
গাজায় চলমান যুদ্ধের মাঝেই ৬ জিম্মি থাই নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। থাই কর্মকর্তারা বলেছেন, গাজা থেকে আজই থাইল্যান্ড গিয়ে পৌঁছাবেন তাঁরা।
ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ডের একটি সূত্র এএফপিকে নিশ্চিত করে বলেছে যে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট কমিটির (আইআরআরসি) প্রতিনিধিদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা সম্পন্ন হয়েছে।
ইসরায়েলের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ইতিমধ্যে একটি যাত্রীবাহী বিমান তাঁদের নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে বলেও জানানো হয়। ছয় সপ্তাহ বন্দী থাকার পর এই ৬ জনকে বহনকারী বিমান থাইল্যান্ডের রাজধানীর সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ২৪২ জনকে জিম্মি করেছিল। জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ । বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকেরা রয়েছেন। থাই জিম্মির সংখ্যা ৩২।
নভেম্বরের শেষ দিকে যুদ্ধবিরতির মাঝে ১৭ থাই জিম্মিকে মুক্তি দেয় হামাস। এ দফায় ৬ জন মুক্তি পাওয়ায় হামাসের জিম্মায় থাকা থাই বন্দীর সংখ্যা দাঁড়াল ৯ জনে।
সকল থাই জিম্মিকে মুক্ত করার জন্য হামাসের সঙ্গে যোগাযোগ করে চলছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাই মুসলিমদের কয়েকটি সংগঠন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের সময় থাইল্যান্ডের প্রায় ৩০ হাজার নাগরিক ছিল ইসরায়েলে। তাঁদের বেশির ভাগই রাজ্যের উত্তর-পূর্বের দরিদ্র প্রদেশের অভিবাসী শ্রমিক।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, গাজায় চলমান যুদ্ধে ২৯ থাই নাগরিক নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
এদিকে, গাজা উপত্যকায় প্রায় দুই মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ১৫ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৪১ হাজার ৩১৬ জন। গতকাল রোববার ফিলিস্তিনি ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

গাজায় চলমান যুদ্ধের মাঝেই ৬ জিম্মি থাই নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। থাই কর্মকর্তারা বলেছেন, গাজা থেকে আজই থাইল্যান্ড গিয়ে পৌঁছাবেন তাঁরা।
ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ডের একটি সূত্র এএফপিকে নিশ্চিত করে বলেছে যে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট কমিটির (আইআরআরসি) প্রতিনিধিদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা সম্পন্ন হয়েছে।
ইসরায়েলের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ইতিমধ্যে একটি যাত্রীবাহী বিমান তাঁদের নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে বলেও জানানো হয়। ছয় সপ্তাহ বন্দী থাকার পর এই ৬ জনকে বহনকারী বিমান থাইল্যান্ডের রাজধানীর সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ২৪২ জনকে জিম্মি করেছিল। জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ । বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকেরা রয়েছেন। থাই জিম্মির সংখ্যা ৩২।
নভেম্বরের শেষ দিকে যুদ্ধবিরতির মাঝে ১৭ থাই জিম্মিকে মুক্তি দেয় হামাস। এ দফায় ৬ জন মুক্তি পাওয়ায় হামাসের জিম্মায় থাকা থাই বন্দীর সংখ্যা দাঁড়াল ৯ জনে।
সকল থাই জিম্মিকে মুক্ত করার জন্য হামাসের সঙ্গে যোগাযোগ করে চলছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাই মুসলিমদের কয়েকটি সংগঠন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের সময় থাইল্যান্ডের প্রায় ৩০ হাজার নাগরিক ছিল ইসরায়েলে। তাঁদের বেশির ভাগই রাজ্যের উত্তর-পূর্বের দরিদ্র প্রদেশের অভিবাসী শ্রমিক।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, গাজায় চলমান যুদ্ধে ২৯ থাই নাগরিক নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
এদিকে, গাজা উপত্যকায় প্রায় দুই মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ১৫ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৪১ হাজার ৩১৬ জন। গতকাল রোববার ফিলিস্তিনি ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির কঠোরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১৯ মিনিট আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
২ ঘণ্টা আগে