
পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই নারীরা এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন, তবে একটি শর্ত রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ৪৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীরাই কেবল পুরুষ অভিভাবক ছাড়া হজ করতে পারবেন। এর চেয়ে কম বয়সী নারী ও তরুণীদের অবশ্যই মাহরাম নিয়ে হজে আসতে হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে সৌদি সরকার বলেছিল, কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা ওমরাহ পালন করতে পরবেন। তবে তাদের একটি দলের অংশ হিসেবে ওমরাহ পালনে যেতে হবে।
তখন মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মুসলিম মনীষীরা কঠোর সমালোচনা করেছিলেন এই সিদ্ধান্তের।
সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সৌদি সরকার মাহরামবিষয়ক সেই সিদ্ধান্ত থেকে সরে এল। সৌদি আরবের হজ ও ওমরাহ কমিটির সদস্য সাঈদ বাগাশওয়ান বলেছেন, পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়া নারীদের হজ বা ওমরাহ পালনের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা সংশোধন করা হয়েছে।
নতুন বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজযাত্রার জন্য আবেদন করা নারীদের করোনা ভাইরাসের কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে। এ ছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত পাঁচ বছরে হজ করেননি, তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়াই নারীরা এখন থেকে পবিত্র ওমরাহ পালন করতে পারবেন, তবে একটি শর্ত রয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। গত মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে ৪৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীরাই কেবল পুরুষ অভিভাবক ছাড়া হজ করতে পারবেন। এর চেয়ে কম বয়সী নারী ও তরুণীদের অবশ্যই মাহরাম নিয়ে হজে আসতে হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে সৌদি সরকার বলেছিল, কোনো পুরুষ অভিভাবক বা মাহরাম ছাড়াই ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীরা ওমরাহ পালন করতে পরবেন। তবে তাদের একটি দলের অংশ হিসেবে ওমরাহ পালনে যেতে হবে।
তখন মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের মুসলিম মনীষীরা কঠোর সমালোচনা করেছিলেন এই সিদ্ধান্তের।
সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে সৌদি সরকার মাহরামবিষয়ক সেই সিদ্ধান্ত থেকে সরে এল। সৌদি আরবের হজ ও ওমরাহ কমিটির সদস্য সাঈদ বাগাশওয়ান বলেছেন, পুরুষ অভিভাবক বা ‘মাহরাম’ ছাড়া নারীদের হজ বা ওমরাহ পালনের যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা সংশোধন করা হয়েছে।
নতুন বিবৃতিতে হজ ও ওমরাহ মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজযাত্রার জন্য আবেদন করা নারীদের করোনা ভাইরাসের কমপক্ষে ১ ডোজ টিকা নিতে হবে। এ ছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না। সৌদি আরবে বসবাসরত এবং সৌদি নাগরিক, যারা গত পাঁচ বছরে হজ করেননি, তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৪ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৭ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৮ ঘণ্টা আগে