
ঢাকা: ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা’তে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণাও দেন। তবে কবে নাগাদ দূতাবাস পুনরায় চালু করা হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন-তারিখের কথা বলেননি তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে পর অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, 'আমি বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছি, ফিলিস্তিনের কর্তৃপক্ষ ও জনগণের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার্থে এবং এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে আমি এখানে (ফিলিস্তিন) এসেছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে এই সম্পর্ক গড়ে উঠবে। ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশেরই সমান নিরাপত্তা, স্বাধীনতা, সুযোগ ও সম্মান পাওয়ার অধিকার রয়েছে।'
বৈঠকে প্রতিশ্রুতি মোতাবেক দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাওয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন। একই সঙ্গে ফিলিস্তিনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কও ছিন্ন করা হয়েছিল। অথচ দূতাবাসটি দীর্ঘদিন ধরে একটি স্বায়ত্তশাসিত অফিস হিসেবে ফিলিস্তিনিদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার দায়িত্ব পালন করে আসছিল।
উল্লেখ্য, টানা ১১ দিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও হামাস। এই সংঘাতে প্রায় ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে।

ঢাকা: ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লা’তে গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণাও দেন। তবে কবে নাগাদ দূতাবাস পুনরায় চালু করা হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো দিন-তারিখের কথা বলেননি তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে পর অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, 'আমি বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছি, ফিলিস্তিনের কর্তৃপক্ষ ও জনগণের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি রক্ষার্থে এবং এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে আমি এখানে (ফিলিস্তিন) এসেছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকে এই সম্পর্ক গড়ে উঠবে। ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশেরই সমান নিরাপত্তা, স্বাধীনতা, সুযোগ ও সম্মান পাওয়ার অধিকার রয়েছে।'
বৈঠকে প্রতিশ্রুতি মোতাবেক দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাওয়ায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন। একই সঙ্গে ফিলিস্তিনের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কও ছিন্ন করা হয়েছিল। অথচ দূতাবাসটি দীর্ঘদিন ধরে একটি স্বায়ত্তশাসিত অফিস হিসেবে ফিলিস্তিনিদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষার দায়িত্ব পালন করে আসছিল।
উল্লেখ্য, টানা ১১ দিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও হামাস। এই সংঘাতে প্রায় ২৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪২ মিনিট আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৪ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৬ ঘণ্টা আগে