
ঢাকা: আন্তর্জাতিক লেনদেন সহজ করতে একটি স্মার্ট অ্যাপ চালু করেছে সৌদির আরব ন্যাশনাল ব্যাংক (এএনবি)। এর মাধ্যমে গ্রাহকেরা যেকোনো সময়, সহজ ও সুবিধাজনক উপায়ে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ঘরে বসেই তাৎক্ষণিকভাবে ও সুরক্ষিত উপায়ে লেনদেন করা যাবে। মূলত প্রবাসীরা এর মাধ্যমে সহজে নিজ দেশে অর্থ পাঠাতে পারবে। সৌদিতে থাকা প্রায় ১২ লাখ বাংলাদেশিও এ সুবিধা গ্রহণ করতে পারবে। টেলিমানি কেন্দ্রে যাওয়া ছাড়াই দেশে টাকা পাঠানোর এ সুযোগ বহু সমস্যার সমাধান দেবে।
এএনবির এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ব্যবহারকারী টেলিমানি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্যবহারকারীরা ফিঙ্গার প্রিন্ট বা ফেস রিকগনিশনের মাধ্যমে দ্রুত লগইন করতে পারবে। এর মাধ্যমে অর্থ স্থানান্তর, পিন পরিবর্তন ও কার্ড অ্যাকটিভ/ইন-অ্যাকটিভ করা যাবে। এ ছাড়া বেতন তোলা, কেনাকাটা, মাদা কার্ড যুক্ত করা, অ্যাকাউন্টের সুবিধাভোগী যোগ করাসহ একগুচ্ছ বিশেষ অফার এবং প্রণোদনা বান্ডিল থাকছে।
এএনবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়দ আলরাশিদ বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি আমাদের ডিজিটাল রূপান্তর কৌশল বাস্তবায়নে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার জন্য। এটি মানসম্পন্ন উদ্যোগ এবং পদক্ষেপ বিষয়ক একটি প্যাকেজের অংশ, যা উদ্ভাবনী এবং স্মার্ট সমাধান দেবে।’
প্রসঙ্গত, এএনবি যাত্রা শুরু করে ১৯৯৯ সালে। তখন থেকেই টেলিমানির মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা প্রদানে শীর্ষে রয়েছে। এত দিন ব্যাংকটি এটিএম, টেলিমানি এক্সপ্রেস টার্মিনাল, এএনবি মোবাইল, এএনবি নেট, বেতন কার্ডের মাধ্যমে গ্রাহকেরা এ পরিষেবা পেত। সৌদি জুড়ে এএনবির ৮৬ টি টেলিমানি কেন্দ্র রয়েছে।

ঢাকা: আন্তর্জাতিক লেনদেন সহজ করতে একটি স্মার্ট অ্যাপ চালু করেছে সৌদির আরব ন্যাশনাল ব্যাংক (এএনবি)। এর মাধ্যমে গ্রাহকেরা যেকোনো সময়, সহজ ও সুবিধাজনক উপায়ে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নতুন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ঘরে বসেই তাৎক্ষণিকভাবে ও সুরক্ষিত উপায়ে লেনদেন করা যাবে। মূলত প্রবাসীরা এর মাধ্যমে সহজে নিজ দেশে অর্থ পাঠাতে পারবে। সৌদিতে থাকা প্রায় ১২ লাখ বাংলাদেশিও এ সুবিধা গ্রহণ করতে পারবে। টেলিমানি কেন্দ্রে যাওয়া ছাড়াই দেশে টাকা পাঠানোর এ সুযোগ বহু সমস্যার সমাধান দেবে।
এএনবির এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ব্যবহারকারী টেলিমানি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্যবহারকারীরা ফিঙ্গার প্রিন্ট বা ফেস রিকগনিশনের মাধ্যমে দ্রুত লগইন করতে পারবে। এর মাধ্যমে অর্থ স্থানান্তর, পিন পরিবর্তন ও কার্ড অ্যাকটিভ/ইন-অ্যাকটিভ করা যাবে। এ ছাড়া বেতন তোলা, কেনাকাটা, মাদা কার্ড যুক্ত করা, অ্যাকাউন্টের সুবিধাভোগী যোগ করাসহ একগুচ্ছ বিশেষ অফার এবং প্রণোদনা বান্ডিল থাকছে।
এএনবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়দ আলরাশিদ বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি আমাদের ডিজিটাল রূপান্তর কৌশল বাস্তবায়নে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার জন্য। এটি মানসম্পন্ন উদ্যোগ এবং পদক্ষেপ বিষয়ক একটি প্যাকেজের অংশ, যা উদ্ভাবনী এবং স্মার্ট সমাধান দেবে।’
প্রসঙ্গত, এএনবি যাত্রা শুরু করে ১৯৯৯ সালে। তখন থেকেই টেলিমানির মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা প্রদানে শীর্ষে রয়েছে। এত দিন ব্যাংকটি এটিএম, টেলিমানি এক্সপ্রেস টার্মিনাল, এএনবি মোবাইল, এএনবি নেট, বেতন কার্ডের মাধ্যমে গ্রাহকেরা এ পরিষেবা পেত। সৌদি জুড়ে এএনবির ৮৬ টি টেলিমানি কেন্দ্র রয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
২ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
২ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৪ ঘণ্টা আগে