
ভূমধ্যসাগর তীরবর্তী ফিলিস্তিনি ভূখণ্ড গাজা বিগত ১৬ বছর ধরে অবরোধ করে রেখেছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় অনবরত বিমান থেকে হামলা করে যাচ্ছে ইসরায়েল। যেন দেশটি পণ করেছে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে।
ইসরায়েলি যুদ্ধবিমানের মুহুর্মুহু হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার কোনো কিছু। বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট, হাসপাতাল, মসজিদ এমনকি নিরীহ পাথরও যেন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের এমন হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে গাজার স্বাস্থ্যসেবা। অধিকাংশ হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে আর সেবা দেওয়া উপযোগী নয়। যেগুলো উপযোগী সেগুলোতে উপচে পড়েছে ফিলিস্তিনিদের মরদেহ, প্রতিটি ইঞ্চি দখল হয়ে গেছে আহত রোগীদের দিয়ে। তার পরও শেষ আশা হিসেবে অনেকেই আসছেন হাসপাতালে। আহত এবং তাদের স্বজনেরা জানেন, হাসপাতাল আর হাসপাতাল নেই। পরিণত হয়েছে মরদেহ আর আহতদের ভাগাড়ে।
বিদ্যুৎ সংযোগ নেই, ফুরিয়ে গেছে জেনারেটরের জ্বালানি। বন্ধ হয়ে গেছে রোগীর অপারেশন। তারপরও হাসপাতালগুলোর চিকিৎসকেরা নিজেদের সীমিত উপকরণ নিয়েই নিরলস সেবা দিয়ে যাচ্ছেন রোগীদের। কিন্তু সেটাই বা আর কাঁহাতক করা যায়? আহতরা তো বটেই ইসরায়েলি হামলা-অবরোধের কারণে সবচেয়ে বিপদে পড়া শ্রেণির অন্যতম হলো—গাজার গর্ভবতী নারীরা। তাঁরা জানেন না, তাদের সন্তানেরা কীভাবে জন্ম নেবে? কোন পরিস্থিতিতে জন্ম নেবে? জন্ম নেওয়ার পর ঠিক কতক্ষণ ইসরায়েলি বোমার আঘাত থেকে তাদের সন্তানেরা রক্ষা পাবে।
তাদেরই একজন নিভেন আল-বারবারি। ৩৩ বছরের এই নারীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে এসেছে। গর্ভকালীন জটিলতার সঙ্গে যুক্ত হয়েছে ভয়। ভয়ে তাঁর গা গুলিয়ে আসছে, শুরু হয়েছে খিঁচুনি। ইসরায়েলি হামলা শুরুর আগে নিভেন নিয়মিত ডাক্তারের কাছে যেতেন চেকআপের জন্য। কারণ তাঁর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিকের সমস্যা রয়েছে। কিন্তু হামলা শুরুর পর বিগত ২০ দিনে তিনি একবারও বাইরে বের হতে পারেননি। অথচ সন্তান জন্মদানের সময় যত ঘনিয়ে আসছে, তাঁর জটিলতা তত বাড়ছে। তিনি বা তাঁর পরিবারের কেউই জানেন না ঠিক কবে, কখন এই ভয়াবহ হামলা শেষ হবে।
নিজের এবং অনাগত সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ প্রসঙ্গে নিভেন আল-বারবারি বলেন, ‘প্রতিদিনই আমি ভেবে হয়রান হয়ে যাই যে, আমি কোথায় আমার সন্তানকে জন্ম দেব। ইসরায়েলি অনবরত বোমা হামলা গাজার মানুষ, গাছ এমনকি পাথরকেও ছাড়ছে না। আমরা কেউই জানি না কার বাড়ি ধ্বংস হয়ে যাবে কিংবা কে কখন মারা যাবে। আমি কেবল আমার ও আমার অনাগত সন্তানের জন্য একটি নিরাপদ পরিবেশের প্রত্যাশাই করতে পারি, এর বেশি কিছু নয়।’
সবকিছু ঠিক থাকলে নিভেন এ মাসেই তাঁর প্রথম সন্তান জন্ম দেবেন। কেবল তিনি নন, তাঁর মতো আরও কয়েক হাজার নারীর সন্তান জন্মদানের সময় ঘনিয়ে এসেছে। জাতিসংঘের জনসংখ্যা সংস্থা ইউএনপিএফের হিসাবমতে, গাজায় প্রায় ৫০ হাজার নারী গর্ভবতী। ইসরায়েলি হামলার কারণে এসব নারী পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সংস্থাটির আশঙ্কা, প্রয়োজনীয় সেবা না পেলে এসব নারী এবং তাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ ব্যাহত হতে পারে।
আল-জাজিরায় প্রকাশিত গাজার সাংবাদিক রুয়াইদা আমিরের লেখা থেকে সংক্ষেপে অনূদিত

ভূমধ্যসাগর তীরবর্তী ফিলিস্তিনি ভূখণ্ড গাজা বিগত ১৬ বছর ধরে অবরোধ করে রেখেছে ইসরায়েল। সম্প্রতি ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পরিপ্রেক্ষিতে গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় অনবরত বিমান থেকে হামলা করে যাচ্ছে ইসরায়েল। যেন দেশটি পণ করেছে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে।
ইসরায়েলি যুদ্ধবিমানের মুহুর্মুহু হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার কোনো কিছু। বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট, হাসপাতাল, মসজিদ এমনকি নিরীহ পাথরও যেন ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের এমন হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছে গাজার স্বাস্থ্যসেবা। অধিকাংশ হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে আর সেবা দেওয়া উপযোগী নয়। যেগুলো উপযোগী সেগুলোতে উপচে পড়েছে ফিলিস্তিনিদের মরদেহ, প্রতিটি ইঞ্চি দখল হয়ে গেছে আহত রোগীদের দিয়ে। তার পরও শেষ আশা হিসেবে অনেকেই আসছেন হাসপাতালে। আহত এবং তাদের স্বজনেরা জানেন, হাসপাতাল আর হাসপাতাল নেই। পরিণত হয়েছে মরদেহ আর আহতদের ভাগাড়ে।
বিদ্যুৎ সংযোগ নেই, ফুরিয়ে গেছে জেনারেটরের জ্বালানি। বন্ধ হয়ে গেছে রোগীর অপারেশন। তারপরও হাসপাতালগুলোর চিকিৎসকেরা নিজেদের সীমিত উপকরণ নিয়েই নিরলস সেবা দিয়ে যাচ্ছেন রোগীদের। কিন্তু সেটাই বা আর কাঁহাতক করা যায়? আহতরা তো বটেই ইসরায়েলি হামলা-অবরোধের কারণে সবচেয়ে বিপদে পড়া শ্রেণির অন্যতম হলো—গাজার গর্ভবতী নারীরা। তাঁরা জানেন না, তাদের সন্তানেরা কীভাবে জন্ম নেবে? কোন পরিস্থিতিতে জন্ম নেবে? জন্ম নেওয়ার পর ঠিক কতক্ষণ ইসরায়েলি বোমার আঘাত থেকে তাদের সন্তানেরা রক্ষা পাবে।
তাদেরই একজন নিভেন আল-বারবারি। ৩৩ বছরের এই নারীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে এসেছে। গর্ভকালীন জটিলতার সঙ্গে যুক্ত হয়েছে ভয়। ভয়ে তাঁর গা গুলিয়ে আসছে, শুরু হয়েছে খিঁচুনি। ইসরায়েলি হামলা শুরুর আগে নিভেন নিয়মিত ডাক্তারের কাছে যেতেন চেকআপের জন্য। কারণ তাঁর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিকের সমস্যা রয়েছে। কিন্তু হামলা শুরুর পর বিগত ২০ দিনে তিনি একবারও বাইরে বের হতে পারেননি। অথচ সন্তান জন্মদানের সময় যত ঘনিয়ে আসছে, তাঁর জটিলতা তত বাড়ছে। তিনি বা তাঁর পরিবারের কেউই জানেন না ঠিক কবে, কখন এই ভয়াবহ হামলা শেষ হবে।
নিজের এবং অনাগত সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ প্রসঙ্গে নিভেন আল-বারবারি বলেন, ‘প্রতিদিনই আমি ভেবে হয়রান হয়ে যাই যে, আমি কোথায় আমার সন্তানকে জন্ম দেব। ইসরায়েলি অনবরত বোমা হামলা গাজার মানুষ, গাছ এমনকি পাথরকেও ছাড়ছে না। আমরা কেউই জানি না কার বাড়ি ধ্বংস হয়ে যাবে কিংবা কে কখন মারা যাবে। আমি কেবল আমার ও আমার অনাগত সন্তানের জন্য একটি নিরাপদ পরিবেশের প্রত্যাশাই করতে পারি, এর বেশি কিছু নয়।’
সবকিছু ঠিক থাকলে নিভেন এ মাসেই তাঁর প্রথম সন্তান জন্ম দেবেন। কেবল তিনি নন, তাঁর মতো আরও কয়েক হাজার নারীর সন্তান জন্মদানের সময় ঘনিয়ে এসেছে। জাতিসংঘের জনসংখ্যা সংস্থা ইউএনপিএফের হিসাবমতে, গাজায় প্রায় ৫০ হাজার নারী গর্ভবতী। ইসরায়েলি হামলার কারণে এসব নারী পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সংস্থাটির আশঙ্কা, প্রয়োজনীয় সেবা না পেলে এসব নারী এবং তাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ ব্যাহত হতে পারে।
আল-জাজিরায় প্রকাশিত গাজার সাংবাদিক রুয়াইদা আমিরের লেখা থেকে সংক্ষেপে অনূদিত

২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
১ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
২ ঘণ্টা আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
২ ঘণ্টা আগে