
তুরস্কের বিমান হামলায় উত্তর ইরাকে আট পর্যটক নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় মেয়র মুশির মোহাম্মদ এপিকে বলেছেন, আধা-স্বায়ত্তশাসিত কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলের জাখো জেলার বারখের রিসোর্ট এলাকায় গতকাল বুধবার অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হতাহতরা সবাই ইরাকি নাগরিক।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশুটি রয়েছে বলে জানিয়েছেন জাখো স্বাস্থ্য কর্মকর্তা আমির আলী।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গরমের মৌসুমে শত শত ইরাকি পর্যটক দক্ষিণ থেকে কুর্দি অঞ্চলে আসেন। কারণ এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে শীতল। জাখোর পর্যটন স্থানগুলো তুরস্কের সামরিক ঘাঁটির কাছাকাছি।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই এলাকায় পাঠিয়েছেন এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। আল-কাদিমি টুইটারে লিখেছেন, ‘তুর্কি বাহিনী ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করেছে।’
এদিকে হতাহতের এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তারা হামলার দায় অস্বীকার করেছে এবং এক বিবৃতিতে বলেছে, এটি সন্ত্রাসীদের কাজ।
বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সত্য উদ্ঘাটন করতে (হামলা ঘটনার) তুরস্ক সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। আন্তর্জাতিক আইন মেনেই তুরস্ক সামরিক অভিযান পরিচালনা করেছে এবং বেসামরিক হতাহতের বিষয়টি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে।

তুরস্কের বিমান হামলায় উত্তর ইরাকে আট পর্যটক নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা ও বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় মেয়র মুশির মোহাম্মদ এপিকে বলেছেন, আধা-স্বায়ত্তশাসিত কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলের জাখো জেলার বারখের রিসোর্ট এলাকায় গতকাল বুধবার অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হতাহতরা সবাই ইরাকি নাগরিক।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশুটি রয়েছে বলে জানিয়েছেন জাখো স্বাস্থ্য কর্মকর্তা আমির আলী।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গরমের মৌসুমে শত শত ইরাকি পর্যটক দক্ষিণ থেকে কুর্দি অঞ্চলে আসেন। কারণ এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে শীতল। জাখোর পর্যটন স্থানগুলো তুরস্কের সামরিক ঘাঁটির কাছাকাছি।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই এলাকায় পাঠিয়েছেন এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। আল-কাদিমি টুইটারে লিখেছেন, ‘তুর্কি বাহিনী ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করেছে।’
এদিকে হতাহতের এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তারা হামলার দায় অস্বীকার করেছে এবং এক বিবৃতিতে বলেছে, এটি সন্ত্রাসীদের কাজ।
বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সত্য উদ্ঘাটন করতে (হামলা ঘটনার) তুরস্ক সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। আন্তর্জাতিক আইন মেনেই তুরস্ক সামরিক অভিযান পরিচালনা করেছে এবং বেসামরিক হতাহতের বিষয়টি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে।

লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
২ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৩ ঘণ্টা আগে
লাতিন আমেরিকায় দেশ ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক হস্তক্ষেপের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট করার একটি প্রস্তাবের জবাবে ট্রাম্প বলেছেন, বিষয়টি তাঁর কাছে বেশ পছন্দ হয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল
৩ ঘণ্টা আগে