
দুবাইয়ে বসবাসকারী সমাজের সব ধরনের মানুষকে সম্পৃক্ত করে তাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নত করতে ফল ও সবজি চাষে ফাঁকা স্থানগুলোকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এই কাজে উৎসাহিত করার জন্য ‘বাড়িতে শ্রেষ্ঠ ফল-সবজি উৎপাদনকারী’ নামে একটি প্রতিযোগিতারও ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ।
এ বিষয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতাটি শুধুমাত্র দুবাইয়ের আবাসিক এলাকার জন্য—অ্যাপার্টমেন্টে বসবাস করা লোকদের জন্য অনুমোদিত নয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা ব্যক্তিকে প্রদান করা হবে ১ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ লাখ টাকার কাছাকাছি। এভাবে দ্বিতীয় স্থান অর্জন করা ব্যক্তি পাবেন ৫০ হাজার দিরহাম এবং তৃতীয় হওয়া ব্যক্তি পাবেন ৩০ হাজার দিরহাম।
এ ছাড়াও যে বাগানটি জয়ী হবে তার সামনে দুবাই পৌরসভার কর্তারা একটি পদক স্থাপন করবেন। চলতি বছরের মে মাসে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এ বিষয়ে দুবাই পৌরসভার কৃষি বিভাগের পরিচালক মুহাম্মদ আবদুল রহমান আল-আওয়াদি বলেন, ‘দুবাই পৌরসভা এমন একটি অনুশীলনকে সমর্থন করে, যা নাগরিক এবং বাসিন্দা উভয়কেই টেকসই স্থানীয় কৃষি উৎপাদনে অনুপ্রাণিত করে। এটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশগত সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমেই নিবন্ধন করতে হবে। আগামী এক মাসের মধ্যে নিবন্ধনের জন্য https://dm.gov.ae লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এসব তথ্যের মধ্যে রয়েছে—মালিকের ব্যক্তিগত তথ্য, বাগানের অবস্থান (আঙিনা বা ছাদ), চাষ করা কৃষির বিশদ বিবরণ, সেচ পদ্ধতি এবং বাগানের একটি ছবি।
প্রতিযোগিতায় কমিটির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি অংশ নিতে পারবেন না।

দুবাইয়ে বসবাসকারী সমাজের সব ধরনের মানুষকে সম্পৃক্ত করে তাদের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আয় বৃদ্ধি এবং জীবনযাত্রার মান উন্নত করতে ফল ও সবজি চাষে ফাঁকা স্থানগুলোকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এই কাজে উৎসাহিত করার জন্য ‘বাড়িতে শ্রেষ্ঠ ফল-সবজি উৎপাদনকারী’ নামে একটি প্রতিযোগিতারও ঘোষণা করেছে শহর কর্তৃপক্ষ।
এ বিষয়ে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিযোগিতাটি শুধুমাত্র দুবাইয়ের আবাসিক এলাকার জন্য—অ্যাপার্টমেন্টে বসবাস করা লোকদের জন্য অনুমোদিত নয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা ব্যক্তিকে প্রদান করা হবে ১ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ লাখ টাকার কাছাকাছি। এভাবে দ্বিতীয় স্থান অর্জন করা ব্যক্তি পাবেন ৫০ হাজার দিরহাম এবং তৃতীয় হওয়া ব্যক্তি পাবেন ৩০ হাজার দিরহাম।
এ ছাড়াও যে বাগানটি জয়ী হবে তার সামনে দুবাই পৌরসভার কর্তারা একটি পদক স্থাপন করবেন। চলতি বছরের মে মাসে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এ বিষয়ে দুবাই পৌরসভার কৃষি বিভাগের পরিচালক মুহাম্মদ আবদুল রহমান আল-আওয়াদি বলেন, ‘দুবাই পৌরসভা এমন একটি অনুশীলনকে সমর্থন করে, যা নাগরিক এবং বাসিন্দা উভয়কেই টেকসই স্থানীয় কৃষি উৎপাদনে অনুপ্রাণিত করে। এটি খাদ্য নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশগত সম্পদের স্থায়িত্ব নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রথমেই নিবন্ধন করতে হবে। আগামী এক মাসের মধ্যে নিবন্ধনের জন্য https://dm.gov.ae লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এসব তথ্যের মধ্যে রয়েছে—মালিকের ব্যক্তিগত তথ্য, বাগানের অবস্থান (আঙিনা বা ছাদ), চাষ করা কৃষির বিশদ বিবরণ, সেচ পদ্ধতি এবং বাগানের একটি ছবি।
প্রতিযোগিতায় কমিটির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি অংশ নিতে পারবেন না।

সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
১ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
২ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে