আজকের পত্রিকা ডেস্ক

যুদ্ধ চলাকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জন্য বহুবার খুঁজেছে ইসরায়েলি গোয়েন্দারা। তবে, তাঁকে খুঁজে না পাওয়ায় হত্যার বাস্তব কোনো সুযোগ তৈরি হয়নি। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন খোদ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাৎজ বলেছেন, যদি সম্ভব হতো, তাহলে খামেনিকে হত্যা করত ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু তাঁকে খুঁজে না পাওয়ায় ভেস্তে গেছে সে পরিকল্পনা।
১২ দিনের যুদ্ধ শেষে গত মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় দুই দেশের মধ্যে। তবে, যুদ্ধবিরতি কার্যকরের তিন দিন পেরিয়ে গেলেও এখনো সতর্ক রয়েছেন খামেনি। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের ওপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। যুদ্ধবিরতি কার্যকর হলেও যেকোনো সময় খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে নেতানিয়াহু প্রশাসন। তাই খামেনির নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।
ইরান-ইসরায়েল বৈরিতা নতুন নয়। তবে, গত কয়েক মাসে কয়েক গুন বেড়েছিল উত্তেজনা। ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। সেই গুঞ্জন সত্য করে গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ও সরকারি ভবনগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বেশ কয়েক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানী। নিহত হয়েছে ছয় শতাধিক বেসামরিক নাগরিক। পাল্টা হামলা চালায় ইরানও। ইসরায়েল স্বীকার না করলেও গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরও।

যুদ্ধ চলাকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার জন্য বহুবার খুঁজেছে ইসরায়েলি গোয়েন্দারা। তবে, তাঁকে খুঁজে না পাওয়ায় হত্যার বাস্তব কোনো সুযোগ তৈরি হয়নি। এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন খোদ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাৎজ বলেছেন, যদি সম্ভব হতো, তাহলে খামেনিকে হত্যা করত ইসরায়েলি সেনাবাহিনী। কিন্তু তাঁকে খুঁজে না পাওয়ায় ভেস্তে গেছে সে পরিকল্পনা।
১২ দিনের যুদ্ধ শেষে গত মঙ্গলবার (২৪ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয় দুই দেশের মধ্যে। তবে, যুদ্ধবিরতি কার্যকরের তিন দিন পেরিয়ে গেলেও এখনো সতর্ক রয়েছেন খামেনি। ইরানি কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের ওপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। যুদ্ধবিরতি কার্যকর হলেও যেকোনো সময় খামেনিকে লক্ষ্য করে হামলা চালাতে পারে নেতানিয়াহু প্রশাসন। তাই খামেনির নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।
ইরান-ইসরায়েল বৈরিতা নতুন নয়। তবে, গত কয়েক মাসে কয়েক গুন বেড়েছিল উত্তেজনা। ইরান ইসরায়েলে হামলা চালাতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। সেই গুঞ্জন সত্য করে গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক স্থাপনা ও সরকারি ভবনগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বেশ কয়েক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং পরমাণুবিজ্ঞানী। নিহত হয়েছে ছয় শতাধিক বেসামরিক নাগরিক। পাল্টা হামলা চালায় ইরানও। ইসরায়েল স্বীকার না করলেও গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরও।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির কঠোরপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১৯ মিনিট আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
২ ঘণ্টা আগে