
ইরানের বিরুদ্ধে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ করেছে ফাতাহ। গতকাল বুধবার ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কহীন বহিরাগত যেকোনো তৎপরতার প্রতিহত করার ঘোষণা দেয় এই গোষ্ঠী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে থাকা ফাতাহ বলে, ‘আমরা আমাদের পবিত্র ভূমি এবং আমাদের মানুষদের রক্ত শোষণ করতে দেব না।’ তারা আরও বলে, নিরাপত্তা বাহিনী বা জাতীয় প্রতিষ্ঠানের ক্ষতি করার লক্ষ্যে বাইরের যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই ইসরায়েল অভিযোগ করে আসছে যে, ইরান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করছে। বিশেষ করে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করে আসছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় এ গোষ্ঠীটি।
গত মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে ট্যাংক বিধ্বংসী মাইনসহ অত্যাধুনিক অস্ত্র চোরাচালান বন্ধ করে দিয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেনি ইরান। দেশটি জানায়, তারা যা কিছু সমর্থন দেয় তা ফিলিস্তিনিদের অনুরোধে।
চলতি মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য ভোট দেওয়ার আবেদন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এরপরই ফাতাহর পক্ষ থেকে এমন আহ্বান এল।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর ফিলিস্তিনিদের সঙ্গে কয়েক দশকের সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফিলিস্তিনিরা এই অঞ্চলটিকে ভবিষ্যতের স্বাধীন রাষ্ট্রের কেন্দ্রস্থল হিসেবে চায়, যার মধ্যে গাজাও অন্তর্ভুক্ত থাকবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করা হবে।
গত অক্টোবর থেকে চলমান হামাস–ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আটক হয়েছে হাজারো বাসিন্দা। এদিকে ফিলিস্তিনিদের হামলায় ডজেনখানেক ইসরায়েলিও নিহত হয়েছে।

ইরানের বিরুদ্ধে ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ করেছে ফাতাহ। গতকাল বুধবার ফিলিস্তিনিদের সঙ্গে সম্পর্কহীন বহিরাগত যেকোনো তৎপরতার প্রতিহত করার ঘোষণা দেয় এই গোষ্ঠী।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে থাকা ফাতাহ বলে, ‘আমরা আমাদের পবিত্র ভূমি এবং আমাদের মানুষদের রক্ত শোষণ করতে দেব না।’ তারা আরও বলে, নিরাপত্তা বাহিনী বা জাতীয় প্রতিষ্ঠানের ক্ষতি করার লক্ষ্যে বাইরের যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই ইসরায়েল অভিযোগ করে আসছে যে, ইরান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা করছে। বিশেষ করে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করে আসছে ইসরায়েল। গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় এ গোষ্ঠীটি।
গত মাসে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরে ট্যাংক বিধ্বংসী মাইনসহ অত্যাধুনিক অস্ত্র চোরাচালান বন্ধ করে দিয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা অস্বীকার করেনি ইরান। দেশটি জানায়, তারা যা কিছু সমর্থন দেয় তা ফিলিস্তিনিদের অনুরোধে।
চলতি মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য ভোট দেওয়ার আবেদন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এরপরই ফাতাহর পক্ষ থেকে এমন আহ্বান এল।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীর ফিলিস্তিনিদের সঙ্গে কয়েক দশকের সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফিলিস্তিনিরা এই অঞ্চলটিকে ভবিষ্যতের স্বাধীন রাষ্ট্রের কেন্দ্রস্থল হিসেবে চায়, যার মধ্যে গাজাও অন্তর্ভুক্ত থাকবে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করা হবে।
গত অক্টোবর থেকে চলমান হামাস–ইসরায়েল যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আটক হয়েছে হাজারো বাসিন্দা। এদিকে ফিলিস্তিনিদের হামলায় ডজেনখানেক ইসরায়েলিও নিহত হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৩ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৪ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৭ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৯ ঘণ্টা আগে