
জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করতে যাচ্ছে ফিলিস্তিন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর এ তথ্য নিশ্চিত করে বলেন, সদস্য দেশগুলোকে ফিলিস্তিনের যোগদানকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি স্বাক্ষর করতে আহ্বান জানানো হবে।
নিউইয়র্কে রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘আমরা এ নিয়ে আরও আলোচনা করব এবং বিভিন্ন পদক্ষেপ নেব। আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার আগে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে সুপারিশের আহ্বান জানিয়ে প্রস্তাব জমা দেওয়ার আগে সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘে স্বাগত ও সমর্থন জানানোর বিবৃতিতে স্বাক্ষর নেব।’
তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, এর এক দিন আগেই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তের পক্ষে ৯৯–১১ ভোট পড়ে।
জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি মনসুর বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতাসহ আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নির্ধারণ শুধু আমরা অর্থাৎ ফিলিস্তিনিরাই করব। আমরা কারও সঙ্গে এই নীতি নিয়ে আলোচনা করব না এবং আমরা কারও কাছ থেকে এ বিষয়ে অনুমতি চাইব না।’
মনসুর বলেন, ‘ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। দেশগুলোকে ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বা বিক্রি না করতে বলা বা বসতি স্থাপনকারীদের ভিসা না দিতে বলার মতো কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানাবে ফিলিস্তিন।’
ফিলিস্তিন রাষ্ট্র ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে কোনো ধরনের ভোট দেওয়ার অধিকার ছাড়া বিতর্ক এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু পশ্চিমা দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তারা এখনো ফিলিস্তিনের সরকারকে সব সময় ‘কর্তৃপক্ষ’ বলে সম্বোধন করে। পশ্চিমের সংবাদমাধ্যমগুলোও এই অবস্থানের প্রতিনিধিত্ব করে।
জাতিসংঘের সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
মনসুর বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ই ১৯৪৭ সাল থেকে ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যভুক্ত করে সেই প্রক্রিয়া সম্পন্ন করা ফিলিস্তিনি জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।’

জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করতে যাচ্ছে ফিলিস্তিন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর এ তথ্য নিশ্চিত করে বলেন, সদস্য দেশগুলোকে ফিলিস্তিনের যোগদানকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি স্বাক্ষর করতে আহ্বান জানানো হবে।
নিউইয়র্কে রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘আমরা এ নিয়ে আরও আলোচনা করব এবং বিভিন্ন পদক্ষেপ নেব। আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার আগে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে সুপারিশের আহ্বান জানিয়ে প্রস্তাব জমা দেওয়ার আগে সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘে স্বাগত ও সমর্থন জানানোর বিবৃতিতে স্বাক্ষর নেব।’
তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, এর এক দিন আগেই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তের পক্ষে ৯৯–১১ ভোট পড়ে।
জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি মনসুর বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতাসহ আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নির্ধারণ শুধু আমরা অর্থাৎ ফিলিস্তিনিরাই করব। আমরা কারও সঙ্গে এই নীতি নিয়ে আলোচনা করব না এবং আমরা কারও কাছ থেকে এ বিষয়ে অনুমতি চাইব না।’
মনসুর বলেন, ‘ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। দেশগুলোকে ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বা বিক্রি না করতে বলা বা বসতি স্থাপনকারীদের ভিসা না দিতে বলার মতো কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানাবে ফিলিস্তিন।’
ফিলিস্তিন রাষ্ট্র ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে কোনো ধরনের ভোট দেওয়ার অধিকার ছাড়া বিতর্ক এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু পশ্চিমা দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তারা এখনো ফিলিস্তিনের সরকারকে সব সময় ‘কর্তৃপক্ষ’ বলে সম্বোধন করে। পশ্চিমের সংবাদমাধ্যমগুলোও এই অবস্থানের প্রতিনিধিত্ব করে।
জাতিসংঘের সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
মনসুর বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ই ১৯৪৭ সাল থেকে ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যভুক্ত করে সেই প্রক্রিয়া সম্পন্ন করা ফিলিস্তিনি জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৩ ঘণ্টা আগে