
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা নাবলুসে একটি বাড়ি ঘেরাও করে গুলি চালালে নিহত হন ওই দুই ফিলিস্তিনি। নিহতদের নাম খয়রি শাহিন (৩৪) ও হামজে মকবুল (৩২) বলে জানা গেছে। খবর বিবিসির।
এদিকে ইসরায়েল বলেছে, ওই দুই যুবক বন্দুকধারী ছিলেন। তাঁদের আটক করতে গেলে ইসরায়েলি বাহিনীর ওপর গুলি চালান। এ সময় পাল্টা গুলিতে তাঁরা নিহত হন। আর হামাস নিহতদের ‘বীর’ বলে বর্ণনা করেছে এবং ইসরায়েলকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছে।
গত এক বছরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ও আগ্রাসনের মধ্যে এটি সর্বশেষ। এ সপ্তাহে ইসরায়েল জেনিনের একটি শরণার্থী শিবিরে ব্যাপক সামরিক আগ্রাসন শুরু করে। ড্রোন হামলা চালায়। তবে বন্দুকযুদ্ধে প্রতিরোধের চেষ্টা করে গেছে জেনিন ব্রিগেডের সদস্যরা। তিন দিনের এই আগ্রাসনে অন্তত ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
এ বছর ইসরায়েলি সেনা ও বহিরাগতদের লক্ষ্য করে ফিলিস্তিনিরা বেশ কিছু হামলা চালিয়েছে। তবে ইসরায়েল বলেছে, জেনিন থেকে সন্ত্রাসবাদের শেষ চিহ্ন মুছে ফেলার আগ পর্যন্ত তারা সামরিক অভিযান চালিয়ে যাবে।
নাবলুসে শুক্রবার ওই ঘটনার পর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) দুই সদস্য এর বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সাভাক বলেছে, নাবলুসের কাছে একটি নতুন ইহুদি বসতি, পুলিশের গাড়ি এবং দোকানে গুলি চালানোর পর এই আগ্রাসন চালিয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্যারামেডিকেরা বলেছেন, আহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্সকেও ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এক ব্যক্তি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত শুক্রবার সকালে ইসরায়েলি সেনারা নাবলুসে একটি বাড়ি ঘেরাও করে গুলি চালালে নিহত হন ওই দুই ফিলিস্তিনি। নিহতদের নাম খয়রি শাহিন (৩৪) ও হামজে মকবুল (৩২) বলে জানা গেছে। খবর বিবিসির।
এদিকে ইসরায়েল বলেছে, ওই দুই যুবক বন্দুকধারী ছিলেন। তাঁদের আটক করতে গেলে ইসরায়েলি বাহিনীর ওপর গুলি চালান। এ সময় পাল্টা গুলিতে তাঁরা নিহত হন। আর হামাস নিহতদের ‘বীর’ বলে বর্ণনা করেছে এবং ইসরায়েলকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছে।
গত এক বছরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অনুপ্রবেশ ও আগ্রাসনের মধ্যে এটি সর্বশেষ। এ সপ্তাহে ইসরায়েল জেনিনের একটি শরণার্থী শিবিরে ব্যাপক সামরিক আগ্রাসন শুরু করে। ড্রোন হামলা চালায়। তবে বন্দুকযুদ্ধে প্রতিরোধের চেষ্টা করে গেছে জেনিন ব্রিগেডের সদস্যরা। তিন দিনের এই আগ্রাসনে অন্তত ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
এ বছর ইসরায়েলি সেনা ও বহিরাগতদের লক্ষ্য করে ফিলিস্তিনিরা বেশ কিছু হামলা চালিয়েছে। তবে ইসরায়েল বলেছে, জেনিন থেকে সন্ত্রাসবাদের শেষ চিহ্ন মুছে ফেলার আগ পর্যন্ত তারা সামরিক অভিযান চালিয়ে যাবে।
নাবলুসে শুক্রবার ওই ঘটনার পর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) দুই সদস্য এর বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সাভাক বলেছে, নাবলুসের কাছে একটি নতুন ইহুদি বসতি, পুলিশের গাড়ি এবং দোকানে গুলি চালানোর পর এই আগ্রাসন চালিয়েছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের প্যারামেডিকেরা বলেছেন, আহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্সকেও ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এক ব্যক্তি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৩ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৩ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৬ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৭ ঘণ্টা আগে