Ajker Patrika

ইসরায়েলকে সামরিক সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৮ জুন ২০২৫, ২৩: ৩৭
ইসরায়েলকে সামরিক সহায়তা না দিতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয়, তবে তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে মারাত্মকভাবে অস্থিতিশীল করে তুলতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের তথ্য অনুযায়ী, রিয়াবকভ বলেছেন, যুক্তরাষ্ট্র যেন এমন সহায়তা দেওয়ার চিন্তাও না করে। তিনি জানান, রাশিয়া ইসরায়েল ও ইরান—উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছে।

এদিকে ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, পুতিন টেলিফোনে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে আলোচনায় এই সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

আলোচনায় পুতিন জানান, তিনি মধ্যস্থতার জন্য প্রস্তুত এবং এই সংকট নিয়ে আঞ্চলিক অন্য নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করছেন।

তবে ইতিপূর্বে ইরান ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করার জন্য পুতিনের এমন প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা, প্রত্যাখ্যান করেছিল ইসরায়েলও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত