
ফিলিস্তিনের গাজা শহরে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বাহিনীর মুখপাত্র রিচার্ড হেচ জানিয়েছেন, গাজা শহরের ভেতরে প্রবেশ করে মূলত হামাসের নুখবা ফোর্সের সদস্যদের খুঁজে বের করা হবে। ধারণা করা হচ্ছে, বিশেষ এই বাহিনীই ইসরায়েলের মাটিতে গত ৭ অক্টোবরে হামলার নেতৃত্ব দিয়েছে।
হামাসের অভিজাত বাহিনী
আরবি ‘নুখবা’ শব্দটির অর্থ হলো অভিজাত। সেই অর্থে নুখবা ফোর্স হলো ফিলিস্তিনের অস্ত্রধারী সংগঠন হামাসের একটি অভিজাত শাখা। সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা নুখবা শাখার সদস্যদের বাছাই করেন।
হামাসের একাধিক সামরিক শাখা রয়েছে। এর মধ্যে অন্যতম হল ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেড। এই ব্রিগেডেরই প্রধান ইউনিট—নুখবা ফোর্স। বিভিন্ন দেশের আধুনিক সেনাবাহিনীগুলোর কমান্ডোদের চেয়ে কোনো অংশে কম নয় এই নুখবা সদস্যরা। প্যারাগ্লাইডিং, প্যারাস্যুট থেকে শুরু করে কমান্ডোদের সব ধরনের প্রশিক্ষণই আছে তাদের।
নিউজউইকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নুখবা ফোর্সের যোদ্ধারা ট্যাংক বিধ্বংসী মিসাইল, রকেট এবং স্নাইপার রাইফেল ব্যবহারে বিশেষ দক্ষ। হামাসের অত্যাধুনিক সব অস্ত্র এই বাহিনীর সদস্যরাই ব্যবহার করে থাকে। হামাসের শীর্ষ নেতাদের নিরাপত্তায়ও এই বাহিনী দায়িত্ব পালন করে।
সুড়ঙ্গ নেটওয়ার্কের হোতা
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র জোনাথন কনরিকাস গত বৃহস্পতিবার বলেছেন, ২০০৭ সালে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় হামাস। পরে গাজা শহর ও এই শহর থেকে উপত্যকার অন্যান্য অঞ্চলের সঙ্গে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গের মাধ্যমে একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করে তারা। এসব সুড়ঙ্গে এখন হামাসের নুখবা বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। ইসরায়েলে হামলার ক্ষেত্রেও এই সুড়ঙ্গগুলো ব্যবহার করেছে বাহিনীটি।
এ অবস্থায় হামাসের ওই সুড়ঙ্গগুলোই এখন ইসরায়েলি সেনাবাহিনী টার্গেট। ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গের মধ্যেই হামাসের ঊর্ধ্বতন কমান্ডাররা অবস্থান করছেন।

ফিলিস্তিনের গাজা শহরে স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। বাহিনীর মুখপাত্র রিচার্ড হেচ জানিয়েছেন, গাজা শহরের ভেতরে প্রবেশ করে মূলত হামাসের নুখবা ফোর্সের সদস্যদের খুঁজে বের করা হবে। ধারণা করা হচ্ছে, বিশেষ এই বাহিনীই ইসরায়েলের মাটিতে গত ৭ অক্টোবরে হামলার নেতৃত্ব দিয়েছে।
হামাসের অভিজাত বাহিনী
আরবি ‘নুখবা’ শব্দটির অর্থ হলো অভিজাত। সেই অর্থে নুখবা ফোর্স হলো ফিলিস্তিনের অস্ত্রধারী সংগঠন হামাসের একটি অভিজাত শাখা। সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা নুখবা শাখার সদস্যদের বাছাই করেন।
হামাসের একাধিক সামরিক শাখা রয়েছে। এর মধ্যে অন্যতম হল ইজ আল-দিন আল-কাসাম ব্রিগেড। এই ব্রিগেডেরই প্রধান ইউনিট—নুখবা ফোর্স। বিভিন্ন দেশের আধুনিক সেনাবাহিনীগুলোর কমান্ডোদের চেয়ে কোনো অংশে কম নয় এই নুখবা সদস্যরা। প্যারাগ্লাইডিং, প্যারাস্যুট থেকে শুরু করে কমান্ডোদের সব ধরনের প্রশিক্ষণই আছে তাদের।
নিউজউইকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নুখবা ফোর্সের যোদ্ধারা ট্যাংক বিধ্বংসী মিসাইল, রকেট এবং স্নাইপার রাইফেল ব্যবহারে বিশেষ দক্ষ। হামাসের অত্যাধুনিক সব অস্ত্র এই বাহিনীর সদস্যরাই ব্যবহার করে থাকে। হামাসের শীর্ষ নেতাদের নিরাপত্তায়ও এই বাহিনী দায়িত্ব পালন করে।
সুড়ঙ্গ নেটওয়ার্কের হোতা
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র জোনাথন কনরিকাস গত বৃহস্পতিবার বলেছেন, ২০০৭ সালে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয় হামাস। পরে গাজা শহর ও এই শহর থেকে উপত্যকার অন্যান্য অঞ্চলের সঙ্গে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গের মাধ্যমে একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করে তারা। এসব সুড়ঙ্গে এখন হামাসের নুখবা বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। ইসরায়েলে হামলার ক্ষেত্রেও এই সুড়ঙ্গগুলো ব্যবহার করেছে বাহিনীটি।
এ অবস্থায় হামাসের ওই সুড়ঙ্গগুলোই এখন ইসরায়েলি সেনাবাহিনী টার্গেট। ধারণা করা হচ্ছে, এসব সুড়ঙ্গের মধ্যেই হামাসের ঊর্ধ্বতন কমান্ডাররা অবস্থান করছেন।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
১০ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১২ ঘণ্টা আগে