
হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে পঞ্চম দিনে পঞ্চম দফায় গতকাল মঙ্গলবার ইসরায়েলের কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বিপরীতে ১০ জন ইসরায়েলিসহ মোট ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল জানিয়েছে, মুক্তি পাওয়া দুজন বিদেশি থাইল্যান্ডের নাগরিক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়া ১৫ নারী ও ১৫ শিশুকে নিয়ে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বেইটোনিয়া শহরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার ছেড়ে গেছে রেডক্রসের একটি বাস।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ও রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) জানিয়েছে, হামাসের মুক্তি দেওয়া ১২ জিম্মিকে মিসর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে গাজা থেকে স্থানান্তরের কাজ সফলভাবে পরিচালনা করা হয়েছে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা অনুসারে, আজ বুধবারও গাজা উপত্যকায় কোনো হামলা চালাবে না আইডিএফ। তবে যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণমাত্রায় অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া আইডিএফের পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি বা যুদ্ধের মধ্যেই জিম্মিদের দেশে ফেরানো হবে।
ইসরায়েলের সেনাবাহিনী ও রাজনৈতিক নেতারা বারবারই যুদ্ধবিরতি শেষে গাজায় ফের হামলা শুরুর কথা বলে আসছেন। তবে চিরস্থায়ীভাবে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের ওপর রয়েছে আন্তর্জাতিক চাপ।
উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চার দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। গত সোমবার ১১ ইসরায়েলি জিম্মি ও ৩৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। এ নিয়ে শুক্রবার থেকে চলা যুদ্ধবিরতিতে ১৮০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে অর্ধশতাধিক ইসরায়েলিকে।

হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে পঞ্চম দিনে পঞ্চম দফায় গতকাল মঙ্গলবার ইসরায়েলের কারাগার থেকে ৩০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। বিপরীতে ১০ জন ইসরায়েলিসহ মোট ১২ জন জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল জানিয়েছে, মুক্তি পাওয়া দুজন বিদেশি থাইল্যান্ডের নাগরিক।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি পাওয়া ১৫ নারী ও ১৫ শিশুকে নিয়ে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বেইটোনিয়া শহরে ইসরায়েলের ওফার সামরিক কারাগার ছেড়ে গেছে রেডক্রসের একটি বাস।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ও রেডক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) জানিয়েছে, হামাসের মুক্তি দেওয়া ১২ জিম্মিকে মিসর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে গাজা থেকে স্থানান্তরের কাজ সফলভাবে পরিচালনা করা হয়েছে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা অনুসারে, আজ বুধবারও গাজা উপত্যকায় কোনো হামলা চালাবে না আইডিএফ। তবে যুদ্ধবিরতি শেষে আবার পূর্ণমাত্রায় অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া আইডিএফের পোস্টে তিনি বলেন, যুদ্ধবিরতি বা যুদ্ধের মধ্যেই জিম্মিদের দেশে ফেরানো হবে।
ইসরায়েলের সেনাবাহিনী ও রাজনৈতিক নেতারা বারবারই যুদ্ধবিরতি শেষে গাজায় ফের হামলা শুরুর কথা বলে আসছেন। তবে চিরস্থায়ীভাবে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের ওপর রয়েছে আন্তর্জাতিক চাপ।
উল্লেখ্য, দেড় মাসেরও বেশি সময় যুদ্ধ চলার পর গত শুক্রবার চার দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায় হামাস ও ইসরায়েল। গত সোমবার ১১ ইসরায়েলি জিম্মি ও ৩৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। এ নিয়ে শুক্রবার থেকে চলা যুদ্ধবিরতিতে ১৮০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। অন্যদিকে হামাস মুক্তি দিয়েছে অর্ধশতাধিক ইসরায়েলিকে।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১৫ ঘণ্টা আগে