
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইঙ্গ-মার্কিন জোট। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই যৌথ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত ইয়েমেন সরকারের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের প্রধান বন্দরনগরী হুদেইদাহ রাস ইসা বন্দর এলাকার অন্তত ১৭টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইঙ্গ-মার্কিন জোট।
গত বছরের নভেম্বর থেকেই হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে লোহিতসাগরে ইয়েমেনের জলসীমায় ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে। সর্বশেষ কয়েক দিন আগে একটি বাল্ক ক্যারিয়ারে হুতি হামলায় বেশ কয়েকজন নিহত হন। সেই হতাহতের ঘটনার পর হুতিদের ওপর এই হামলার ঘটনা ঘটল।
এর আগে, গত ৯ মার্চ লোহিতসাগর ও এডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের ছোড়া ১৫টি একমুখী হামলাকারী ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও বিমানের সঙ্গে প্রতিরক্ষা জোটের একাধিক জাহাজ ও বিমান লোহিতসাগরে ১৫টি ড্রোনকে গুলি করে ধ্বংস করেছে। পণ্যবাহী জাহাজের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।
গত ৯ জানুয়ারি মার্কিন ও ব্রিটিশ বাহিনী লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজের দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া ১৮টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করেছিল। যুক্তরাজ্য তখন হুতিদের সেই হামলাকে সবচেয়ে বড় হামলা হিসেবে অভিহিত করেছিল।
লোহিতসাগর এলাকায় হুতি বিদ্রোহীদের হামলা থেকে পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে গত ডিসেম্বরে প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। এর আগে, হুতিদের হামলায় বাণিজ্যপথটি থেকে সরে যেতে বাধ্য হয় বেশ কয়েকটি কোম্পানির বাণিজ্যিক জাহাজ, যাতে ক্ষতিগ্রস্ত হয় বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ।
গত জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা করেছে। কিন্তু বণিক জাহাজে আক্রমণ অব্যাহত রেখেছে হুতিরা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজগুলোও লক্ষ্যবস্তু করেছে হুতি বিদ্রোহীরা।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইঙ্গ-মার্কিন জোট। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই যৌথ হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত ইয়েমেন সরকারের মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
হুতি গোষ্ঠী নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের প্রধান বন্দরনগরী হুদেইদাহ রাস ইসা বন্দর এলাকার অন্তত ১৭টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইঙ্গ-মার্কিন জোট।
গত বছরের নভেম্বর থেকেই হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে লোহিতসাগরে ইয়েমেনের জলসীমায় ইসরায়েল অভিমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরু করে। সর্বশেষ কয়েক দিন আগে একটি বাল্ক ক্যারিয়ারে হুতি হামলায় বেশ কয়েকজন নিহত হন। সেই হতাহতের ঘটনার পর হুতিদের ওপর এই হামলার ঘটনা ঘটল।
এর আগে, গত ৯ মার্চ লোহিতসাগর ও এডেন উপসাগরে হুতি বিদ্রোহীদের ছোড়া ১৫টি একমুখী হামলাকারী ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সেন্টকম জানায়, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ও বিমানের সঙ্গে প্রতিরক্ষা জোটের একাধিক জাহাজ ও বিমান লোহিতসাগরে ১৫টি ড্রোনকে গুলি করে ধ্বংস করেছে। পণ্যবাহী জাহাজের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।
গত ৯ জানুয়ারি মার্কিন ও ব্রিটিশ বাহিনী লোহিতসাগরে বাণিজ্যিক জাহাজের দিকে হুতি বিদ্রোহীদের ছোড়া ১৮টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্রকে গুলি করে ভূপাতিত করেছিল। যুক্তরাজ্য তখন হুতিদের সেই হামলাকে সবচেয়ে বড় হামলা হিসেবে অভিহিত করেছিল।
লোহিতসাগর এলাকায় হুতি বিদ্রোহীদের হামলা থেকে পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে গত ডিসেম্বরে প্রতিরক্ষা জোট গঠনের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। এর আগে, হুতিদের হামলায় বাণিজ্যপথটি থেকে সরে যেতে বাধ্য হয় বেশ কয়েকটি কোম্পানির বাণিজ্যিক জাহাজ, যাতে ক্ষতিগ্রস্ত হয় বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ।
গত জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে একের পর এক হামলা করেছে। কিন্তু বণিক জাহাজে আক্রমণ অব্যাহত রেখেছে হুতিরা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজগুলোও লক্ষ্যবস্তু করেছে হুতি বিদ্রোহীরা।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৫ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৬ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৭ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগে