার দীর্ঘ প্রতীক্ষিত প্রথম ভাষণে নাসরাল্লাহ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলেন যে, আঞ্চলিক সংঘাত প্রতিহত করার একমাত্র উপায় হচ্ছে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ করা।
প্রায় এক সপ্তাহ পরে দেওয়া দ্বিতীয় ভাষণে তিনি বলেছিলেন যে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ফ্রন্টলাইনে হিজবুল্লাহ সক্রিয় থাকবে। গতকালের ভাষণে হাসান নাসরাল্লাহ বলেন, লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর কার্যক্রম সম্পর্কে আগামী ৫ জানুয়ারি আরও বিস্তারিত কথা বলবেন তিনি।
মঙ্গলবার বৈরুতের দক্ষিণের শহরতলি দাহিয়েহে আইডিএফের আঘাত সম্পর্কে বিশ্লেষকেরা বলেছেন যে, হিজবুল্লাহর প্রধান দুর্গেও যে তারা হামলা করতে পারে সে বার্তাই দেওয়ার চেষ্টা করেছে ইসরায়েল। আইডিএফ ও হিজবুল্লাহর মধ্যে ইসরায়েল-লেবানন সীমান্তে বিগত প্রায় তিন মাস ধরে নিয়মিত হামলা-পাল্টা হামলার পর বৈরুতে এটিই ছিল প্রথম আক্রমণ।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
১ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
২ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
৩ ঘণ্টা আগে