আজকের পত্রিকা ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তথাকথিত অভিযানের নামে এই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ।’ ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরু করার পর গতকাল শুক্রবার সকাল থেকে এই প্রতিবেদন লেখার কিছু সময় আগ পর্যন্ত অন্তত ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী আজ শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা গাজা উপত্যকায় ‘বিস্তৃত হামলা’ চালিয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন অভিযানের ‘প্রাথমিক পর্যায়’ হিসেবে এই হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে টেলিগ্রামে আরবিতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা গাজা উপত্যকায় ‘যুদ্ধের সম্প্রসারণের অংশ।’ এর লক্ষ্য ‘জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করাসহ যুদ্ধের সব উদ্দেশ্য অর্জন করা।’
এদিকে, গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১১৫ জন নিহত হয়েছেন। ‘অপারেশন গিদিওনের রথ’ নামে পরিচিত এই অভিযান এমন সময়ে শুরু করল ইসরায়েল, যখন হামাসের হাতে আটক এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপের মুখে রয়েছে তেল আবিব।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। দুই মাস বিরতির পর গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় তার সামরিক অভিযান পুনরায় শুরু করে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে সেখানে ২ হাজার ৯৮৫ জন নিহত হয়েছেন। এতে যুদ্ধের মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ১১৯ জনে।
কেবল ইসরায়েলি হামলায় নয়, ফিলিস্তিনিরা অনাহারেও মারা যাচ্ছেন। গত মার্চের শুরুতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল আবারও গাজায় সাহায্য প্রবেশে বাধা দেয়। তাদের যুক্তি ছিল, গোষ্ঠীটি ত্রাণসামগ্রী চুরি করছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো শুক্রবার জানিয়েছে, সামরিক বাহিনী এই মাসের শুরুতে সরকার অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী আক্রমণ তীব্র করেছে। যদিও বর্ধিত অভিযানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তথাকথিত অভিযানের নামে এই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ বা ‘গিদিওনের রথ।’ ইসরায়েলি বাহিনী এই অভিযান শুরু করার পর গতকাল শুক্রবার সকাল থেকে এই প্রতিবেদন লেখার কিছু সময় আগ পর্যন্ত অন্তত ১১৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী আজ শনিবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা গাজা উপত্যকায় ‘বিস্তৃত হামলা’ চালিয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের নতুন অভিযানের ‘প্রাথমিক পর্যায়’ হিসেবে এই হামলা চালানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে টেলিগ্রামে আরবিতে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা গাজা উপত্যকায় ‘যুদ্ধের সম্প্রসারণের অংশ।’ এর লক্ষ্য ‘জিম্মিদের মুক্তি ও হামাসকে পরাজিত করাসহ যুদ্ধের সব উদ্দেশ্য অর্জন করা।’
এদিকে, গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১১৫ জন নিহত হয়েছেন। ‘অপারেশন গিদিওনের রথ’ নামে পরিচিত এই অভিযান এমন সময়ে শুরু করল ইসরায়েল, যখন হামাসের হাতে আটক এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চাপের মুখে রয়েছে তেল আবিব।
এর আগে, ২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। দুই মাস বিরতির পর গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় তার সামরিক অভিযান পুনরায় শুরু করে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ থেকে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে সেখানে ২ হাজার ৯৮৫ জন নিহত হয়েছেন। এতে যুদ্ধের মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ১১৯ জনে।
কেবল ইসরায়েলি হামলায় নয়, ফিলিস্তিনিরা অনাহারেও মারা যাচ্ছেন। গত মার্চের শুরুতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইসরায়েল আবারও গাজায় সাহায্য প্রবেশে বাধা দেয়। তাদের যুক্তি ছিল, গোষ্ঠীটি ত্রাণসামগ্রী চুরি করছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো শুক্রবার জানিয়েছে, সামরিক বাহিনী এই মাসের শুরুতে সরকার অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী আক্রমণ তীব্র করেছে। যদিও বর্ধিত অভিযানের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৮ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১১ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১২ ঘণ্টা আগে