
‘প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে চারপাশে কেবল বোমার শব্দ।’ ইসরায়েলের বাছবিচারহীন হামলার ভয়াবহতা বোঝাতে এভাবেই কথা বলছিলেন ফিলিস্তিনের গাজার বাস্তুচ্যুত বাসিন্দা গাদা ওউদা। ফ্রিল্যান্সার এই দোভাষী থাকতেন গাজা সিটিতে। সেখানকার বাসাটি ছেড়ে উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে এসেছেন তিনি। কিন্তু এখানেও ইসরায়েলি বোমাবর্ষণ থেকে মুক্তি পাননি গাদা ওউদাসহ অন্য ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা বলেছে, প্রাণে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চলে যাওয়া বাসিন্দারা খারাপ পরিস্থিতিতে পড়ে ফের উত্তরাঞ্চলে ফিরছে। কার্যত গাজার কোনো স্থানই নিরাপদ নেই। সবশেষ ২৪ ঘণ্টায় ঘটা প্রাণহানিগুলো ঘটেছে উপত্যকার দক্ষিণাঞ্চলে। প্রতিদিন গড়ে নিহত হচ্ছে ২০০ থেকে ৩০০ ফিলিস্তিনি। সবশেষ ২৪ ঘণ্টায় ৪০০ জনের বেশি নিহত হওয়ায় মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৪৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৮২টিই শিশু। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮৭ জন হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৫টিই শিশু। নারী ১ হাজার ১১৯ জন, প্রবীণ ২১৭ জন। আহত হয়েছে ১৫ হাজার ২৭৩ জন।
এদিকে, হামাস গত রোববার রাতে আবার ইসরায়েলে হামলার চেষ্টা চালিয়েছে। হামাস টেলিগ্রামে জানায়, ইসরায়েলের সামরিক তল্লাশিচৌকিতে দুটি ড্রোন হামলা চালিয়েছে তারা।
এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত ২৪ ঘণ্টায় তারা ৩২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী স্বীকার না করলেও এসব লক্ষ্যবস্তুর মধ্যে গাজার অনেক আবাসিক এলাকাও পড়েছে। এর মধ্যে ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থীশিবির উল্লেখযোগ্য। আল-শিফা হাসপাতাল ও আল-কুদস হাসপাতালের কাছাকাছি এলাকায়ও ঘটে হামলার ঘটনা।
ইসরায়েলের সেনাবাহিনী আরও জানায়, হামাসের হাতে জিম্মি থাকা বিদেশিসহ ইসরায়েলিদের সম্পর্কে তথ্য জোগাড়ে গত রোববার রাতে ছোট পরিসরে স্থল অভিযান চালায় তারা। ট্যাংক ও পদাতিক বাহিনী দিয়ে অভিযান চালায় তারা। এ ছাড়া এই যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তজুড়ে থাকা হিজবুল্লাহর ২০টি আস্তানায় হামলা চালিয়েছে তারা।
সন্তানের গায়ে নাম লিখে রাখছেন ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহতদের একটি বড় অংশই শিশু। বোমার আঘাতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুদের হাসপাতালের মর্গে শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন অনেক বাবা-মা। এ অবস্থায় গাজায় নতুন একটি প্রবণতা দেখা গেছে। সন্তানদের শরীরের বিভিন্ন অংশে তাঁরা নাম লিখে রাখছেন—যেন এই নাম দেখে তাঁদের লাশ শনাক্ত করা যায় সহজেই।
এ বিষয়ে আল-আকসা মার্টিয়ারস হাসপাতালের প্রধান আব্দুল রহমান আল-মাসরি সিএনএনকে বলেন, তাঁরা বেশ কিছু শিশুর লাশ পেয়েছেন, যাদের পা, পেট কিংবা শরীরের অন্যান্য অংশে মা-বাবারা নাম লিখে রেখেছিলেন।
আরেক মসজিদে হামলা
গাজার আরেকটি মসজিদে হামলা করেছে ইসরায়েল। গাজার পার্শ্ববর্তী শেখ রাদওয়ানের আল-নূর আল-মোহাম্মেদি মসজিদে বিমান হামলা হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর মোট ৩২টি মসজিদ ধ্বংস হলো গাজায়।
বোমাবর্ষণ বন্ধ চান গাজাবাসী
গতকাল সোমবার ত্রাণবাহী গাড়ির তৃতীয় বহর রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। মিসর ও ফিলিস্তিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ১২টির বেশি লরি গতকাল রাফাহ অতিক্রম করে। এর আগের দুই দিনে ত্রাণবাহী ৩৪টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। প্রাণে বাঁচার জন্য আরও ত্রাণ প্রয়োজন হলেও বাস্তুচ্যুত বাসিন্দারা বলছেন, ত্রাণ নয়, বরং নির্বিচার বোমাবর্ষণ বন্ধ চান তাঁরা।
আজিজা আবু মার বলেন, ‘যথেষ্ট প্রাণহানি হয়েছে। আর নয়। আমরা ত্রাণ চাই না। আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই।...আমরা দিন কিংবা রাত কোনো সময়ই বোমাবর্ষণের জন্য ঘুমাতে পারছি না। যথেষ্ট হয়েছে, আর নিতে পারছি না। নিজেদের এখন আর মানুষও মনে হচ্ছে না।’
বিবিসির কাছে পাঠানো ভয়েস রেকর্ডিংয়ে ফ্রিল্যান্সার দোভাষী গাদা ওউদা বলেন, এই যুদ্ধ শুরুর প্রথমদিকে পাউরুটির জন্য দীর্ঘ সারি দেখা যেত। এখন সেই পাউরুটিও দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা পর যতটুকু পাউরুটি মেলে, তা বাসায় নিয়ে ফিরলে শুধু কষ্টই পেতে হয়। কারণ, পরিবারের সব সদস্যের জন্য তা যথেষ্ট হয় না।
দুর্ভোগে স্কটিশ ফার্স্ট মিনিস্টারের পরিবার
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ বলেন, গাজায় তাঁর শ্বশুর-শাশুড়ি আটকা পড়ে আছেন। এই যুদ্ধ শুরুর আগে সেখানে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। তিনি বলেন, গাজার একটি বাসায় শখানেক লোকের সঙ্গে তাঁরা গাদাগাদি করে আছেন। ওই বাসায় দুই মাসের একটি শিশুও রয়েছে। ব্রেচিন শহরে সফরে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
চার সন্তান নিয়ে শঙ্কায় ব্রিটিশ নাগরিক
চার সন্তান নিয়ে গাজার উত্তরাঞ্চলে আটকা পড়েছেন ব্রিটিশ নাগরিক স্টেফানি আবুস্সাই। যুক্তরাজ্যের ব্ল্যাকপুলের এই বাসিন্দার এখন একটাই চাওয়া। তা হলো, রাফাহ সীমান্ত পেরিয়ে মিসরে যাওয়া। বিবিসির প্রতিবেদককে তিনি বলেন, ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা।

‘প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তে চারপাশে কেবল বোমার শব্দ।’ ইসরায়েলের বাছবিচারহীন হামলার ভয়াবহতা বোঝাতে এভাবেই কথা বলছিলেন ফিলিস্তিনের গাজার বাস্তুচ্যুত বাসিন্দা গাদা ওউদা। ফ্রিল্যান্সার এই দোভাষী থাকতেন গাজা সিটিতে। সেখানকার বাসাটি ছেড়ে উপত্যকার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে এসেছেন তিনি। কিন্তু এখানেও ইসরায়েলি বোমাবর্ষণ থেকে মুক্তি পাননি গাদা ওউদাসহ অন্য ফিলিস্তিনিরা।
ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা বলেছে, প্রাণে বাঁচতে গাজার দক্ষিণাঞ্চলে যাওয়া বাসিন্দারা খারাপ পরিস্থিতিতে পড়ে ফের উত্তরাঞ্চলে ফিরছে। কার্যত গাজার কোনো স্থানই নিরাপদ নেই। সবশেষ ২৪ ঘণ্টায় ঘটা প্রাণহানিগুলো ঘটেছে উপত্যকার দক্ষিণাঞ্চলে। প্রতিদিন গড়ে নিহত হচ্ছে ২০০ থেকে ৩০০ ফিলিস্তিনি। সবশেষ ২৪ ঘণ্টায় ৪০০ জনের বেশি নিহত হওয়ায় মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে।
গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৪৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে ১৮২টিই শিশু। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮৭ জন হয়েছে। এর মধ্যে ২ হাজার ৫৫টিই শিশু। নারী ১ হাজার ১১৯ জন, প্রবীণ ২১৭ জন। আহত হয়েছে ১৫ হাজার ২৭৩ জন।
এদিকে, হামাস গত রোববার রাতে আবার ইসরায়েলে হামলার চেষ্টা চালিয়েছে। হামাস টেলিগ্রামে জানায়, ইসরায়েলের সামরিক তল্লাশিচৌকিতে দুটি ড্রোন হামলা চালিয়েছে তারা।
এদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত ২৪ ঘণ্টায় তারা ৩২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি বাহিনী স্বীকার না করলেও এসব লক্ষ্যবস্তুর মধ্যে গাজার অনেক আবাসিক এলাকাও পড়েছে। এর মধ্যে ঘনবসতিপূর্ণ জাবালিয়া শরণার্থীশিবির উল্লেখযোগ্য। আল-শিফা হাসপাতাল ও আল-কুদস হাসপাতালের কাছাকাছি এলাকায়ও ঘটে হামলার ঘটনা।
ইসরায়েলের সেনাবাহিনী আরও জানায়, হামাসের হাতে জিম্মি থাকা বিদেশিসহ ইসরায়েলিদের সম্পর্কে তথ্য জোগাড়ে গত রোববার রাতে ছোট পরিসরে স্থল অভিযান চালায় তারা। ট্যাংক ও পদাতিক বাহিনী দিয়ে অভিযান চালায় তারা। এ ছাড়া এই যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তজুড়ে থাকা হিজবুল্লাহর ২০টি আস্তানায় হামলা চালিয়েছে তারা।
সন্তানের গায়ে নাম লিখে রাখছেন ফিলিস্তিনিরা
গাজায় ইসরায়েলি বোমা হামলায় নিহতদের একটি বড় অংশই শিশু। বোমার আঘাতে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুদের হাসপাতালের মর্গে শনাক্ত করতে হিমশিম খাচ্ছেন অনেক বাবা-মা। এ অবস্থায় গাজায় নতুন একটি প্রবণতা দেখা গেছে। সন্তানদের শরীরের বিভিন্ন অংশে তাঁরা নাম লিখে রাখছেন—যেন এই নাম দেখে তাঁদের লাশ শনাক্ত করা যায় সহজেই।
এ বিষয়ে আল-আকসা মার্টিয়ারস হাসপাতালের প্রধান আব্দুল রহমান আল-মাসরি সিএনএনকে বলেন, তাঁরা বেশ কিছু শিশুর লাশ পেয়েছেন, যাদের পা, পেট কিংবা শরীরের অন্যান্য অংশে মা-বাবারা নাম লিখে রেখেছিলেন।
আরেক মসজিদে হামলা
গাজার আরেকটি মসজিদে হামলা করেছে ইসরায়েল। গাজার পার্শ্ববর্তী শেখ রাদওয়ানের আল-নূর আল-মোহাম্মেদি মসজিদে বিমান হামলা হয়েছে। এতে যুদ্ধ শুরুর পর মোট ৩২টি মসজিদ ধ্বংস হলো গাজায়।
বোমাবর্ষণ বন্ধ চান গাজাবাসী
গতকাল সোমবার ত্রাণবাহী গাড়ির তৃতীয় বহর রাফাহ সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। মিসর ও ফিলিস্তিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ১২টির বেশি লরি গতকাল রাফাহ অতিক্রম করে। এর আগের দুই দিনে ত্রাণবাহী ৩৪টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। প্রাণে বাঁচার জন্য আরও ত্রাণ প্রয়োজন হলেও বাস্তুচ্যুত বাসিন্দারা বলছেন, ত্রাণ নয়, বরং নির্বিচার বোমাবর্ষণ বন্ধ চান তাঁরা।
আজিজা আবু মার বলেন, ‘যথেষ্ট প্রাণহানি হয়েছে। আর নয়। আমরা ত্রাণ চাই না। আমরা আমাদের বাড়িতে ফিরতে চাই।...আমরা দিন কিংবা রাত কোনো সময়ই বোমাবর্ষণের জন্য ঘুমাতে পারছি না। যথেষ্ট হয়েছে, আর নিতে পারছি না। নিজেদের এখন আর মানুষও মনে হচ্ছে না।’
বিবিসির কাছে পাঠানো ভয়েস রেকর্ডিংয়ে ফ্রিল্যান্সার দোভাষী গাদা ওউদা বলেন, এই যুদ্ধ শুরুর প্রথমদিকে পাউরুটির জন্য দীর্ঘ সারি দেখা যেত। এখন সেই পাউরুটিও দুর্লভ বস্তুতে পরিণত হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টা পর যতটুকু পাউরুটি মেলে, তা বাসায় নিয়ে ফিরলে শুধু কষ্টই পেতে হয়। কারণ, পরিবারের সব সদস্যের জন্য তা যথেষ্ট হয় না।
দুর্ভোগে স্কটিশ ফার্স্ট মিনিস্টারের পরিবার
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হামজা ইউসুফ বলেন, গাজায় তাঁর শ্বশুর-শাশুড়ি আটকা পড়ে আছেন। এই যুদ্ধ শুরুর আগে সেখানে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। তিনি বলেন, গাজার একটি বাসায় শখানেক লোকের সঙ্গে তাঁরা গাদাগাদি করে আছেন। ওই বাসায় দুই মাসের একটি শিশুও রয়েছে। ব্রেচিন শহরে সফরে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।
চার সন্তান নিয়ে শঙ্কায় ব্রিটিশ নাগরিক
চার সন্তান নিয়ে গাজার উত্তরাঞ্চলে আটকা পড়েছেন ব্রিটিশ নাগরিক স্টেফানি আবুস্সাই। যুক্তরাজ্যের ব্ল্যাকপুলের এই বাসিন্দার এখন একটাই চাওয়া। তা হলো, রাফাহ সীমান্ত পেরিয়ে মিসরে যাওয়া। বিবিসির প্রতিবেদককে তিনি বলেন, ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
১ ঘণ্টা আগে
সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
৩ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে