আজকের পত্রিকা ডেস্ক

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ৭৭ শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর কবজায়। গাজার প্রশাসনের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। এদিকে, গাজায় চলমান ইসরায়েলি দখলদারত্ব ও হত্যাযজ্ঞের মধ্যেই অঞ্চলটির জন্য ‘সুখবরের’ ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
গাজার সরকারি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘মাঠ থেকে পাওয়া তথ্য এবং যাচাইকৃত বিশ্লেষণ থেকে জানা গেছে যে, ইসরায়েলি দখলদার বাহিনী বর্তমানে গাজার মোট ভৌগোলিক এলাকার প্রায় ৭৭ শতাংশ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করছে।’
তারা আরও বলেছে, ‘ইসরায়েলি সেনারা সরাসরি স্থল অভিযান, আবাসিক ও বেসামরিক এলাকায় তাদের সেনা মোতায়েন, ফিলিস্তিনিদের তাদের এলাকা, জমি ও সম্পত্তিতে প্রবেশে বাধা দেওয়া বা জোরপূর্বক সরিয়ে দেওয়ার মাধ্যমে এই নিয়ন্ত্রণ অর্জন করেছে।’ তারা ইসরায়েলের ব্যাপক বাস্তুচ্যুতি, জাতিগত নির্মূলকরণ, পদ্ধতিগত গণহত্যা এবং ঔপনিবেশিকতার পরিকল্পনার তীব্র নিন্দা করেছে। তারা বলেছে, ‘একটি অবরোধ এবং উন্মুক্ত যুদ্ধের আড়ালে জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’
জনসংযোগ বিভাগ গাজায় গণহত্যার জন্য ইসরায়েল এবং এর সমর্থক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকে সম্পূর্ণভাবে দায়ী করেছে। গত বৃহস্পতিবার ইসরায়েল হায়োম সংবাদপত্র জানিয়েছিল, ইসরায়েলি সেনারা ৩ মাসের মধ্যে গাজার ৭০-৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে। এটি তাদের বিস্তৃত সামরিক অভিযানের অংশ।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনারা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে। এতে ৫৩ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় ‘আসল অগ্রগতির’ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজাতেও ইতিবাচক অগ্রগতি হতে পারে।’ নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, আমরা ইরান এবং হামাস উভয় দিক থেকেই গাজায় কিছু ভালো খবর পেতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখতে চাই যে, আমরা এটি থামাতে পারি কিনা। ইসরায়েলকেও আমরা এটি থামাতে বলেছি। আমরা পুরো পরিস্থিতি থামাতে চাই।’

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার ৭৭ শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর কবজায়। গাজার প্রশাসনের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি। এদিকে, গাজায় চলমান ইসরায়েলি দখলদারত্ব ও হত্যাযজ্ঞের মধ্যেই অঞ্চলটির জন্য ‘সুখবরের’ ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
গাজার সরকারি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ‘মাঠ থেকে পাওয়া তথ্য এবং যাচাইকৃত বিশ্লেষণ থেকে জানা গেছে যে, ইসরায়েলি দখলদার বাহিনী বর্তমানে গাজার মোট ভৌগোলিক এলাকার প্রায় ৭৭ শতাংশ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করছে।’
তারা আরও বলেছে, ‘ইসরায়েলি সেনারা সরাসরি স্থল অভিযান, আবাসিক ও বেসামরিক এলাকায় তাদের সেনা মোতায়েন, ফিলিস্তিনিদের তাদের এলাকা, জমি ও সম্পত্তিতে প্রবেশে বাধা দেওয়া বা জোরপূর্বক সরিয়ে দেওয়ার মাধ্যমে এই নিয়ন্ত্রণ অর্জন করেছে।’ তারা ইসরায়েলের ব্যাপক বাস্তুচ্যুতি, জাতিগত নির্মূলকরণ, পদ্ধতিগত গণহত্যা এবং ঔপনিবেশিকতার পরিকল্পনার তীব্র নিন্দা করেছে। তারা বলেছে, ‘একটি অবরোধ এবং উন্মুক্ত যুদ্ধের আড়ালে জনগণ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’
জনসংযোগ বিভাগ গাজায় গণহত্যার জন্য ইসরায়েল এবং এর সমর্থক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সকে সম্পূর্ণভাবে দায়ী করেছে। গত বৃহস্পতিবার ইসরায়েল হায়োম সংবাদপত্র জানিয়েছিল, ইসরায়েলি সেনারা ৩ মাসের মধ্যে গাজার ৭০-৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে। এটি তাদের বিস্তৃত সামরিক অভিযানের অংশ।
যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনারা ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে। এতে ৫৩ হাজার ৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু আলোচনায় ‘আসল অগ্রগতির’ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গাজাতেও ইতিবাচক অগ্রগতি হতে পারে।’ নিউ জার্সিতে এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার মনে হয়, আমরা ইরান এবং হামাস উভয় দিক থেকেই গাজায় কিছু ভালো খবর পেতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমরা দেখতে চাই যে, আমরা এটি থামাতে পারি কিনা। ইসরায়েলকেও আমরা এটি থামাতে বলেছি। আমরা পুরো পরিস্থিতি থামাতে চাই।’

রেনেসাঁ যুগের মহাবিস্ময় লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে যুক্ত একটি শিল্পকর্মে তাঁর ডিএনএ–এর সম্ভাব্য উপস্থিতির দাবি করেছেন বিজ্ঞানীরা। দীর্ঘ এক দশকের গবেষণার ফল হিসেবে এই আবিষ্কারকে তাঁরা ‘উল্লেখযোগ্য মাইলফলক’ হিসেবে দেখছেন।
৫ ঘণ্টা আগে
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা চালানো হলে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গতকাল মঙ্গলবার দেশটির নবগঠিত ‘ইরানি প্রতিরক্ষা পরিষদ’ এক বিবৃতিতে জানিয়েছে, ইরান কেবল আক্রান্ত হওয়ার পর পাল্টা জবাব দেওয়ার নীতিতে সীমাবদ্ধ থাকবে না; বরং
৭ ঘণ্টা আগে
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোতে সরকারি বাহিনী ও কুর্দি যোদ্ধাদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নিয়েছে। টানা দ্বিতীয় দিনের এই লড়াইয়ে আজ বুধবার পর্যন্ত দুই নারী-শিশুসহ অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে। এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হাজার হাজার বেসামরিক মানুষ।
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন ও রাশিয়া শুধু যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ন্যাটো, ইউক্রেন যুদ্ধ এবং নিজের ভূমিকা নিয়ে একাধিক দাবি করেন।
৭ ঘণ্টা আগে