বিবিসি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষের সর্বশেষ ধাপে শনিবার দিবাগত রাতে ইরান থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, "ট্রু প্রমিজ থ্রি" নামে অভিহিত এ হামলার দ্বিতীয় ধাপে মূল লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা ও তেলআভিভ শহর।

এই হামলার পরপরই ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) নিশ্চিত করে যে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং তেহরানে ইরানের সামরিক স্থাপনায় পাল্টা বিমান হামলা চালানো হচ্ছে। আইডিএফ-এর পক্ষ থেকে বলা হয়, “আমাদের বিমান বাহিনী এই মুহূর্তে তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, একইসঙ্গে আকাশপথে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কাজও চলছে।”

ইসরায়েলের নাগরিকদের জন্য হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, সাইরেন বাজলে সবাইকে অবিলম্বে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে হবে এবং না বলা পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, দেশের উপকূলীয় এবং উত্তরাঞ্চলীয় এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খোলা জায়গায় আগুন ধরে গেছে। কয়েকটি জায়গায় ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। তেলআভিভ, রিশন লে জিওন, এবং হাইফার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার পর তারা দুটি এলাকায় তল্লাশি চালাচ্ছে, তবে এখনো ১০১ হটলাইনে কোনো প্রাণহানির খবর আসেনি।
অন্যদিকে হামলার অভিঘাত ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। জর্ডানের রাজধানী আম্মানে সাইরেন বাজানো হয়েছে এবং নিরাপত্তার কারণে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এই সংঘাতের সূচনা হয় ইসরায়েলের পক্ষ থেকে চালানো একটি ব্যাপক বিমান হামলার পর, যেখানে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। প্রতিশোধ হিসেবে ইরান শুরু করে ‘ট্রু প্রমিজ’ নামে ধারাবাহিক সামরিক অভিযান, যার তৃতীয় ধাপ চলছে বর্তমানে। বিশেষজ্ঞরা বলছেন, এই দ্বন্দ্ব এখন পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, যদি না আন্তর্জাতিক মহল দ্রুত হস্তক্ষেপ করে উত্তেজনা প্রশমনে উদ্যোগ না নেয়।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষের সর্বশেষ ধাপে শনিবার দিবাগত রাতে ইরান থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, "ট্রু প্রমিজ থ্রি" নামে অভিহিত এ হামলার দ্বিতীয় ধাপে মূল লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা ও তেলআভিভ শহর।

এই হামলার পরপরই ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) নিশ্চিত করে যে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং তেহরানে ইরানের সামরিক স্থাপনায় পাল্টা বিমান হামলা চালানো হচ্ছে। আইডিএফ-এর পক্ষ থেকে বলা হয়, “আমাদের বিমান বাহিনী এই মুহূর্তে তেহরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, একইসঙ্গে আকাশপথে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার কাজও চলছে।”

ইসরায়েলের নাগরিকদের জন্য হোম ফ্রন্ট কমান্ডের পক্ষ থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, সাইরেন বাজলে সবাইকে অবিলম্বে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে হবে এবং না বলা পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।
ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, দেশের উপকূলীয় এবং উত্তরাঞ্চলীয় এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং খোলা জায়গায় আগুন ধরে গেছে। কয়েকটি জায়গায় ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। তেলআভিভ, রিশন লে জিওন, এবং হাইফার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তবে এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলার পর তারা দুটি এলাকায় তল্লাশি চালাচ্ছে, তবে এখনো ১০১ হটলাইনে কোনো প্রাণহানির খবর আসেনি।
অন্যদিকে হামলার অভিঘাত ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। জর্ডানের রাজধানী আম্মানে সাইরেন বাজানো হয়েছে এবং নিরাপত্তার কারণে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এই সংঘাতের সূচনা হয় ইসরায়েলের পক্ষ থেকে চালানো একটি ব্যাপক বিমান হামলার পর, যেখানে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। প্রতিশোধ হিসেবে ইরান শুরু করে ‘ট্রু প্রমিজ’ নামে ধারাবাহিক সামরিক অভিযান, যার তৃতীয় ধাপ চলছে বর্তমানে। বিশেষজ্ঞরা বলছেন, এই দ্বন্দ্ব এখন পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, যদি না আন্তর্জাতিক মহল দ্রুত হস্তক্ষেপ করে উত্তেজনা প্রশমনে উদ্যোগ না নেয়।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৫ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৭ ঘণ্টা আগে