
উপযুক্ত পরিকল্পনা ছাড়া গাজার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের সামরিক অভিযান চালানোর পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের হামলায় ইসরায়েলকে সমর্থন দেবে না দেশটি।
বিবিসির প্রতিবেদন অনুসারে, মিসরের সীমান্তবর্তী শহরটিতে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি ভয়াবহ অমানবিক পরিস্থিতিতে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্র বলছে, শহরটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের কোনো বিকল্প ব্যবস্থা করা ছাড়া সেখানে বড় ধরনের কোনো অভিযানে সমর্থন দেবে না মার্কিন প্রশাসন।
কয়েক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সেনাবাহিনীকে রাফায় অভিযান শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাফার কথা উল্লেখ না করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছে, তার জবাবে দেশটি গাজায় যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা মাত্রা ছাড়িয়েছে।’ গাজায় চলমান যুদ্ধের চার মাস পেরিয়ে যাওয়ার পর এই প্রথম ইসরায়েলের প্রতি কঠোর ভাষায় কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।
গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাফায় নিহত হয়েছে আটজন। তবে ইসরায়েল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
রাফায় বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি শরণার্থীশিবিরে অবস্থানরত ফ্রিল্যান্স সাংবাদিক সালেম এল–রায়েস বলেন, রাফায় একটি ভবনে বোমা হামলায় নিহতদের মধ্যে শিশুও ছিল। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ভবনটির তৃতীয় তলা থেকে লাশ নিচে ছিটকে পড়ছিল।
রাফায় অবস্থানরত বেশির ভাগ মানুষই গাজার অন্যান্য অংশে চলমান যুদ্ধ থেকে পালিয়ে আসা। তাঁরা এখানে এসে তাঁবুতে আশ্রয় নিয়েছেন।
দুই সন্তানের মা গারদা আর–কুর্দ বলেন, এ যুদ্ধ চলাকালীন তিনি ছয়বার বাস্তুচ্যুত হয়েছেন। তিনি রাফায় ইসরায়েলি হামলার আশঙ্কা করছেন। তবুও আশা করছেন, এর আগেই যুদ্ধ বন্ধ হবে।
রাফায় এক আত্মীয়ের বাড়িতে আরও ২০ জনসহ আশ্রয় নিয়েছেন তিনি। বিবিসিকে তিনি বলেন, ‘তারা (ইসরায়েলি বাহিনী) যদি রাফায় আসে তবে আমরা শেষ! মনে হচ্ছে, আমরা মৃত্যুর অপেক্ষা করছি। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই!’

উপযুক্ত পরিকল্পনা ছাড়া গাজার দক্ষিণের শহর রাফায় ইসরায়েলের সামরিক অভিযান চালানোর পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের হামলায় ইসরায়েলকে সমর্থন দেবে না দেশটি।
বিবিসির প্রতিবেদন অনুসারে, মিসরের সীমান্তবর্তী শহরটিতে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি ভয়াবহ অমানবিক পরিস্থিতিতে অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্র বলছে, শহরটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের কোনো বিকল্প ব্যবস্থা করা ছাড়া সেখানে বড় ধরনের কোনো অভিযানে সমর্থন দেবে না মার্কিন প্রশাসন।
কয়েক দিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সেনাবাহিনীকে রাফায় অভিযান শুরুর প্রস্তুতি নিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাফার কথা উল্লেখ না করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছে, তার জবাবে দেশটি গাজায় যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা মাত্রা ছাড়িয়েছে।’ গাজায় চলমান যুদ্ধের চার মাস পেরিয়ে যাওয়ার পর এই প্রথম ইসরায়েলের প্রতি কঠোর ভাষায় কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট।
গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাফায় নিহত হয়েছে আটজন। তবে ইসরায়েল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
রাফায় বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি শরণার্থীশিবিরে অবস্থানরত ফ্রিল্যান্স সাংবাদিক সালেম এল–রায়েস বলেন, রাফায় একটি ভবনে বোমা হামলায় নিহতদের মধ্যে শিশুও ছিল। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ভবনটির তৃতীয় তলা থেকে লাশ নিচে ছিটকে পড়ছিল।
রাফায় অবস্থানরত বেশির ভাগ মানুষই গাজার অন্যান্য অংশে চলমান যুদ্ধ থেকে পালিয়ে আসা। তাঁরা এখানে এসে তাঁবুতে আশ্রয় নিয়েছেন।
দুই সন্তানের মা গারদা আর–কুর্দ বলেন, এ যুদ্ধ চলাকালীন তিনি ছয়বার বাস্তুচ্যুত হয়েছেন। তিনি রাফায় ইসরায়েলি হামলার আশঙ্কা করছেন। তবুও আশা করছেন, এর আগেই যুদ্ধ বন্ধ হবে।
রাফায় এক আত্মীয়ের বাড়িতে আরও ২০ জনসহ আশ্রয় নিয়েছেন তিনি। বিবিসিকে তিনি বলেন, ‘তারা (ইসরায়েলি বাহিনী) যদি রাফায় আসে তবে আমরা শেষ! মনে হচ্ছে, আমরা মৃত্যুর অপেক্ষা করছি। আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই!’

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
২৩ মিনিট আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিশন প্রাঙ্গণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তিনি বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই রাজনৈতিক
২ ঘণ্টা আগে
গত বছরের নভেম্বরে ইউরোপের বাইরে ১৯টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা আবেদন স্থগিত করে যুক্তরাষ্ট্র। এর মধ্যে গ্রিন কার্ড ও মার্কিন নাগরিকত্বের আবেদনও ছিল। জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার উদ্বেগ দেখিয়ে ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। তালিকায় আফ্রিকার একাধিক দেশও ছিল।
২ ঘণ্টা আগে