
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে অভিযান চালিয়ে দুই জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রাফায় নির্বিচারে বিমান হামলার মধ্যেই দুই ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
উদ্ধার করা দুই জিম্মিই সুস্থ আছেন বলে জানান আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট। উদ্ধারকৃতদের নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ৬০ বছর বয়সী ফার্নান্দো সিমন মারম্যান ও ৭০ বছর বয়সী লুইস হার। স্বাস্থ্য পরীক্ষার জন্য এই দুই ইসরায়েলিকে তেল হাশোমার মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেন, ‘এটি খুবই জটিল অভিযান। এই অভিযানে দীর্ঘ সময় ধরে কাজ করছি। আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। জিম্মিদের একটি ভবনের দ্বিতীয় তলায় রাখা হয়েছিল। বিস্ফোরক দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়। আশপাশের ভবনগুলোতেও ভারী গুলি বিনিময় হয়েছে।’
রাফায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আজ সোমবার বলেছেন যে, দক্ষিণ গাজার শহরটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। রাফা হামলার শিকার হয়েছে বলে এর আগে জানিয়েছিল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।
গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন রাফায়। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।
গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। হামাসের এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।
অপরদিকে, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জনাকীর্ণ রাফায় আশ্রয়প্রার্থীদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসা সংকট প্রকট আকার ধারণ করছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে অভিযান চালিয়ে দুই জিম্মিকে জীবিত উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রাফায় নির্বিচারে বিমান হামলার মধ্যেই দুই ইসরায়েলি জিম্মিকে উদ্ধারের খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
উদ্ধার করা দুই জিম্মিই সুস্থ আছেন বলে জানান আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট। উদ্ধারকৃতদের নামও উল্লেখ করা হয়েছে। তারা হলেন, ৬০ বছর বয়সী ফার্নান্দো সিমন মারম্যান ও ৭০ বছর বয়সী লুইস হার। স্বাস্থ্য পরীক্ষার জন্য এই দুই ইসরায়েলিকে তেল হাশোমার মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেন, ‘এটি খুবই জটিল অভিযান। এই অভিযানে দীর্ঘ সময় ধরে কাজ করছি। আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। জিম্মিদের একটি ভবনের দ্বিতীয় তলায় রাখা হয়েছিল। বিস্ফোরক দিয়ে ভবনটি ভেঙে ফেলা হয়। আশপাশের ভবনগুলোতেও ভারী গুলি বিনিময় হয়েছে।’
রাফায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা আজ সোমবার বলেছেন যে, দক্ষিণ গাজার শহরটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। রাফা হামলার শিকার হয়েছে বলে এর আগে জানিয়েছিল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি।
গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন রাফায়। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।
গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। হামাসের এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।
অপরদিকে, ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জনাকীর্ণ রাফায় আশ্রয়প্রার্থীদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসা সংকট প্রকট আকার ধারণ করছে।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৪ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
৭ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৮ ঘণ্টা আগে