
শেষ মুহূর্তে এক দিন বাড়ানো হয়েছে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ। ফিলিস্তিনের সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরটি আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, আগের শর্তেই গাজায় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ এক দিন বাড়াতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল।
এর আওতায় গাজা উপত্যকায় মানবিক অস্ত্রবিরতির পাশাপাশি সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে এবং গাজায় মানবিক সহায়তা পাঠানো হবে।
গাজায় প্রথম দফা চার দিনের যুদ্ধবিরতির পর আরও দুই দিন বাড়ানো হয় এর মেয়াদ। আজ এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। তবে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে আরও এক দিন যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়।
আজ সকালে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিজ্ঞপ্তিতে বলেছে, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় জিম্মি মুক্তির প্রক্রিয়া চালু রাখতে আরও এক দিন অভিযান থেকে বিরত থাকবে ইসরায়েল।
আজ হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নতুন একটি তালিকা পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সরকার।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চুক্তির শর্তাবলি অনুসারে কিছুক্ষণ আগে নারী ও শিশুদের একটি তালিকা ইসরায়েলকে দেওয়া হয়েছে। তাই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।
এর আগে ষষ্ঠ দফায় গতকাল বুধবার আরও ১৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়াদের মধ্যে ১০ জন ইসরায়েলি ও চারজন থাই নাগরিক। এর আগে হামাস দুই রুশ নাগরিককেও ছেড়ে দেয়। বিপরীতে ইসরায়েলও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবর পেয়ে গাজার অভ্যন্তরে বেসামরিক মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। দক্ষিণ গাজার খান ইউনিস থেকে আল জাজিরার সংবাদকর্মী তারেক আবু আজউম বলেন, যুদ্ধবিরতি বাড়ার একেকটা দিন ত্রাণসহায়তা পেয়ে মানবিক সংকট কাটিয়ে ফিলিস্তিনিদের বেঁচে থাকার নতুন সুযোগ করে দেয়।

শেষ মুহূর্তে এক দিন বাড়ানো হয়েছে গাজায় যুদ্ধবিরতির মেয়াদ। ফিলিস্তিনের সংগঠন হামাস এবং ইসরায়েলের মধ্যকার অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরটি আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, আগের শর্তেই গাজায় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ এক দিন বাড়াতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল।
এর আওতায় গাজা উপত্যকায় মানবিক অস্ত্রবিরতির পাশাপাশি সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে এবং গাজায় মানবিক সহায়তা পাঠানো হবে।
গাজায় প্রথম দফা চার দিনের যুদ্ধবিরতির পর আরও দুই দিন বাড়ানো হয় এর মেয়াদ। আজ এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। তবে কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে আরও এক দিন যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন হয়।
আজ সকালে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিজ্ঞপ্তিতে বলেছে, মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় জিম্মি মুক্তির প্রক্রিয়া চালু রাখতে আরও এক দিন অভিযান থেকে বিরত থাকবে ইসরায়েল।
আজ হামাসের কাছ থেকে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নতুন একটি তালিকা পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সরকার।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, চুক্তির শর্তাবলি অনুসারে কিছুক্ষণ আগে নারী ও শিশুদের একটি তালিকা ইসরায়েলকে দেওয়া হয়েছে। তাই যুদ্ধবিরতি অব্যাহত থাকবে।
এর আগে ষষ্ঠ দফায় গতকাল বুধবার আরও ১৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তি পাওয়াদের মধ্যে ১০ জন ইসরায়েলি ও চারজন থাই নাগরিক। এর আগে হামাস দুই রুশ নাগরিককেও ছেড়ে দেয়। বিপরীতে ইসরায়েলও ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবর পেয়ে গাজার অভ্যন্তরে বেসামরিক মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। দক্ষিণ গাজার খান ইউনিস থেকে আল জাজিরার সংবাদকর্মী তারেক আবু আজউম বলেন, যুদ্ধবিরতি বাড়ার একেকটা দিন ত্রাণসহায়তা পেয়ে মানবিক সংকট কাটিয়ে ফিলিস্তিনিদের বেঁচে থাকার নতুন সুযোগ করে দেয়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৫ মিনিট আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৫ মিনিট আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে