
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে শর্ত সাপেক্ষে স্বীকৃতি দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল ইয়াশ আতিদের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। গত মঙ্গলবার তিনি প্রয়োজনীয় শর্ত ও নিশ্চয়তা সাপেক্ষে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আহ্বান জানান নেতানিয়াহুর প্রতি। মূলত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে এটি করতে তিনি নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন।
জিউয়িশ নিউজ সিন্ডিকেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লাপিদ বলেন, ‘নেতানিয়াহুর ঘোষণা দেওয়া উচিত তিনি ফিলিস্তিনির বিষয়ে আলোচনার শর্ত মেনেই সৌদির সঙ্গে (সম্পর্ক স্বাভাবিকীকরণের) আলোচনায় যেতে চান।’ তিনি বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেবল গাজার বেসামরিক বিষয় দেখভাল করবে।’
ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আবু মাজেনকে (ফিলিস্তিনি কর্তৃপক্ষ মাহমুদ আব্বাস) নিরাপত্তার বিষয়টি দেখভাল করতে দেব না, তাহলে কীভাবে প্রত্যাশা করব যে তিনি আমাদের জন্য সামনের পথ পরিষ্কার করে রাখবেন?’
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি সৌদি আরবরে সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির পরিপ্রেক্ষিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করতে সম্মত হন, তবে তিনি এক ঢিলে বেশ কয়েকটি পাখি মারতে তথা বেশ কয়েকটি সমস্যা সমাধান করতে পারবেন বলেও মনে করেন লাপিদ।
গতকাল বুধবার ইউরোপের তিন দেশ—নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন আগামী ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ঠিক তার পরপরই ইসরায়েলের মধ্যমপন্থী রাজনীতিক ইয়ার লাপিদ নেতানিয়াহুর প্রতি এই আহ্বান জানান।
ইয়ার লাপিদ বলেন, ‘কিছু শর্ত ও নির্দিষ্ট গ্যারান্টি বা নিশ্চয়তার অধীনে নেতানিয়াহুর ঘোষণা করা উচিত যে, তিনি একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নিতে ইচ্ছুক, যে রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেবে।’ তবে এই শর্তাবলি ও নিশ্চয়তাগুলো কী হবে এবং প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র থেকে ইসরায়েল কী ধরনের সহযোগিতা চায়, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের সমালোচনা করে ইয়াশ আতিদের এই নেতা আরও বলেন, বেন গভিরই নেতানিয়াহুকে ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়ার বিষয়টি ঘোষণা দিতে বাধা দিচ্ছেন। এ সময় তিনি ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে পাগলামিপূর্ণ বলে অভিহিত করেন।
এ সময় ইয়ার লাপিদ নেতানিয়াহু সরকারের প্রতি অনাস্থা ব্যক্ত করে আরও বলেন, ‘এই সরকারকে দিয়ে এটি (ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি) হবে না। আমাদের প্রয়োজন হলো নেতানিয়াহু সরকারকে ঘরে ফেরত পাঠিয়ে নতুন কার্যকর সরকার গঠন করা।’ উল্লেখ্য, ২০২২ সাল থেকে ইসরায়েলে কট্টর ডানপন্থীরা ক্ষমতায়। এই সরকার দৃঢ়ভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে শর্ত সাপেক্ষে স্বীকৃতি দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল ইয়াশ আতিদের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। গত মঙ্গলবার তিনি প্রয়োজনীয় শর্ত ও নিশ্চয়তা সাপেক্ষে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে আহ্বান জানান নেতানিয়াহুর প্রতি। মূলত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের অংশ হিসেবে এটি করতে তিনি নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন।
জিউয়িশ নিউজ সিন্ডিকেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লাপিদ বলেন, ‘নেতানিয়াহুর ঘোষণা দেওয়া উচিত তিনি ফিলিস্তিনির বিষয়ে আলোচনার শর্ত মেনেই সৌদির সঙ্গে (সম্পর্ক স্বাভাবিকীকরণের) আলোচনায় যেতে চান।’ তিনি বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেবল গাজার বেসামরিক বিষয় দেখভাল করবে।’
ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আবু মাজেনকে (ফিলিস্তিনি কর্তৃপক্ষ মাহমুদ আব্বাস) নিরাপত্তার বিষয়টি দেখভাল করতে দেব না, তাহলে কীভাবে প্রত্যাশা করব যে তিনি আমাদের জন্য সামনের পথ পরিষ্কার করে রাখবেন?’
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যদি সৌদি আরবরে সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তির পরিপ্রেক্ষিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করতে সম্মত হন, তবে তিনি এক ঢিলে বেশ কয়েকটি পাখি মারতে তথা বেশ কয়েকটি সমস্যা সমাধান করতে পারবেন বলেও মনে করেন লাপিদ।
গতকাল বুধবার ইউরোপের তিন দেশ—নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন আগামী ২৮ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ঠিক তার পরপরই ইসরায়েলের মধ্যমপন্থী রাজনীতিক ইয়ার লাপিদ নেতানিয়াহুর প্রতি এই আহ্বান জানান।
ইয়ার লাপিদ বলেন, ‘কিছু শর্ত ও নির্দিষ্ট গ্যারান্টি বা নিশ্চয়তার অধীনে নেতানিয়াহুর ঘোষণা করা উচিত যে, তিনি একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নিতে ইচ্ছুক, যে রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেবে।’ তবে এই শর্তাবলি ও নিশ্চয়তাগুলো কী হবে এবং প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র থেকে ইসরায়েল কী ধরনের সহযোগিতা চায়, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।
ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের সমালোচনা করে ইয়াশ আতিদের এই নেতা আরও বলেন, বেন গভিরই নেতানিয়াহুকে ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়ার বিষয়টি ঘোষণা দিতে বাধা দিচ্ছেন। এ সময় তিনি ইসরায়েলের বর্তমান পরিস্থিতিকে পাগলামিপূর্ণ বলে অভিহিত করেন।
এ সময় ইয়ার লাপিদ নেতানিয়াহু সরকারের প্রতি অনাস্থা ব্যক্ত করে আরও বলেন, ‘এই সরকারকে দিয়ে এটি (ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি) হবে না। আমাদের প্রয়োজন হলো নেতানিয়াহু সরকারকে ঘরে ফেরত পাঠিয়ে নতুন কার্যকর সরকার গঠন করা।’ উল্লেখ্য, ২০২২ সাল থেকে ইসরায়েলে কট্টর ডানপন্থীরা ক্ষমতায়। এই সরকার দৃঢ়ভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে